আপনি এই আর্টিকেল পড়া শুরু করেছেন তার মানে আমি ধরে নিচ্ছি আপনার নিজের কোন Website নেই।কেন আপনার ওয়েবসাইট নেই আমি সেই প্রসঙ্গে জাচ্ছিনা।আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনার অবশ্যই যে নিজের ওয়েবসাইট থাকতে হবে হবে ব্যাপারটা এমন না।আজকে আমরা এই আর্টিকেলে জানবো কিভাবে আমরা Pinterest ব্যাবহার করে কোন প্রকার ওয়েবসাইট ছাড়াই টাকা আয় করতে পারি।তাহলে চলুন শুরু করা যাক-
পিন্টারেস্ট থেকে আয় করতে হলে প্রথমে আমার নিশের সাথে মিল রেখে আপনাকে একটি বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে।যেমন ধরুন আপনার নিশ যদি বিড়াল হয় তাহলে নিচের ছবির মতও করে Pinterest একটি বিজনেস প্রোফাইল তরী করে নিতে হবে।নিচের ছবিটি দেখুন।(উদাহরণ: The Meow Place | Hassle-Free Cat Care)
আপনার যদি ইতিমধ্য একটি Pinterest পার্সোনাল প্রোফাইল থাকে তাহলে এক্ষণই তা বিজনেস প্রফাইলে পরিবর্তন করে ফেলুন।সেটিংস থেকে পার্সোনাল প্রোফাইলকে বিজনেস প্রফাইলে পরিবর্তন করতে পারবেন।বিজনেস প্রফাইলের কিছু অতিরিক্ত সুবিধা আছে।সুবিধাগুলো হলঃ
এটি সম্পূর্ণ ফ্রি
রিচ পিন এনাবল
Pinterest এনালাইটিক্স
এই সুবিধাগুলো ছারাও বিজনেস প্রফাইলের আরও কিছু সুবিধা আছে যেগুলো আপনি ব্যাবহার করার সময় জানতে পারবেন।আমরা যেহেতু Pinterest ব্যাবহার করে টাকা আয় করব সুতরাং আমাদের অবশ্যই বিজনেস প্রোফাইলের প্রয়োজন এবং আপনার এই বিজনেস প্রোফাইল অনেক গুরুত্বপূর্ণ।
প্রোফাইল তৈরি করার পর আমাদের বোর্ড তৈরি করতে হবে।শুরুতে আমরা আমাদের নিশের সাথে মিল রেখে ৫-১০ টি বোর্ড তৈরি করব।যেমন আমরা উপরে উধাহরন হিসাবে আমাদের নিশ ধরে নিয়েছি বিড়াল।তাহলে আমাদের বোর্ড নাম গুলো হতে পারে অনেকটা এই রকমঃ বিড়াল ফুডস, বিড়াল ফান্নি ভিডিওস, বিড়াল ইমেজেস ইত্যাদি এই রকম আরও কিছু নামের বোর্ড তৈরি করব বিড়ালের সাথে সম্পর্কিত নামের।
তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে,যেহেতু আমাদের এই Pinterest অ্যাকাউন্ট একদম নতুন তাই আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে যেন আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেফ থাকে।দ্রুত কাজ করতে গেলে নতুন অ্যাকাউন্টে ইনভ্যালিড অ্যাক্টিভিটি ধরে আমাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার সম্ভবনা আছে।
আমরা Pinterest আমাদের প্রোফাইল এবং বোর্ড তৈরি করেছি এবার আমাদেরকে পিন্টারেস্টে পিন করতে হবে।মনে রাখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি স্টেপ।এখন পিন্টারেস্টের সার্চ বক্সে আপনার বোর্ড নাম এবং নিশ অনুসারে কী-ওয়ার্ড লিখে সার্চ করুন।সার্চ করার পর আপনার সামনে যে ইমেজ গুলো আসবে সেখান থেকে আপনার নিশ এবং বোর্ড নাম অনুসারে প্রতি বোর্ডের জন্য প্রতিদিন ২ টি করে ছবি পিন করুন।
আপনার বোর্ড যদি ৫ টা হয় তাহলে ৫ গুন ২=১০ টি ছবি প্রতিদিন পিন করুন আর যদি আপনার বোর্ড ১০ টি হয় তাহলে ১০ গুন ২=২০ টি ছবি প্রতিদিন পিন করুন।মোট কথা আপনার প্রতিটি বোর্ডে প্রতিদিন ২ টি করে ছবি পিন করতে হবে।এভাবে ৩০ দিন নিয়মিত পিন করুন,আশা করি এর ভেতর আপনার করা পিন গুলোতে ভালো পরিমানে ফলোয়ার পেয়ে যাবেন।এবার আমরা টাকা আয়ের দিকে পথ চলা শুরু করব।
আমরা এখানে পিন্টারেস্ট ব্যাবহার করে ওয়েবসাইট ছাড়া আয় করার দুটি সহজ মাধ্যম সম্পর্কে জানবো,
প্রথমত,আমরা আমাদের বোর্ড এর ইনভাইট সেল করে আয় করতে পারি।কিন্তু কিভাবে?যেহেতু আমরা এখানে উধাহরন হিসাবে বিড়ালকে নিশ হিসাবে নিয়েছি সুতরাং আমাদের প্রথমে এমন কিছু ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যাদের নিশ বিড়াল এবং তাদের সাথে যোগাযোগ করার ইমেইল সংগ্রহ করতে হবে।(এখানে আপনি যে নিশে কাজ করবেন সেই সম্পর্কিত ওয়েবসাইট এবং তাদের সাথে যোগাযোগ করার ইমেইল সংগ্রহ করতে হবে) এরপর তাদেরকে আমাদের বোর্ড এর লিংক,পিন্টারেস্টের এনালাইটিক্স এবনহ অন্যান্য সকল তথ্য সহ ইনভাইট সেল করার জন্য মেইল করতে হবে।এবনহ আপনি যখন মেইল করবেন তখন মেইলে এটাও উল্লেখ করে দিবেন কেন তারা আপনার বোর্ডের ইনভাইট কিনবে এবং কিভাবে তারা এটা থেকে লাভবান হবে।
দ্বিতীয়ত,এই উপায়ও অনেকটা পিন ইনভাইট সেল করার মতই।আমরা এই পদ্ধতিতে কাস্টম পিন সেল করে আয় করব।কিন্তু কিভাবে?এই পদ্ধতিতে আমরা কাউকে আমাদের বোর্ডে ইনভাইট করব না।আমরা এই পদ্ধতিতে আমাদের বোর্ড এবং নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করব এবং তাদের সাথে যোগাযোগ করার ইমেইল খুঁজে সংগ্রহ করে তাঁদেরকে আমাদের বোর্ডে পিন করার সুফল সম্পর্কে জানাব।এবং মেইল পাবার পড়ে তারা রাজি হলে আমরা তাদের ওয়েবসাইট সম্পর্কিত ইমেজ তৈরি করে পিন্টারেস্টে পিন করে দিব এবং সাইটের ইউআরএল এর জায়গায় তাদের ওয়েবসাইটের এড্রেস বসিয়ে দিব।
শেষকথা,টাকা আয় করা কোন সহজ কাজ নয়!তার জন্য অবশ্যই আমাদের ধৈর্য এবং বুদ্ধিকে কাজে লাগাতে হবে।সুতরাং আপনি পিন্টারেস্টে যে ছবি গুলো পিন করবেন তা যেন অবশ্যই সুন্দর আর আকর্ষণীয় হয়।কারন সুন্দর জিনিস সবাই পছন্দ করে।আর পিন্টারেস্টে কোন কিছু পছন্দ হলেই তখন কোন পিন্টারেস্ট ইউজার সেই ছবি রি-পিন করে।
স্পেশাল টিপসঃ আপনি যখন পিন্টারেস্ট ব্যাবহার করে আয় করতে চাইবেন তখন এমন কোন নিশ সিলেক্ট করবেন যে নিশ মেয়েরা খুব পছন্দ করে।কারন বেশিরভাগ পিন্টারেস্ট ব্যাবহারকারী মেয়ে।
Comments (No)