HTML কি?
HTML মুলত এটি ওয়েবপেজ তৈরির জন্য ব্যবহৃত মার্কআপ ল্যাংগুয়েজ (Hyper Text Markup Language)। এইচ টি এম এল দ্বারা তৈরি ফাইলসমুহ সাধারণত ওয়েবপেজ নামে পরিচিত। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। Html কে মার্কআপ ল্যাংগুয়েজ বলা হয় যা কতকগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি ।
জেনেভার সার্ন এ কাজ করার সময় টিম বার্নাস-লী সর্বপ্রথম HTML আবিস্কার করেন। ১৯৯০ সালের দিকে NCSA কর্তৃক ডেভলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭
WC3 কর্তৃক প্রথম ডেভলপকৃত HTML3.2 ,HTML4.2 প্রকাশ করে এবং ২০১০ সালে বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ ভার্সন HTML5 পরিচিতি লাভ করে
আরও সহজ ভাবে বল্লে: HTML হল এমন একটি ভাষা যা একটি ওয়েব ডকুমেন্টের গঠন, নক্সা, বিষয়বস্তুর অবস্থান, অভ্যন্তরীণ তথ্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ওয়েব ব্রাউজারের মধ্যে লেখা, ছবি, এবং অন্যান্য বিষয়বস্তু প্রদর্শন করার জন্য এইচটিএমএল ব্যবহার করা হয়।
HTML ট্যাগঃ
HTML ট্যাগ হলো কীওয়ার্ড যা একটি ওয়েবপেইজের মধ্যে কীভাবে বিষয়বস্তুটি বিন্যাস এবং প্রদর্শন করবে সেই নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়।
উপাদান যেমনঃ <head>, <body>, <title>, <div>, <img>, <spen>, article>, <section>, <p>, <ul>, <ol>, <li>, <dl>, <dt>, <dd>, <b>, <big>, <bdi>, <bdo> ইত্যাদি।
HTML tag দুই প্রকারঃ- (১) কন্টেইনার ট্যাগ (২) এম্পটি ট্যাগ
কনটেইনার ট্যাগ:
যেমন: <p>…</p>, <b>…</b> ইত্যাদি।
এম্পটি ট্যাগ:
যেমন: <br>, <hr>, <img> ইত্যাদি।
ওয়েবপেইজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। HTML দিয়ে তৈরি কোন ওয়েব পেইজের সাধারণত দুইটি প্রধান অংশ থাকে।
- Head Section: এই সেকশনে ওয়েবপেইজের শিরোনাম লেখা হয়।
- Body Section: এই সেকশনটি একটি ওয়েবপেইজের মূল অংশ। একটি ওয়েবপেইজে কোন কিছু প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় সকল কোড এই অংশে লেখা হয়। মনে রাখতে হবে হেড সেকশন এবং বডি সেকশন দুটি HTML ট্যাগ এর মধ্যে লিখতে হয়। যেমন:
- <head> Web Page Title</head>
- <body><p> web page Text and Other</p></body>
HTML এর সুবিধা :
- এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
- যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
- অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
- যেকোন ওয়েবপেইজের টেমপ্লেট তৈরি করা যায়।
- সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ।
- পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি খরচ সাশ্রয়ী।
HTML এর অসুবিধা:
- সাধারণ ওয়েব পেইজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়।
- শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবপেইজ তৈরি করা যায়।
ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয় টুলসঃ
ওয়েব পেজ তৈরি করার জন্য এডিটর এবং ব্রাউজার প্রয়োজন হয়।
যেমন: Notepad, Notepad++, Sublime Text।
কিছু ব্রাউজার:- Google Chrome, Mozilla Firefox, Internet Explorer, Apple Safari, Opera, Netscape Navigator, Mosaic ইত্যাদি।
Comments (No)