YouTube থেকে আয়

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনিও আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই। আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয় বা ভিডিও ব্লগিং।

বাংলদেশেও ভিডিও ব্লগিংটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ইউটিউবে ভিডিও ব্লগিং করার জন্য সব সময়ই আপনার ইউনিক ভিডিও ও সাউন্ড তৈরি করতে হবে, ভিডিওর টপিক সম্পর্কে ভালো কিওয়ার্ড রিসার্চ এবং ভিডিওটি সুন্দর ভাবে ডেসক্রাইব করার জন্য ভালো আর্টিকেল রাইটিং জ্ঞান থাকা জরুরি। বেশী ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়া বুকমারকিং জানাটা জরুরি। ভিডিও ইডিটিং জানা থাকলে তো আরও ভালো। ইউটিউব আর্নিং এবং ভিডিও ইডিটিং কোর্সটি মূলত তিনটি ভাগে ভাগ করা হবে। প্রথম ধাপে থাকছে ইউটিউব, দ্বিতীয় ধাপে থাকছে ভিডিও ইডিটিং এবং তৃতীয় ধাপে থাকবে এসইও। আলোচ্য তিনটি ধাপে যা যা থাকবে তা নিম্নে বর্ননা করা হলঃ

ইউটিউব চ্যানেলঃ

• কেন ইউটিউব কে আয়ের জন্য পছন্দ করবেন।
• ইউটিউব এবং ইউটিউব চ্যানেল এর পরিচিতি।
• ইউটিউব এ ভিডিওর মাধ্যমে আয়ের উপায় সমূহ।
• ইউটিউব অ্যাকাউন্ট এবং চ্যানেল তৈরির উপায়।
• ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিংবা ভিডিও ইন্ট্রো তৈরি। 
• সার্চ ইজিন ফ্রেন্ডলি স্ট্রং ইউটিউব চ্যানেল এবং ভিডিও তৈরি। 
• ইউটিউব ভিডিও অপটিমাইজেশন এবং ভিডিও মার্কেটিং। 
• এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপ্সন এবং ম্যাজিক ভিডিও টাইটেল। 
• ইউটিউব ভিডি মনিটাইজ এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। 
• ব্লগস্পট ব্যবহার করে নিজের একটি ওয়েব সাইট বানানো।
• নিজের ব্লগস্পট সাইটে গুগোল অ্যাড-সেন্স নেওয়া।
ভিডিও ইডিটিংঃ

• ভিডিও ইডিটিং ইন্ট্রোডাকসন এবং ভিডি ইন্ট্রো ডিজাইন। 
• ভিডিও ইডিটিং এর ভিজুয়াল এবং ওডিও ইফেক্ট। 
• স্মার্ট ফুটেজ ডিটেকশন এন্ড ভিডিও ক্যাপ্সন সেটিং। 
• ভিডিও ইডিটিং ফিল্টার এবং রিটাচিং ইফেক্টস ।
• স্ক্রিন ক্যাপচার ভিডিও টিউটরিয়াল মেকিং। 
• টেক্সট, ফিল্টার ইফেক্ট, স্ক্রিন ডিটেকশন ট্যাবিলাইজেসন।
• প্রিমিয়াম ভিডিও ইফেক্ট এবং বিভিন্ন ফরম্যাটে ভিডিও এডিটিং 
• ফ্রেম বাই ফ্রেম প্রভিউ, স্পিড কন্ট্রোল, প্লে ইন রিভার্স। 
• ওডিও সেপারেসন, অটো এনহেঞ্চ এবং আরও অনেক…।
ভিডিও অপটিমাইজেশনঃ

• ভিডিও মেকিং কনসেপ্ট এন্ড কিওয়ার্ড রিসার্চ ।
• ট্রেন্ড ভিডিও এবং গুগোল এডওয়ার্ড এর ব্যাবহার।
• থাম্বনেইল ডিজাইন এন্ড ফটো ডিজাইনিং এন্ড ইডিটিং।
• স্লাইড ভিডিও মেকিং এন্ড ডিজাইনিং। 
• ইউটিউব এন্ড সার্চ ট্রেন্ড এর ব্যবহার। 
সফটওয়্যার এন্ড টুলসঃ

• ওয়ান্ডার সেয়ার 
• ফিলমোরা 
• ফটোস্কেপ 
• ইউটিউব ভিডিও ইডিটর 
• পাওয়ার পয়েন্ট 
• গুগোল এডওয়ার্ড
• গুগোল অ্যানালিস্টিক
• গুগোল ট্রেন্ড 
কোর্সটি সম্পর্কে আরও কিছু তথ্যঃ

• মোট ক্লাস সংখ্যাঃ ৪০ টি
• উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা।
• প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড লেকচার শীট।
• উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
• কোর্স পরবর্তি সময়ে সারা জীবন সাপোর্ট।
• স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
• শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়।
• হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
• ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ