Micro SD Card সম্পর্কে টুকিটাকি

ডিজিটাল এই দুনিয়ায় Micro SD Card বা মোবাইল এর জন্য মেমরি কার্ড সবার ই আছে।

এখন সবার হাতেই এন্ড্রয়েড মোবাইল , বিয়ে,কনসার্ট বা অন্যকোন অনুষ্ঠানে ভিডিও করতে গিয়ে দেখলেন ৪ জিবির বেশি ভিডিও একটানা হলোনা।

আবার জিবির বেশি বড় একটা ফাইল কপি করে নিতে গিয়েও পারলেন না । ভাবলেন মেমরি তে সমস্যা ফরমাট দিয়ে আবার ট্রাই করেও একই ফল।Micro SD Card সম্পর্কে টুকিটাকি 3

আসুন জেনে নিন কেন আপনার মেমরিতে ৪ জিবির বেশি বড় ফাইল কপি হলোনা।

প্রথমে জেনে নিই মেমরি সিস্টেম সম্পর্কে ।

আপনি মেমরি ফরমাট দিতে গেলে হয়ত দেখে থাকবেন File System নামক অপশন টি যাতে আছে

  1. FAT32
  2. NTFS
  3. FAT
  4. exFat

সাধারণত সকল SD কার্ড  FAT32 File System এ থাকে , যার ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৪ জিবির একটা ফাইল।

এখন আপনি যদি আপনার মেমরিতে ৪ জিবির থেকে বড় কোন ফাইল নিতে চান তাহলে কি করতে হবে?

হ্যা আপনাকে NTFS Type Select করে আপনার মেমরিটা ফরমাট দিতে হবে ।

 

Micro SD Card সম্পর্কে টুকিটাকি 4

exFAT ও ৪ জিবির বড় ফাইল সাপোর্ট করে কিন্তু exFAT দিয়ে মেমরি ফরমাট দিলে আপনার মোবাইল না ও সাপোর্ট করতে পারে ।

প্রথম যে মেমরি টা আবিষ্কার হয়েছিল তা ছিল FAT সিস্টেম এর ।

এভাবে FAT8,FAT12,FAT16 ধাপে ধাপে পার হয়ে এসেছে FAT32 যা MicroSD Card এর দুনিয়ায় একটি বড় ভুমিকা পালন করছে ।

আর জানেন তো এর সিস্টেম এর নিয়ন্ত্রক কিন্তু Microsoft .

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ