ইউটিউবে প্রতি ১০০০ ভিউতে কত টাকা পাবো ?

YouTube ১০০০ ভিউস এ কত টাকা দেয় বা ইউটিউবে কত views এ কত টাকা দেয় দুটো প্রশ্ন আমার জন্য একে রকমের। কারণ, ১০০০ ভিউস হউক বা ১০,০০০ view, ইউটিউবের কিছু নিয়ম বা প্রক্রিয়া রয়েছে যেগুলি অনুসরণ করে YouTube, Google এডসেন্সের মাধ্যমে আমাদের টাকা দেয়। তাই, ইউটিউবে ১০০০ ভিউ তে কত টাকা কামানো যাবে বা আমরা YouTube এ কত ভিউতে কত টাকা আয় করতে পারবো সেটা একমাত্র তখন বুঝতে পারবো যখন YouTube এর এই টাকা দেয়ার প্রক্রিয়া আমরা জানবো। এতে আপনারা একদম পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে ইউটিউবে কত ভিউস থেকে কত টাকা আপনারা আয় করতে পারবেন।

আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন বা আর্টিকেল পড়েছেন যেখানে বলা হয়েছে, ১০০০ ভিউ এ ৩ থেকে ৪ ডলার পেয়ে যাবেন। অনেকে হয়তো বলেছে, কম ট্রাফিক বা ভিউতেই অনেক টাকা আমরা ইউটিউবে কমিয়ে নিতে পারবো।

কিন্তু, যদি আপনি নিজের ইউটিউব চ্যানেল বানানোর কথা ভাবছেন, এবং এইটা জানতে চাচ্ছেন যে YouTube থেকে কত টাকা আয় করতে পারবেন, তাহলে এ প্রশ্নোর কোনো সোজা উত্তর নেই।

হে, YouTube অনলাইন টাকা কমানোর অনেক সহজ এবং লাভজনক উপায় যার থেকে অনেকেই মাসে হাজার হাজার ডলার কমিয়ে নিচ্ছেন। এবং আপনিও YouTube কে নিজের ক্যারিয়ার বানিয়ে তার থেকে টাকা আয় করতে পারবেন বা তাকে নিজের বিসনেস (business) হিসাবে নিতে পারবেন।

কিন্তু তার জন্য আপনার কেবল নিজের ভিডিও এবং YouTube ভিডিও SEO র ওপরে ধ্যান দিতে হবে। মন দিয়ে কাম করতে হবে।

কারণ, এতে আপনার অনেক সময় লাগতে পারে। আপনি আস্তে আস্তে যত ভালো ভালো ভিডিও নিজের চ্যানেলে আপলোড দিবেন ততটাই আস্তে আস্তে আপনার ভিডিও গুলিতে ভিউ বাড়তে থাকবে।

এবং, একদিন এমন আসবে যখন আপনার YouTube চ্যানেলে অনেক ভিডিও এবং subscriber হয়ে যাবে এবং আপনি নিজের ভিডিওতে আশা ভিউ দ্বারা টাকা কামানো শুরু করতে পারবেন।

ইউটিউব আপনাকে কত টাকা দিবে ?

১০০০ ভিউ অনেক কম, যদি আপনি ইউটিউবের থেকে টাকা কমানোর কথা ভাবছেন। আমার প্রথম ১০০ ডলারের পেমেন্ট আমি পেয়েছি যখন আমার চ্যানেলে টোটাল ১.৫ লক্ষ ভিউ হয়েছিল। তারপর আমি যখন ক্যালকুলেট (calculate) করে দেখলাম আমি পেলাম যে ১০০০ ভিউ এ আমি প্রায় ১ ডলারের থেকেও কম টাকা কামিয়েছি।

তাহলে, আপনারা এইটা ভালোকরে বুঝে নেন যে, ইউটিউবে কত views এ কত টাকা হবে, সেটা স্থায়ী (fixed) নয় এবং কেও এটার একটা নির্ধারিত সংখ্যা বলতে পারবেনা। কেননা, ভিউ (views) এর ওপরে ইউটিউব কোনোদিন টাকা দেয়না। YouTube টাকা দেয় অনেক কারণের (factors) ওপরে চিন্তা করে এবং সেগুলি জানাটা আপনাদের জন্য অনেক জরুরি।

কিন্তু, এখনকার দিনে আপনারা প্রায় ১ থেকে ৩ ডলার প্রতি ১০০০ ভিউতে কমানোর সম্ভাবনা আছে যদি আপনি সোজা উত্তর জানতে চান।

ইউটিউবে কতটা ভিউ হলে আপনারা কত টাকা কমিয়ে নিতে পারবেন সেটা সোজাসোজি বলাটাতো সহজ নয়।

কিন্তু , যদি ইউটিউবের টাকা দেয়ার প্রক্রিয়াটা বুঝে যান তাহলে হয়তো অনেক কম views এই অনেক টাকা কমানোর জ্ঞান আপনাদের হয়বে। এবং, আপনাদের এটাও পরিষ্কার হয়ে যাবে যে, YouTube থেকে কখন বেশি টাকা ইনকাম হবে এবং কখন কম টাকা কমাবেন।

YouTube আমাদের কিভাবে টাকা দেয় ? (How YouTube pays)

আপনারা যদি জানেননা তাহলে জেনেনিন, YouTube চ্যানেলে ভিডিও আপলোড করার পর টাকা কমানোর জন্য আপনার প্রয়োজন হবে গুগল এডসেন্সের। মানে, যখন আপনার ইউটিউবের চ্যানেলে অনেক ভিডিও হয়ে যাবে তখন আপনার Google ad-sense এর জন্য apply বা register করতে হবে।

এর পর, আপনার YouTube ভিডিও গুলিতে adsense এর দ্বারা কিছু বিজ্ঞাপন দেখানো হবে। এবং, এই বিজ্ঞাপন দেখানোর বদলে Google এডসেন্স আমাদের টাকা দেয় বা ডলার দেয়।

তাহলে, ভালোভাবে দেখলে YouTube আমাদের টাকা দেয়না। আমরা YouTube এ আপলোড করা ভিডিও গুলিতে গুগল এডসেন্সের বিজ্ঞাপন লাগিয়ে বা ব্যবহার করে গুগল এডসেন্সের দ্বারা টাকা আয় করার সুযোগ পাই। এখানে, ইউটিউবের কোনো ধরণের হাত নেই।

কিন্তু, YouTube এবং Ad-sense দুটোই Google এর সার্ভিস বা product এবং দুজনের কাজ আলাদা আলাদা।

YouTube আমাদের তার ওয়েবসাইটে ফ্রীতেই ভিডিও আপলোড করার সুযোগ দেয়। এবং, সেই আপলোড করা ভিডিওগুলিতে ইউটিউবের লক্ষ লক্ষ ভিসিটর্স দ্বারা view পাওয়ারও আমরা সুযোগ পাই।

আর, গুগল এডসেন্স, ভিডিও গুলিতে তার বিজ্ঞাপন (advertisement) লাগিয়ে টাকা কমানোর সুযোগ আমাদের দেয়।

তাই, ইউটিউবের থেকে আপনি কত টাকা আয় করতে পারবেন সেটা নির্ভর করবে Google adsense এর ওপরে। কারণ, গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখানোর বদলে আপনাকে টাকা দেবে। এবং, এডসেন্স আপনাকে কত এড ভিউ হলে কত টাকা দেবে বা কি হিসাবে টাকা দেবে সেটা সম্পূর্ণ ভাবে তার ওপর। এখানে, ইউটিউবের করার কিছু নেই।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ