Bangla website যেভাবে Google AdSense Ads ব্যবহার করবেন! বর্তমানে বেশিরভাগ বাংলাদেশী সাইট এর মালিকগন দেশীয় Ad Network ব্যবহার করে থাকি। যেমন Green-Red, Nufa-Ad, web4dollar ইত্যাদি। কেউবা নতুন ব্যবহারকারী হওয়ার কারনে আবার কেউবা সহজ পেমেন্ট পাওয়ার জন্য এইসব সাইট ব্যবহার করে থাকি। তবে তুলনামূলকভাবে এই সব কোম্পানীগুলো অনেক কম বিজ্ঞাপন প্রদর্শন করে, কখনো বিজ্ঞাপন থাকেনা, ইনকাম কম হয় আবার মাঝে মাঝে কোন কোন সময় পুরো সাইটটাকেই শ্লো করে ফেলে। যাইহোক আমি আজ ওসব সাইট নিয়ে আলোচনা করবো নাহ।
আর সবচেয়ে ভালো এবং বিশ্বের সব চেয়ে জনপ্রিয় Ad Network হলো Google AdSense তবে এটি যেন সোনার হরিণ। মানে একটি ভেরিফাইড Google AdSense পেতে হলে অনেক ঝামেলা পোহাতে হয়। আর একবার একাউন্ট ভেরিফাই না হলে একাউন্ট ই রিজেক্ট! কাজেই ওটার কথাও বাদ দিতে বাধ্য।
আচ্ছা যদি Google AdSense অ্যাড অন্য কোম্পানির মাধ্যমে দেখাই Google AdSense একই অ্যাড তাহলে কেমন হয়?
হ্যা আমি “adsoid” এর কথা বলছি।
এবার দেখুন কিভাবে রেজিঃ করবেন।
Registration করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন । তার পর নিচের মত একটি পেইজ আসবে
এর পর এখান থেকে SIGN UP তে ক্লিক করুন। এরপর আপনার নাম, সাইট এর নাম, ট্রাফিক টাইপ, সাইট URL এবং সাইট এর ধরন সিলেক্ট করুন। এবার স্টেপ-২ এ আপনার ইউজার নেই, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। Online Earning income
৭২ ঘণ্টা সময় নিবে অথবা আর আগেও হতে পারে। আপনার ইমেইল চেক করুন।
এপ্রুব হওয়ার পর get ad code ক্লিক করুন। কোডটি আপনার সাইট এ বসান। দেখবেন গুগল Google AdSense অ্যাড শো করছে।
দেখুন আমাদের বাংলা সাইটে অ্যাডসেন্স অ্যাড শো করছে।
ব্যাস কাজ শেষ। এরপর পেমেন্ট এ গিয়ে আপনার ব্যাংক আর ইনফর্মেশন দিন অথবা পেপালের ইনফর্মেশন দিন।
২০ ডলার হলে পে-আউট করতে পারবেন।
Comments (No)