পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক,আপনারা হয়তো জানেন ইউটিউব এর মধ্যে চ্যানেল বানিয়ে আয় করা যায়।কিন্তু প্রশ্ন হচ্ছে ফেসবুক থেকে কি সেই ভাবে টাকা আয় সম্ভব?
এই প্রশ্নের উত্তর হচ্ছে জি হ্যাঁ, আমরা এই আর্টিকেলে ফেসবুকের মাধ্যমে আয় করার প্রসেস বিস্তারিত জানবো।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়:
ফেসবুক থেকে পয়সা ইনকাম করা খুব একটা কঠিন কাজ নই, শুধু একটু বুদ্ধি প্রয়োগ করলেই আপনি এখান থেকে নিজের ফায়দা তুলতে পারবেন।
ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার 100 কোটিরও বেশি active ইউজার।তাই এখান থেকে সেই অপর্চুনিটি কে কাজে লাগিয়ে কিববে নিজের ফায়দা তুলবেন সেটাই জানবো –
ফেসবুক থেকে দ্রুত ইনকাম করার সব থেকে ভালো পন্থা হচ্ছে আপনার নিজের কিছু পয়সাকে ইনভেস্ট করা তারসঙ্গে সময় ও প্রচেষ্টা। এই বিষয় টি নিচে আরো বিস্তারিত আলোচনা করবো।
তবে চিন্তা করবেন না আমি এখানে কিছু এমন মেথড ও বলবো ,যে গুলোতে আপনাদের কোন ইনভেস্টমেন্ট এর দরকার পড়বে না। কিন্তু সেখানে আপনার টাইম এবং ধৈর্য দুটোই দিতে হবে।
ফেসবুক পেজ থেকে টাকা আয় :
ফেসবুক বিজনেস পেজ থেকে দ্রুত আর্নিং করতে পারবেন না,
তবে আপনি কিছু সময় দিলে এখান থেকে ভালো পরিমানে আই করা যায় – তার জন্য আপনার কি করণীয় সেটি বলে দিচ্ছি।
প্রথমত আপনি নিজের fb একাউন্ট থেকে একটা পেজ তৈরি করুন, সেটা করা খুবি সহজ।
আপনি বিভিন্ন পছন্দের টপিক নিয়ে পেজ বানাতে পারেন ।যেমন কম্পিউটার জ্ঞান সম্বন্ধে পেজ বানাতে পারেন।মোবাইল ফোন সম্পর্কে বানাতে পারেন,গ্যাজেট সম্পর্কে ,অনলাইন শপিং এর পেজ ,আয়ুর্বেদিক মেডিসিন সম্পর্ক হতে পারে,খাওয়া-দাওয়া ,বাচ্চা দের খেলনা সম্পর্কে হতে পারে।
যে টপিক আপনার ভালো লাগে সেটার উপর একটি পেজ বানিয়ে ফেলুন।
এবার সেই পেজে আপনি আর্টিকেল,image,ভিডিও যেকোনো কনটেন্ট সেই টপিক এর উপর পোস্ট দিতে শুরু করুন।
আপনি সেই পোস্ট গুলো বন্ধুবান্ধব,ফ্যামিলি,আত্মীয়-স্বজন সবার সঙ্গে শেয়ার করতে থাকুন।
আস্তে আস্তে আপনার পেজে লাইক ও ট্রাফিক বাড়লে সেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে পয়সা ইনকাম করতে পারবেন।
এছাড়া ফেসবুক পেজে যে কনটেন্ট ডেলিভারি করছেন সেই কনটেন্ট বা টপিক রিলেটেড বিভিন্ন কোম্পানি থাকবে ,সেই কোম্পানি গুলো থেকে স্পন্সরশিপ নিয়ে তাদের প্রোডাক্ট কে প্রোমোট করতে পারেন।
আপনার পেজে স্পনসর পোস্ট,স্পনসর ভিডিও পাবলিশ করে কিছু পরিমান টাকা আয় করে নিতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা আয় করুন :
ফেসবুকের একটা সার্ভিস যেখানে আপনি নিজের বা অন্য কারো নুতুন/পুরাতন প্রোডাক্ট কে লিস্ট করতে পারবেন।
ঠিক আমাজন,ফ্লিপকার্ট,olx এর মতো। এই মারকেটপ্লেস থেকে আপনার প্রফিট কিভাবে হবে সেটা জেনে নিন –
প্লে স্টোরে মধ্যে অনেকগুলো রিসেলিং অ্যাপ পেয়ে যাবেন যেমন- Meesho,Glowroad,Shop 101. আপনি এই সমস্ত অ্যাপ গুলোকে ইন্সটল করেনিন।
তারপর এখানে রেজিস্ট্রেশন করে নিজের ব্যাংক ডিটেলস ইত্যাদি সাবমিট করে দেন।
এই সমস্ত অ্যাপস গুলিতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট পেয়ে যাবেন এবং তাদের ছবিও থাকবে আপনি প্রোডাক্ট গুলোর ছবি ডাউনলোড করে ফেসবুক মার্কেটপ্লেসে সেই ছবিগুলো কে লিস্ট করে দিন।
এবং সেখানে নিজের একটা প্রাইস বেঁধে দিন।এবার অবশ্য এটা আপনি যে রেটে প্রোডাক্টগুলো কিনছেন তার থেকে নিজের লাভ রেখে সেই প্রাইস বসিয়ে দিন, মানে-
ধরুন Meesho থেকে কোনো একটি প্রোডাক্ট ধরুন একটি টি শার্ট 200 টাকায় পাচ্ছেন সেটি মার্কেটপ্লেসে 250 বা 300 টাকা দিয়ে লিস্ট করে দিন। এখানে আপনার 50/100 টাকা প্রফিট থাকবে। এভাবে অনেকগুলো ফটো ফেসবুক মার্কেটপ্লেসের লিস্ট করুন।
এবার যখন কোনো ব্যাক্তি ফেসবুক মার্কেটপ্লেস থেকে আপনাকে মেসেজ করবে ওই প্রোডাক্টটি কেনার জন্য,তখন আপনি তার এড্রেস টা Meesho বা যে এপপ্স থেকে সেল করাচ্ছেন সেখানে আপনার প্রাইস সেট করে অর্ডার দিয়ে দিন।
এরপরে এই কোম্পানি গুলো ওই অর্ডার টি সেই এড্রেস এ আপনার নামে ডেলিভার করেদিবে, তারপরে কোম্পানি সেই পেমেন্ট থেকে আপনার কমিশন আপনার ব্যাঙ্ক এ পাঠিয়ে দিবে।
তো এইভাবে আপনি ফেসবুক মার্কেটপ্লেসে রেসলিং করে আয় করতে পারেন।
Affiliate marketing এর মাধ্যমে আয় ?
আপনি ফেসবুক মার্কেটপ্লেসে ,fb গ্রপে বা পেজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবেন।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি- অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি বিভিন্ন কম্পানির প্রোডাক্ট বিক্রি করাতে সাহায্য করবেন,তার বিনিময়ে সেই কোম্পানি আপনাকে কিছু কমিশন দিবে একেই Affiliate marketing বলে।
ইন্ডিয়াতে বহু কোম্পানি আছে যে গুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রম এ join করে তাদের প্রোডাক্ট কে সেল করাতে পারেন।
যেমন- অ্যামাজন,ফ্লিপকার্ড,পেটিএম, মিন্ত্রা, স্নাপডিল এইসব কোম্পানির এফিলিয়েট প্রোগ্রাম এ join হতে চাইলে তাদের অফসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর পেজ খুঁজে বার করে রেজেস্ট্রেশন করে নিন।
ফেসবুক এডস (Facebook ads)
আমি প্রথমেই আপনাদের বলেছিলাম কিছু পয়সা ইনভেস্ট করলে ফেসবুক থেকে খুব সহজ এবং দ্রুতভাবে টাকা ইনকাম করা যায়, সেই পদ্ধতি টি হচ্ছে ফেসবুক এডস দ্বারা।
এই মাধ্যম টি ফ্রী না তবে একটু বুদ্ধি খাটিয়ে এখানে কিছু পয়সা ইনভেস্ট করে তার অনেক গুন্ রিটার্ন পেতে পারেন।
আমরা এই টপিকের মধ্যে আলোচনা করবো আপনি ফেসবুক এড কে ব্যবহার করে কিভাবে দ্রুত এবং সবথেকে বেশি আর্নিং করতে পারবেন।
ফ্রেন্ডস একটা কথা জেনে রাখুন ফেসবুক একটা বিশাল ট্রাফিক সোর্স,এই প্লাটফর্ম এ কোটি কোটি মানুষ অ্যাক্টিভ থাকে।
এবার ধরুন আপনার কাছে কোন প্রোডাক্ট আছে হয়তো সেটা অ্যামাজন বা ফ্লিপকার্টের মোবাইল,টি-শার্ট,শাড়ি বা কোন গ্যাজেট হতে পারে বা কোন রিসেলিং অ্যাপ এর প্রোডাক্ট আছে।
এই সমস্ত বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট লিংক আপনি ফেসবুকে পেজে বা গ্রপে যদি শেয়ার করেন হয়তো অল্প কয়েক জন ইন্টারেস্ট নিলো এবং দুই একটা সেল হলো।
কিন্তু যদি সেই প্রোডাক্ট টি কিছু পয়সা খরচ করে ফেসবুক এডস দ্বারা মাধ্যমে লক্ষ লক্ষ্য ফেসবুক ইউসার কাছে যায়-
এবং যারা সেই প্রোডাক্ট এর উপর ইন্টারেস্ট রাখে তাদের কে ফেইসবুক সেই এড দেখায় তখন আপনার সেল কত টা হবে সেটা আপনি নিশ্চই বুঝতে পারছেন।
ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা আয় করুন:
ইউটিউব এর মত ফেসবুকে ও আমরা ভিডিও watch করি। এই ভিডিও গুলোতে নিশ্চই অ্যাড দেখতে পান। আপনি কি জানেন ফেসবুকে ভিডিও আপলোড করে “monetization” করতে পারবেন, ঠিক ইউটউব এর মতো।
ভিডিও আপলোড করে ভালো পরিমান পয়সা কমাতে পারবেন।
আমাদের শেষকথা,
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় তার আমি উপরে বিস্তারিত আলোচনা করলাম। আপনি এই মাধ্যম গুলো স্টাডি করুন রিসার্চ করুন এবং নিজে বুঝার চেষ্টা করুন তার পরে নিজের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করুন।
Comments (No)