ওয়েব সাইটে এডসেন্স অনুমতি পাওয়ার জন্য যা যা প্রয়োজন।

আমরা প্রায় কমবেশ সকলেই জানি অনলাইনে আয় করার সব চেয়ে বড় মাধ্যম ও জনপ্রিয়টি হলো ব্লগ

বা ওয়েব সাইট থেকে আয়।আমরা এখন অনেকেই ব্লগ বা ওয়েব সাইট থেকে আয় করতে চাই। কারণ

বর্তমানে ওয়েব সাইট থেকে আয় করা তুলনামূলকভাবে অন্য উপায় গুলো থেকে বেশি সহজ ও সফলতার

শীর্ষে পৌছানো সম্ভব।আর এই উপায়টি সবচেয়ে বেশি জনপ্রিয় ও সহজ হয়েছে তার একটি মাএ কারণে

আর সেটি হলো গুগল এডসেন্স সাইট । আমরা সকলেই জানি গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স হলো

গুগলের একটি সেবা যার মাধ্যমে যে কেও ইচ্ছে করলে বিজ্ঞাপন নিতে পারে যা তাদের ওয়েবসাইটে বা

ইউটিউব ভিডিওতে প্রদর্শন করার মাধমে আয় করতে পারেন।গুগল এডসেন্স ছাড়ার ও অনেক বিজ্ঞাপন

দ্বারা ওয়েবসাইট রয়েছে তবে তাদের মধ্যে সবচেয়ে সেরা ও জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হলো গুগল

এডেসেন্স। এখানে কোন সমস্যা নায় । আপনি আপনার আয় করা অর্থ সহজে ব্যাংকের মাধ্যমে পেয়ে

যাবেন।ব্লগিং এর এত সুবিধা দেখে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্লগিংকে পেশা হিসেবে নিতে চায়।

আর তার জন্য অনেকে একটি ওয়েবসাইট তৈরি ও করে ফেলে এবং সেখানে নিয়মিত আর্টিকেল পাবলিশ

ও করতে থাকে।তবে তাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক কষ্ট করে কিন্তু তাদের সাইটে গুগল

এডসেন্সের অনুমতি পায় না।। গুগল এডসেন্স এপরুপ না করার ও অবশ্য গুগলের কাছে নির্দিষ্ট কারণ

থাকে। যারা প্রথমবারে গুগল এডসেন্সের কাছে অনুমতি করাতে না পারে তাদের কাছে অবশ্য দ্বিতীয়বার

এপ্লাই করার সুযোগ থাকে। কিন্তু এর মধ্যে অনেকেই থাকে যাদের মনোবল অনেক কমে যায়। যার দরুন

তারা আর লেখালেখি করতে চায় না। এবং এভাবেই শেষ হয়ে যায় অনেকের অনলাইনে আয় অথবা ব্লগ

থেকে আয় করার স্বপ্ন।তাই আপনারা যারা নতুন তারা যেন প্রথমবার এপ্লাই করেই গুগল এডসেন্সের

অনুমতি পেতে পারেন সেই সর্ম্পকেই আমরার আজকের এই পোষ্ট।গুগল এডসেন্সের অনুমতি না হওয়ার

কিছু বেসিক কারণ  আছে।আপনারা হয় তোবা সেই ভুল গুলোই করে থাকেন। তাই আপনাদের সাইট

গুগল এডসেন্সের অনুমতি পায় না। চিন্তার কোন কারন নায় আমি আপনাদের সাহায্য করছি ।

গুগল এডসেন্সের অনুমতি পেতে আপনাদের যা যা থাকতে হবে আপনার ব্লগে বা ওয়েবসাইটে তা হলো:

** প্রথমে আপনার ওয়েসাইটে কমপক্ষে ১০টি ব্লগ পোষ্ট থাকতে হবে তা যেন অবশ্যই অর্থপূর্ণ হয়।

** আপনার পোষ্টগুলোর সাইজ কমপক্ষে ৫০০ ওয়ার্ডের বেশি হতে হবে।  তবে ১০০০ এর বেশি করতে

পারলে আরো ভালো। র‌্যাকিং এর জন্য ।

**আপনার ওয়েব সাইটের ডোমেন এর বয়স কমপক্ষে এক মাসের বেশি হতে হবে।

**আপনার সাইটে কমপক্ষে ৫টি পেজ থাকতে হবে। (তা হলো: About Us,Contact Us,Privacy

Policy,Terms & Conditions) এই পেজগুলো ছাড়া আপনার ব্লগে গুগল এডসেন্সের অনুমতি  না

পাওয়ার সম্ভাবনা বেশি।

 **একটি ভালো ও সুন্দর প্রিমিয়ার থিম কিনবেন। ফ্রি থিম ব্যবহার না করাই ভাল।

 **একটি মাস্টার ডোমেন (যেমন: .com, .net, .in, .bd, .info, .org ) ব্যবহার করুন।

 গুগল এডসেন্সের অনুমতি পাওয়ার আগে যা যা আপনার সাইটে কখনো করবেন না। 

 **  কখনোই কারো লেখা আর্টিকেল কপি করে ব্যবহার করবেন না।

 ** অন্যের ইমেজ কপি করবেন না। তবে হ্যা ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেখানে অনেক

সুন্দর সুন্দর ইমেজ ফ্রিতে পাওয়া যায় সেগুলো ফ্রিতে ডাউনলোড করে আপনি আপনার সাইটে ব্যবহার

করতে পারেন।এতে কোন সমস্যা হবে না।

** কোন খারাপ কন্টেন্ট আপনার ব্লগে বা সাইটে পাবলিশ করবেন না।

** কখনো কারো পার্সনাল বিষয় সাইট পাবলিশ করবেন না।

 এগুলো সর্বদা খেয়াল রেখে কাজ করলে আমি 100 % গ্যারান্টি দিচ্ছি আপনি গুগল এডসেন্সের অনুমতি

পাবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ