Online News portals লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই

Online News portals লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই আপনি কি অনলাইন নিউজ পোর্টালে লেখা প্রকাশ করে উপার্জন করতে চান? তাহলে দেখে নিন কিভাবে এই উপায় থেকে আয় করবেন ও কি নিয়ম অনুসরণ করতে হবে।নিজে উপার্জন করা! এটা সবসময়েই সর্বাপেক্ষা আনন্দের একটি বিষয়। ছাত্রজীবনে নিজেদের কোন আয় থাকেনা বিধায় অনেক স্বপ্নই হয়ত পূরন হয়না। সব সন্তানই বাবার কষ্টের টাকায় নিজের সব স্বপ্ন পূরন করতে চায় না। অনেকেরই জীবনের স্বপ্ন হচ্ছে নিজে রোজগার করা,সে যত অল্প টাকাই হোক না কেন।
Online News portals লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই
Online News portals লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই


Online News পোর্টালে লিখুন আর উপার্জন করুন বাড়িতে বসেই নিজে উপার্জন করা! এটা সবসময়েই সর্বাপেক্ষা আনন্দের একটি বিষয়। ছাত্রজীবনে নিজেদের কোন আয় থাকেনা বিধায় অনেক স্বপ্নই হয়ত পূরন হয়না। সব সন্তানই বাবার কষ্টের টাকায় নিজের সব স্বপ্ন পূরন করতে চায় না। অনেকেরই জীবনের স্বপ্ন হচ্ছে নিজে রোজগার করা,সে যত অল্প টাকাই হোক না কেন।


কিন্তু পড়াশোনা আর নিজের খেলাধুলার জন্য কোন অফিসিয়াল পার্টটাইম জবে ঢোকা সহজ নয়। তাহলে পড়াশুনাটাই পার্টটাইম হয়ে যায়। কিন্তু যদি এমন হত, নিজের ইচ্ছামত যেকোন দিন কাজ করে রোজগার করা যেত? শুনতে কি অবিশ্বাস্য লাগছে? মনে হচ্ছে যে, এটা কি সম্ভব নাকি? হ্যা, অবশ্যই সম্ভব। প্রযুক্তির জয়জয়কারের এই যুগে সব অসম্ভবই একে একে সম্ভব হচ্ছে।


এখন পত্রিকা মানেই রোজ সকালে হকারের দিয়ে যাওয়া কাগজের রোল নয়, বা রাস্তায় হকারের থেকে গরম খবর বা তাজা খবর শুনে একটি পত্রিকা কিনে পড়া নয়। দেশ-বিদেশের বা অঞ্চলের যেকোন খবর অনলাইন পত্রিকা থেকেই জানতে পারবেন। এরজন্য দরকার শুধু স্মার্টফোন আর ইন্টারনেট। যা এখন প্রায় সকলের হাতেই রয়েছে। আর এইসব অনলাইন পত্রিকার সংবাদ লিখতে পারেন আপনিও। তাও আপনার ইচ্ছামত বিষয়ে। এরজন্য লাগবে না তেমন কোন দক্ষতা বা অভিজ্ঞতা। যে কেউ ছাত্রাবস্থায় বা গৃহিনী, অথবা যে কেউ কাজটি করতে পারবেন। সুপ্রিয় পাঠক আমাদের আজকের আয়োজন সাজিয়েছি কিভাবে Online News পোর্টালে লিখে সাবলম্বী হবেন এই বিষয়টি নিয়ে। চলুন দেরী না করে শুরু করা যাক।


Online News পোর্টালে কাজ করে উপার্জনের উপায়:
১. প্রয়োজনীয় সরঞ্জাম

অনলাইন মানেই লিখতে হবে ইন্টারনেটে। এসব নিউজ সাইট যখন লেখক বা সাংবাদিক খোজেন তার জন্য কিছু উপকরন এবং ডিভাইস প্রয়োজন হয়। যা তাদের সার্কুলারে উল্লেখ থাকে। এরজন্য প্রাথমিক উপকরন লাগবে ল্যাপটপ, অথবা ডেস্কটপ, অথবা স্মার্টফোন, যেকোন একটি হলেই চলবে এবং সাথে মডেম অথবা ডেটা বা ব্রডব্যান্ড কানেকশন। এই সরঞ্জামগুলো হলেই আপনি Online News পোর্টালে লিখতে পারবেন।


তবে ইন্টারনেটের স্পিড ভাল থাকা আবশ্যক, এবং যে ফোনটি ব্যবহার করবেন সেটাতে ইন্টারনেট সাপোর্টেড হতে হবে। এবং প্রয়োজনীয় সকল ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে। ইমেইল এড্রেস, স্মার্ট আইডি কার্ড, ছবি, ফেসবুক একাউন্ট ইত্যাদি প্র‍য়োজন হবে।

Online News পোর্টালে একটি একাউন্ট ওপেন করতে হবে, যেখানে আপনি লিখবেন এবং লেখা এডিট করবেন।


আরো পড়ুন: নার্সারী প্রস্তুত করেই করুন প্রচুর উপার্জন: দেখে নিন কিভাবে
২. লেখার দক্ষতা

অনলাইনে নিউজ লিখতে আপনার বানান জ্ঞান ভাল হতে হবে। নিজের মত সুন্দরভাবে গুছিয়ে যেকোন বিষয় পাঠকের ভাললাগার মত করে বর্ননা করার ক্ষমতা থাকতে হবে। কারন যে সকল পাঠক নিউজ পড়বেন তাদের যেন মনে হয় তারা বস্তুনিষ্ঠ খবর পড়ছেন এবং নিজেদের জ্ঞান বা জানার পরিধি বৃদ্ধি করছেন।


এরজন্য আপনাকে বেশী বেশী নিউজ, বই, আর্টিকেল বা ব্লগ পড়তে হবে। তাহলেই লেখার ধরন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। সাথে বানান, বাক্য গঠন, বর্ননা করার বিষয়গুলোও আস্তে আস্তে অনুসরন করলে ঠিক হয়ে যাবে। এরজন্য আগে কাজ করার কোন অভিজ্ঞতা বা কোর্সের প্রয়োজন হবেনা।


৩. বেসিক কম্পিউটার ও ইংরেজি জানতে হবে

যেহেতু লিখবেন Online News পোর্টালের ওয়েবসাইটে, এবং তাদের ওয়েবসাইটে লেখা এডিট করতে হবে, তাই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা আবশ্যক। আর এটা ঘরে বসে ইউটিউব দেখেই শিখতে পারবেন। ইংরেজি পড়ে বুঝতে পারার জ্ঞান থাকতে হবে। কারন তথ্য সংগ্রহের সুত্র ইংরেজি ওয়েবসাইট হতে পারে, অনুবাদের প্রয়োজনও হতে পারে। 


আরও পড়ুন: ভালোবাসার মানুষকে বিয়ের জন্য কিভাবে বাড়িতে রাজি করাবেন


৪. সাম্প্রতিক তথ্য সম্পর্কে ধারনা

আপনি যদি Online News পোর্টালে লিখতে চান তাহলে অবশ্যই প্রথমে একটি বিষয় নির্ধারণ করতে হবে, যেমন সেটা হতে নতুন তথ্য প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনা, বর্তমান সমস্যার সমাধান, খ্যাদ্যাভাস, লাইফস্টাইল ইত্যাদি। এগুলো সম্পর্কে সঠিক এবং নতুন তথ্য দিতে আপনাকে বিষয়টি সম্পর্কে জানতে হবে, তা না হলে আপনি লিখতে পারবেন না।


তাই নিয়মিত পত্রিকা, ব্লগ, আর্টিকেল অথবা টিভি বা ইন্টারনেটে সংবাদ এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকুন। এগুলো যেমন আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে তেমনি লিখতে কোন সমস্যা হবেনা। আপনার লেখার দক্ষতা ও মানের উপর নির্ভর করবে লেখার ভিউ ও পাঠকপ্রিয়তা। এর উপর নির্ভর করবে আপনার পেমেন্ট।


এখানকার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে পরবর্তীতে মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। দক্ষতা অর্জন সাপেক্ষে একটি আর্টিকেল বা নিউজ লিখে ১৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আর Online News পোর্টালে আপনার লেখায় যত ভিউ হবে, তত আপনার রোজগার হবে। তাই সাম্প্রতিক তথ্য সম্পর্কে ধারনা রাখুন। বেশী বেশী পড়ুন।


৫. লেখার পরিমান

নিউজ পোর্টালগুলোতে আপনি নিজের সময় ও দক্ষতা অনুযায়ী লিখতে পারবেন। আপনি সার্কুলার অনুযায়ী মাসিক বেতনের ভিত্তিতে অথবা যখন খুশি লিখতে পারেন। মাসিক বেতনের ভিত্তিতে প্রতিদিন ২-৩ লেখা জমা দিতে হবে, এডিট, লিংক এবং ছবি সহ। এডিটের অপশন পাবেন নিউজ পোর্টালের ওয়েবসাইটে। ছবি নিজে তুলতে পারেন অথবা গুগল থেকে নন কপিরাইট ছবি নিতে পারেন।


ওয়েবসাইটের নিজস্ব সাইট থেকেও ছবি নেওয়ার সুবিধা পেতে পারেন। এছাড়াও পোস্ট আরও তথ্যসমৃদ্ধ করতে ব্যাকলিংক করতে পারেন এবং বিভিন্ন প্রয়োজনীয় লিংক যুক্ত করতে পারেন। এতে পোস্টের ভিউ এবং রিচ বাড়বে। তথ্যসমৃদ্ধ পোস্ট পাঠকদের উপকারে আসবে, তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির সাথে সাথে পাঠকের জীবন বদলানোর মত তথ্যসমৃদ্ধ লেখা আপনি প্রতিদিন লিখতে পারেন, অথবা আপনার সুবিধামত। এক্ষেত্রে ভিউ অনুযায়ী আপনি অর্থ প্রাপ্ত হবেন।


৬. আয়ের পরিমান

নিউজ পোর্টালগুলো পার্টটাইম আয়ের জন্য সবচেয়ে সেরা মাধ্যম। এখানে লিখতে যেমন পারবেন, তেমনি শিখতেও পারবেন প্রচুর। যা পরবর্তীতে ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং এ কাজে আসবে। প্রাথমিকভাবে মাসে ৫০০০ থেকে আয় শুরু হবে, এটা হতে পারে সর্বোচ্চ ৮০০০ মাসিক বেতনের ভিত্তিতে। ভিউ অনুযায়ী আয়ের কোন নির্দিষ্ট সীমারেখা নেই। এটা কম বা বেশী হতে পারে।


আপনার পোস্টের শিরোনাম, লেখার ধরন, বাক্যের ব্যবহার, লেখনী এবং সমসাময়িক বিষয়ে উপকারী পোস্ট হলে খুব দ্রুত পাঠকপ্রিয়তা অর্জন করতে পারবেন, এবং আয়ও বেশী হবে। আপনি অনলাইন বা ফেসবুক থেকেও এরকম সাইটের খোজ পাবেন বা গুগলে সার্চ দিতে পারেন। প্রাথমিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য এটা সেরা মাধ্যম।


আরও পড়ুন: ঘুমের সমস্যায় ভুগছেন? দেখে নিন নিমেষেই কিভাবে ঘুমিয়ে পড়তে পারবেন

উপসংহার

যেকোন পরিস্থিতিতেই এখন ইন্টারনেট সক্রিয়। আপনি যেখানেই থাকুন না কেন, নিউজ পোর্টালের নিউজ লেখার কাজটি করতে পারবেন। ছাত্রাবস্থায়, কোন অসুবিধা থাকলে অথবা চাকরির পাশাপাশি আপনি এই কাজটি করতে পারবেন। মানে বুঝতেই পারছেন এখন চলনসই যোগ্যতা থাকলেই আয়ের ক্ষেত্রে আর বাধা নেই। সাবলম্বী হওয়ার স্বপ্ন এবার পূরন হবেই।


আশা করি Online Newsপোর্টালে লিখে সাবলম্বী হওয়ার বিষয়ে পোস্টটি আপনার উপকারে আসবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বা কোন মতামত দেওয়ার থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামত গুরুত্বসহকারে নিয়ে অবশ্যই দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি। 

ধন্যবাদ সবাইকে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ