আসসালামালাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের লিখার বিষয় হলোঃ কিভাবে ফেসবুকে নির্দিষ্ট টাইপের কোন গ্রুপ সার্চ করবেন (পাবলিক / ক্লোসড)
সাধারণত আমরা যখন ফেসবুকে কোন গ্রুপ এর জন্য সার্চ দেই তখন এলোমেলো করে অনেক গ্রুপ চলে আসে।তার মধ্যে পাবলিক গ্রুপ আর ক্লোসড গ্রুপের মিক্সিং। যেমনটি নিচের ছবিটিতেঃ
এখন যদি আপনার শুধু পাবলিক গ্রুপ গুলোর দরকার হয় অথবা শুধু ক্লোসড গ্রুপ গুলোর দরকার হয় তাহলে আপনার চোখ ছানাবড়া হওয়াটাই স্বাভাবিক। কারন একটি একটি করে গ্রুপ বের করা অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। কিন্তু আপনার কাজটা যদি নিচের ছবিটার মতো হয়, তাহলে কেমন হয়
আরো দেখতে পারেনঃ
কিভাবে ফেসবুক পেজ ভেরিফাই করবেন?
কিভাবে Facebook Account খুলতে হয়
এটাই আজকের টিউনের প্রধান বিষয়। খুব সহজেই আপনি খুজে পাবেন একই নামের সব পাবলিক গ্রুপ অথবা ক্লোসড গ্রুপ।
সেটাও আবার খুবই সহজ একটা ট্রিকস দিয়েঃ
https://www.facebook.com/search/str/Bangladesh/keywords_groups?epa=FILTERS&filters=eyJncm91cHNfc2hvd19vbmx5Ijoie1wibmFtZVwiOlwicHVibGljX2dyb3Vwc1wiLFwiYXJnc1wiOlwiXCJ9In0%3D
এখানে Bangladesh হলো আপনার কিওয়ার্ড যে নামে আপনি গ্রুপ খুজবেন। উপরের লিং হলো পাবলিক গ্রুপ এর লিং। Bangladesh স্থানে আপনি যা লেখবেন সেই পাবলিক গ্রুপ আপনার সামনে আসবে।
এবং হলো ক্লোস গ্রুপঃ
https://www.facebook.com/search/str/Bangladesh/keywords_groups?epa=FILTERS&filters=eyJncm91cHNfc2hvd19vbmx5Ijoie1wibmFtZVwiOlwiY2xvc2VkX2dyb3Vwc1wiLFwiYXJnc1wiOlwiXCJ9In0%3D
এখানে Bangladesh হলো আপনার কিওয়ার্ড যে নামে আপনি গ্রুপ খুজবেন। উপরের লিং হলো ক্লোস গ্রুপ এর লিং। Bangladesh স্থানে আপনি যা লেখবেন সেই ক্লোস গ্রুপ আপনার সামনে আসবে। এটা পাবলিক / ওপেন গ্রুপ সার্চের ট্রিকস।
তাহলে বন্ধুরা আজকে এখানের মতোই বিদায়। আশা করি বেঁচে থাকলে নতুন কোন ট্রিকস নিয়ে হাজির হবো।
Comments (No)