Mobile দিয়ে YouTube channel কিভাবে খুলবো | How To Create a YouTube Channel In Your Mobile আমাদের আজকের ট্রফিক How to Create a YouTube Channel in your Mobile মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো।YouTube ও Facebook, Twitter, LinkedIn, Reddit, Pinterest এর মতন সোশ্যাইল নেটওয়ার্ক ওয়েবসাইট ২০০৫ শালে Chad Hurley, Steve Chen ও Javed Karim চালু করেছিলেন।ইউটিউবের প্রথম ভিডিও ( me at the zoo) যাতে ৪৩ মিলিয়ন ভিজিটর আসে। পরে ২০০৬ শালে Google কম্পানি ১.৬৫ বিলিয়ন দিয়ে কিনে নেয় এখন ইউটিউব Google কম্পানির ওয়েবসাইট।
ইউটিউব এমন এক ভিডিও আপলোড ওয়েবসাইট সাইড যাকে এখন প্রতেক মানুষ জানে আর অত্যন্ত ব্যবহার করে থাকে। ইউটিউব বেশি ব্যবহার করা হয় ভিডিও মুভি গান ইত্যাদি দেখার জন্য এখানে সমস্ত ভাষার সবরকম ভিডিও দেখতে পাওয়া যায়।
কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এত ভিডিও আসে কিভাবে। কারাইবা আপলোড করে। বন্ধুরা এইসব ভিডিও আমার আপনার মতো সাধারণ মানুষের তৌরী করা আমরাই আপলোড করে থাকি।
মোবাইল দিয়ে ইউটিউবচ্যানেল কিভাবে খুলবো?
ইউটিউব চ্যানেল তৌরী করতে হলে সকলের প্রথমে দরকার একটা জিমেইল।যদি আপনার কাছে জিমেইল না থাকে তাহলে mail.google.com এখান থেকে বনিয়ে নিন।
১) এই কাজের জন্য আমি আমার ফেবারিট ব্রাউজার ক্রম ব্যবহার করবো আপনারা চাইলে youtube App ব্যবহার করতে পারেন আরও সহজ হবে। প্রথমে এই লিঙ্কে যান https://www.youtube.com/
এবার ডান সাইটে ওপরে Sign In এ ক্লিক করুন
২) এখানে আপনার Gmail দিয়ে Next ক্লিক করুন।
৩) এখানে আপনার তৌরী করা Password দিয়ে Next ক্লিক করুন। Captcha আসলে দেখে নিন।
৪) এবার আপনি Login হয়ে যাবেন। আপনার স্কিন এর কোনে ওপরে ডান সাইটে দেখুন আপনার জিমেইলের ছবি শো করছে ওখানে ক্লিক করুন।
৫)এবার একটা লিস্ট মতো ওপেন হবে এখান থেকে your Channel এ ক্লিক করুন।
৬) এবার আপনার মনের মতো চ্যানেলের নাম দিন হয়ে গেলে Create Channel এ ক্লিক করুন।
৭) এবার আপনার ইউটিউব চ্যানেল তৌরী হয়ে গেছে Customize Channel এ ক্লিক করুন।
৮) এবার এখান থেকে আপনার প্রফাইল Profile picture, Cover photo, About Me, Discussion Etc ভরে নেবেন।
৯) ইউটিউব ভিডিও আপলোড করার জন্য এখানে https://www.youtube.com/upload ক্লিক করুন অথবা ছবিতে দেখে নিন।
( নোট : ইউটিউব কভার ফটো YouTube Channel Art Size 2560 px by 1440 px হয়।)
যদি কারর মোবাইল দিয়ে কভার ফটো চেঞ্জ করতে সমস্যা হয় তাহলে কম্পিউটার আছে এমন কোন বন্ধুর কাছ থেকে বানিয়ে নেবেন অথবা logo maker এই এপ্সটা প্লেস্টোর থেকে ডাউন লোড করে নেবেন। এটা ওপেন করলে ইউটিউব কভার ফটো ওপশান পাবেন ওখান থেকে তৌরী করে আপলো ড করতে পারেন। Online Income Tunes
তাহলে বন্ধুরা আশা করি আপনার ইউটিউব চ্যানেল তৌরী করতে কোন রকম সমস্যা হয়নি।তবু যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ।
Comments (No)