Mobile দিয়ে youtube channel art বা cover photos কিভাবে তৈরি ও পরিবর্তন করবো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের আর্ট বা কভার ফটো কিভাবে তৈরি ও পরিবর্তন করে যদিআপনার কোন ইউটিউব চ্যানেল থাকে তবে অবশ্যই আপনার চ্যানেলকে আরও সুন্দর দেখানোর জন্য একটা কভার ফটো এড করা খুব জরুরি। অনেক নতুন ইউটিউবার আছে যারা ইউটিউব কভার ফটো তৈরি করতে পারছেন না, বা কারোর কাছে কভার ফটো আছে কিন্তু পরিবর্তন করতে পারছেন না তারা এই পোস্ট দেখার পরে কোন ঝামেলা ছাড়ায় খুব সহজে আপনার ইউটিউবের কভার ফটো পরিবর্তন করতে পারবেন। এখনো যদি আপনি কোন ইউটিউব চ্যানেল তৈরি না করে থাকেন তবে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে পোস্টটা দেখতে পারেন।
ইউটিউব কভার ফটো সাইজ কতো?
ইউটিউব কভার ফটো সাইজ অনেকে জানেনা তাই অন্যান্য সোশ্যাল সাইটের মতো যেকোন সাইজের ছবি আপলোড করে দেন কিন্তু আপলোড হয়না। ইউটিউব আর্ট বা কভার ফটো সাইজ 2560×1440 pixels হয় এর থেকে কম আপলোড করা যায় না। যদি আপনি ইউটিউব কভার ফটো পরিবর্তন করতে চান তবে আপনাকে এই সাইজের ফটো তৈরি করতে হবে। কিন্তু আমি নিচে যেই উপায়টা বলেছি এটা অটো সেট করা এতে আপনার সাইজের কোন সমস্যা হবেনা আর এটা মোবাইল ও ডিস্কটপে পারফেক্ট সাইজ প্রদর্শন করে। শুধু আপনার youtube channel নাম আর কিছু ইডিট করে খুব সহজে তৈরি করে নিতে পারেন সুন্দর একটি কভার ফটো। Online Income Tunes
- মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে
ইউটিউব চ্যানেল আর্ট বা কভার ফটো কিভাবে তৈরি করে
youtube channel কভার ফটো তৈরি করার জন্য আপনি অনলাইনে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেমন Panzoid কিন্তু অনলাইনে তৈরি কভার ফটো অতো ভালো হয়না তাই আমি বলবো আপনারা প্লেস্টোর থেকে Logopit Plus এপসটা ডাউনলোড করে নিন এই এপসের সাহায্যে যেকোন সোশ্যাল সাইটের কভার ফটো তৈরি করতে পারবেন শুধু তাইনা এই এপসের সাহায্যে আপনি সুন্দর ইউটিউব থাম্বনেইলও তৈরি করতে
পারবেন আর এটা ব্যবহার করাও সহজ।
ইউটিউব চ্যানেল আর্ট বা কভার ফটো কিভাবে তৈরি করে
Step-1: মোবাইল দিয়ে ইউটিউব কভার ফটো তৈরি করতে প্রথমে প্লেস্টোর থেকে Logopit Plus এপসটা ডাউনলোড করেনিন।
Step-2: এবার এপসটা ওপেন করুন, এখান থেকে Youtube Cover সিলেক্ট করুন।
Step-3: এবারে অনেক গুলো কভার ফটো দেখতে পাবেন আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করুন অথবা আপনার কাছে কোন ভাল ছবি থাকলে Blank ক্লিক করুন।
Step-4: এবারে আপনার মনের মতো সাজিয়ে নিন হয়ে গেলে jpg অথবা png ভারশনে ডাউনলোড করেনিন।
youtube channel আর্ট বা কভার ফটো কিভাবে পরিবর্তন করবো
আমাদের youtube channel কভার ফটো তৈরি হয়ে গেছে এবার পরিবর্তন করতে হবে তার জন্য প্রথমেে আপনার ক্রম ব্রাউজারের Desktop Site অন করেনিন। Crome Browser এর কোনে 3 ডট ক্লিক করলে দেখতে পাবেন।
মোবাইল দিয়ে youtube channel আর্ট বা কভার ফটো কিভাবে পরিবর্তন করবো
Step:1- প্রথমেে youtube.com সাইটে চলে যান লগইন না থাকলে করেনিন। এবার ওপর থেকে আপনার প্রফাইলে ক্লিক করুন। তার পর yourchannel ক্লিক করুন।
Step:2- এবার যেই পেজ আসবে এখান থেকে CUSTOMIZE CHANNEL ক্লিক করুন।
Step:3- এবার যেই পেজ আসবে এখান থেকে Add channel art ক্লিক করুন।
Step:4- এবারে Select a photo from your computer ক্লিক করে আপনার তৈরি করা কভার ফটোটা সিলেক্ট করুন ।
Step:5- কিছুক্ষণের মধ্যে আপনার ফটো আপলোড হয়ে যাবে এখানে আপনার ফটোর মোবাইল, ডেস্কটপ ও টিভির লুক দেখতে পাবেন।
ডানদিকে auto enhance (√ ) মার্ক করে বাঁমদিকে Select ক্লিক করুন। বেশ হয়ে গেছে আপনার ইউটিউব কভার ফটো আপলোড।
বন্ধুরা আশা করি আজকের পোস্ট আপনাদের ভালো লেগেছে তবুও ইউটিউব কভার ফটো পরিবর্তন করতে কারোর সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা এর আগেও ইউটিউব বিষয়ে অনেক পোস্ট করেছি তার কিছু নিচে দিলাম যদি আপনাদের কারোর প্রয়োজন হয় দেখতে পারেন।
Comments (No)