WordPress Theme developer হতে গেলে কোন কোন বিষয় গুলো অবশ্যই জানতে হবে!

WordPress Theme developer  হতে গেলে কোন কোন বিষয় গুলো অবশ্যই জানতে হবে!

WordPress Theme Development পেশায় আপনাকে সু-স্বাগতম। নির্দ্বিধায় এটা একটা সম্মানজনক পেশা। আপনি আপনার জায়গা থেকে সৎ থেকে হালাল উপার্জন করতে পারবেন (যদি মন থেকে চান)। যাহোক, মূল কথায় আসি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মুখে বলার মতো এতটা সহজ নয়। আবার অতটা কঠিনও নয় যতটা কঠিন মনে হচ্ছে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে গেলে বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে গেলে বেশ কিছু বিষয়াবলী সম্পর্কে ধারণা নিয়ে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আসা উচিৎ।

১) এইচটিএমএল (HTML- Hyper Text Markup Language):  যাঁরা WordPress থিম ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান, তাঁরা অবশ্যই এইচটিএমএল (https://www.w3schools.com/html/) নিয়ে শুরুতেই এর প্রত্যেকটি ট্যাগ সম্পর্কে ভাল ধারণা নিবেন। যদিও সব ট্যাগগুলোর কাজ আমাদের বাস্তবিক কাজের ক্ষেত্রে লাগেনা, তবে প্রত্যেকটি ট্যাগ সম্পর্কে কম বেশী ধারণা থাকলে আপনার এইচটিএমএল রিলেটেড কাজ সহজ হয়ে যাবে। এই ওয়েবসাইটটি ছাড়াও ইউটিউব সার্চ করেও এইচটিএমএল’র উপর ধারণা নিতে পারেন। অবশ্য সেগুলোতে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে এতো বিস্তারিত বলা নেই যতটা বলা আছে w3schools এ। তাই আমার পরামর্শ থাকবে w3schools থেকে শিখুন। মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে গেলে বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে গেলে এইচটিএমএল জানার কোন বিকল্প নেই।

অনেকেই বলে থাকেন, যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চালাতে কোন কোডিং নলেজ থাকার দরকার নেই। তাই থিম ডেভেলপ করতে গেলেও কোডিং নলেজ দরকার নেই। এটা খুবই বাজে প্র্যাকটিস এবং খুবই বাজে কথা। আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে গেলে এইচটিএমএল মার্কআপ খুব ভাল ভাবে জানতে হবে। আপনি যত ভাল এইচটিএমএল মার্কআপ জানবেন, আপনি তত ভাল মানের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে পারবেন।

২)সিএসএস (CSS – ‎Cascading Style Sheets): সিএসএস (https://www.w3schools.com/css/default.asp) বা ‎Cascading Style Sheets হলো এইচটিএমএল’র রূপবর্ধনকারী। এইচটিএমএল মার্কআপ শেষ হলেই সিএসএস’র পালা শুরু। WordPress থিম ডেভেলপমেন্ট শিখতে গেলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সিএসএস। এইচটিএমএল মার্কআপ ব্যাপারটি হলো মানুষের কংকালের মতো। অর্থ্যাৎ আপনি যাই-ই মার্কআপ করবেন তার আউটপুটই আপনি ব্রাউজারে দেখতে পাবেন কোন রকম কোন দৃষ্টিনন্দন ব্যাপার ছাড়া। কিন্তু মার্কআপের সাথে যখন সিএসএস যুক্ত হয়, তখন তা রক্ত মাংসে গড়া মানুষের আদলে চলে আসে। নিচের ছবিটা দেখে আমরা ধারণা নিতে পারি।

WordPress Theme developer হতে গেলে কোন কোন বিষয় গুলো অবশ্যই জানতে হবে! 1

অনেকেই বলে থাকেন, আমি মার্কআপ খুব ভাল পারি কিন্তু সিএসএস খুব একটা পারিনা বা জানিনা বা সিএসএস এ সমস্যা। আসলে এই কথাটি ভুল। আপনি যদি সঠিক নিয়মে মার্কআপ না করতে পারেন, তাহলে শত শত সিএসএস ব্যবহার করেও আপনার ডিজাইন আপনি সম্পূর্ণ করতে পারবেন না। নোট করে রাখুন, আপনি এইচটিএমএল মার্কআপে যা করবেন সিএসএস দিয়ে শুধু তার রূপবর্ধন করতে পারবেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট একটি দীর্ঘস্থায়ী (যদি আপনি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখেন) পেশা। তাই যেন তেন ভাবে সিএসএস শেষ করেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে ঝাঁপিয়ে পড়া উচিৎ নয়।

৩)জাভাস্ক্রিপ্ট (Javascript): WordPress থিম ডেভেলপার হতে গেলে জাভাস্ক্রিপ্ট (https://www.w3schools.com/js/default.asp) সম্পর্কে এক্সপার্ট লেভেলের জ্ঞান না থাকলেও বেসিক/এ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকা জরুরী। যে জ্ঞান আপনার WordPress থিম ডেভেলপমেন্ট ক্যারিয়ারকে সামনের দিকে  এগিয়ে নিতে সহায়তা করবে। আর যদি এক্সপার্ট লেভেলের জ্ঞান থাকে তাহলে তো কথা-ই নেই। এনজয় ইউর WordPress থিম ডেভেলপার ক্যারিয়ার।

৪) পিএইচপি (PHP): ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে গেলে পিএইচপি (https://www.w3schools.com/php/) সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। কারণ, ওয়ার্ডপ্রেসের সমস্ত টার্মগুলো পিএইচপি রিলেটেড। ভয় পাওয়ার কিছু নেই যে আপনি পিএইচপি সম্পর্কে বেসিক ধারণা আছে বলে। আমার পরামর্শ থাকবে পিএইচপি’র বেসিক ধারণা নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করুন। সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পিএইচপি জ্ঞানও বাড়তে থাকবে। তবে যদি কেউ পিএইচপিতে এক্সপার্ট হোন, তাহলেতো সোনায়-সোহাগা। পিএইচপি’র লজিকগুলো সঠিকভাবে যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে এ্যাপ্লাই করতে পারেন, খুব ভাল মানের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। Online Income Site List

পরিশেষে কিছু কথা, আপনার যদি এইচটিএমএল, সিএসএস’র পরিস্কার ধারণা থেকে থাকে, জাভাস্ক্রিপ্ট নিয়েও মোটামুটি কাজ করতে পারেন, পিএইচপিতেও বেশ ভাল জ্ঞান আছে আপনার; তাহলে নির্দ্বিধায় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন। কারণ, আপনার সফলতা খুব শীঘ্রই আপনার জীবনে এসে ধরা দেবে। তার জন্য সময়কে সময় দিন। কাজ শুরু করুন। লেগে থাকুন। সফল হবেনই ইনশাআল্লাহ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ