যুগ যুগ ধরে Laptop জগতে বিশ্বস্ততার নাম এইচ পি। এইচ পি Laptop এর গুণ এবং মান আমাদের সকলের আস্থা। এইচ পি ল্যাপটপ প্রতিবারেই আমাদের মাঝে নতুন চমক নিয়ে আসে। এবার এইচ পি ল্যাপটপের নতুন চমক হচ্ছে এইচ পি প্যাভিলিয়ন ১৩ ল্যাপটপটি। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং অসাধারণ লুকিং।
এবার দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
এইচ পি প্যাভিলিয়ন ১৩ Laptop দেওয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে এবং যার স্ক্রিন রেজুলেশন হবে ১৯২০X১০৮০ পিক্সেল। উক্ত ল্যাপটপটির ওজন দেওয়া হয়েছে মাত্র ০.১৮ কেজি। এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫ ১১ জেনারেশন প্রসেসর এবং র্যাম হবে ১৬ জিবি। এছাড়া স্টোরেজ দেওয়া হয়েছে ২৫৬ জিবি এস এস ডি। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। বেশ ফাস্ট হতে চলেছে এই ল্যাপটপটি। এছাড়া এই ল্যাপটপটির দেওয়া হয়েছে ব্লুটুথ ৫, ওয়াইফাই ৮০২.১১, একাধিক টাইপ সি ইউ এস বি পোর্ট, ২ টি টাইপ ইউ এস বি টাইপ এ পোর্ট এবং একটি ২.০ এইচ ডি এম আই পোর্ট। এইচ পি প্যাভিলিয়ন ১৩ ল্যাপটপে দেওয়া হয়েছে ডুয়েল মাইক্রোফোন এবং ভিডিও কলিং এর জন্য দেওয়া হয়েছে ৭২০ পিক্সেল এর একটি অসাধারণ ফ্রন্ট ক্যামেরা । এইচ পি প্যাভিলিয়ন ১৩ ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৬৫ ডব্লিউ এইচ আর এর ব্যাটারি এবং যার থাকবে অসাধারণ ব্যাকআপ। উক্ত ব্যাটারিতে ৮.৫ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। বিষয়টি আমার খুব ভাল লেগেছে।
এইচ পি প্যাভিলিয়ন ১৩ এর মূল্যঃ
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৭১,৯৯৯ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৮৪,০৩৩ টাকা।
Comments (No)