দুটিই Google এর নিজস্ব। Google Adwords হলো এমন একটি জায়গা যেখানে আপনি যেকোনো ad দিতে পারবেন।
বিশেষ করে বড় বড় কম্পানিগুলো ad দেয়। Adwords এ গিয়ে টাকার একটা amount দিয়ে campaign তৈরি করলে এরপর আপনার ad দেখানো শুরু হবে। Youtube এবং বিভিন্ন website এ এসব ad show করা হয়।
মূলত কোনো কিছু promote করার জন্য এটি ব্যবহার করা হয়। সকল কোম্পানিই চায় তাদের আর নাম হোক।
তাই তারা এভাবে নিজেদের তুলে ধরে। Google টাকা নেয় এবং তাদের platform গুলোতে ad দেখায়।
অন্যদিকে Adsense এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। Adsense হলো তাদের জন্য যারা Adwords এর ঐসব ad
নিজেদের content এ দেখায়। মনে করেন আপনার একটি youtube channel আছে।
সেখানে আপনি ভিডিও upload করে monetize করলে সেখানে google ঐসব ad দেখাবে তখন যখন কেও আপনার ভিডিও দেখবে।
তখন তাদের সামনে ad গুলো show করবে। ঐ Client যে ad দেখানোর জন্য google কে টাকা দিলো সেই টাকারই একটা অংশ পাবেন আপনি কারন আপনি ad টি আপনার content এ দেখাতে পেরেছেন। তাই যত বেশি view পাবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
youtube থেকে এবং website থেকে মূলত এভাবেই আয় করতে হয়। এছাড়াও আরও অনেক উপায় আছে যেগুলো আমি আরেকটি post এ উল্লেখ করব।
আপনাদের উচিত তাড়াতাড়ি website বা youtube channel তৈরি করে কাজ শুরু করে দেওয়া। ধন্যবাদ!
Comments (No)