মোবাইল হারালে ফিরে পাবেন কিভাবে?

মোবাইল ফোন হারিয়ে যাওয়া নতুন কিছুনা  কিন্তু সেটা যদি হয় দামী কোন এন্ড্রয়েড ফোন তাহলে সেটা মেনে নেয়া খুব কঠিন।  কেননা দামী সেট হারানোর সাথে সাথে হারিয়ে যায় অনেক প্রয়োজনীয় তথ্য, ছবি, ভিডিও। আর যদি চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয় তাহলে তো আরেক বিপদ, ফেসে যাবেন আপনি। সেক্ষেত্রে মোবাইল এবং সিমের রেজিস্ট্রি মতে এর প্রকৃত মালিক গ্রেফতার বা হয়রানির স্বীকার হতে পারেন। তাই মোবাইল ফোন হারালে বা চুরি হলে, বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানাতে হবে। তবে ফোন হারালে পুলিশের সহায়তায় আপনার প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেতে পারেন। জেনে নিন হারানো ফোন উদ্ধারের প্রক্রিয়া।

হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করার প্রক্রিয়া:

আপনার মূল্যবান মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা ছিনতাই হলে অবিলম্বে নিকটস্থ থানায় গিয়ে একটা সাধারণ ডায়রি করতে হবে। সেই সাথে আপনার মোবাইল ফোনটির প্রয়োজনীয় কাগজপত্র যেমন : ক্রয়ের রশিদ, সিম রেজিস্ট্রেশন, ফোনের আইএমই নম্বর, ফোনের সক্রিয় সিমের নাম্বার প্রভৃতি কাগজ অথবা এর ফটোকপি জিডির সাথে থানায় জমা দিয়ে হবে। এরপর ডিউটি রত অফিসার আবেদনকারীকে একটি জিডি নাম্বার প্রদান করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইলটির আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাক করে সেটটি উদ্ধার করার চেষ্টা করবে। পরবর্তীতে যদি হারানো মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায় তাহলে ওসির মাধ্যমে আবেদনকারী তা ফেরত পাবেন। খুঁজে না পেলেও ব্যবহারকারীকে থানা থেকে জানিয়ে দেয়া হবে।

হারানো মোবাইল উদ্ধারে পুলিশের সেবার সুবিধা :

হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া যায়
পুলিশ নাগরিক সেবা নিশ্চিত করে
আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়
গ্রেফতার বা হয়রানি থেকে রক্ষা পাওয়া যায়
পুলিশ এবং জনগণের মধ্যে মৈত্রীর বন্ধন সৃষ্টি হয়
বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়
হারানো মোবাইল উদ্ধারে পুলিশের সেবার বিবরণ :

সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের যে কোন নাগরিক

প্রয়োজনীয় কাগজপত্র : আবেদন পত্র (জিডি)

প্রয়োজনীয় খরচ : বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়

প্রয়োজনীয় সময় : ২ থেকে ৭ দিন

কাজ শুরু হবে : নিকটস্থ থানা

আবেদনের সময় : সারা বছর যে কোন সময়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : ওসি, এসআই/এএসআই

সেবা না পেলে কোথায় যাবেন : সার্কেল এ এস পি

বিস্তারিত তথ্যের জন্য : ১০০ (পুলিশ কন্ট্রোল রুম), ৯৯৯ (ন্যাশনাল হেল্প ডেস্ক)

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ