বাংলাদেশে বাংলা ভাষায় লিখলেও এখন এডসেন্স এপ্রুভাল পাওয়া যাচ্ছে এবং এটি থেকে ব্লগাররা আয়ও করছেন, ইউটিউব তো রয়েছেই। বাংলাদেশ থেকে এডসেন্স থেকে টাকা তোলার ব্যাপারটা এই কারণেই উপস্থাপন করলাম যে, অন্যান্য দেশের মত অনেকগুলো অপশন বাংলাদেশে নেই।
কি কি উপায়ে বাংলাদেশে বসে এডসেন্স এর টাকা পাব
দুটি পদ্ধতিতে এডসেন্স বাংলাদেশে টাকা দেয়-
- ব্যংক চেক
- ব্যাংক ট্রান্সফার(Wire Transfer)
- যারা চেকে টাকা নিতে চান তাদেরকে শুধু ঠিকানা দিলেই হয়। তবে ব্যাংক একাউন্টে টাকা নেয়াটাই ভাল(চেক ভাঙ্গানোর সমস্যা আছে)। যেকোন ব্যাংক একাউন্টে টাকা নেয়া যাবে, তবে বেসরকারী ব্যাংকগুলোতে দ্রুত টাকা আসে। রকেটের মাধ্যমে টাকা পেতেও Wire Transfer এ গিয়ে ব্যাংক একাউন্ট যার নামে তাঁর নাম, একাউন্ট নাম্বার, SWIFT Code এগুলো সব দিতে হবে। SWIFT Code কি দেবেন এটি নিয়ে সংশয় থাকলে পার্শ্ববর্তী ডাচ বাংলার ফাস্ট ট্রাকে গিয়ে শুনে আসতে পারেন।
Comments (No)