ভালো আছেন?
ইউটিউবের সব ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি। আজকের প্রথম পর্বতে তাক লাগানো সব গোপন ট্রিক্স বলে দিব আপনাদের। চলুন শুরু করা যাক!
ইউটিউব সিক্রেট টিপস: ডাবিং দিয়ে আয় করুন মাসে ৮০০ ডলার! পর্ব-১ —–
Bangla talkies এর মতো ডাবিং করে ভালো আয় করতে হলে পড়তে থাকেন আর্টিকেলটি।।
আপনার ভয়েস দিয়ে ডাবিং করুন। কি ভিডিও কখন আপলোড করবেন সব বলে দিচ্চি একে একে।
২-৩ জন বন্ধু দিয়ে এ ডাবিং কাজ করবেন। মেয়ের ভয়েস টা ভালোভাবে করবেন কারণ এতে মানুষ মজা পাবে। একজন মানুষ ৩ রকম ভয়েস দিবেন। এর বেশি না।
কি ভিডিও ডাবিং করবেন?
১. এসএসসি, এইসএসসি পরীক্ষা (WWE দিয়ে ডাবিং )
২. বিশেষ দিন (পহেলা বৈশাখ, ঈদ)
৩. বিশেষ ঘটনা (PRIYYA PRAKASH VARRIER, একদিন ত মরেই যাবো)
৪. মুভি ডাবিং
৫. খেলা নিয়ে।
১. SSC/HSC EXAM DUBBING: WWE ভিডিও আছে অনেক ইউটিউবে। ROMAN REIGNS, JOHN CENA etc প্লেয়ারদের Entrance (ডুকে যে) নামাবেন। এটার Song বাদ দিয়ে ফানি গান লাগাবেন (ও খালা ও খালা, ও টুনির মা টাইপের)
আর ভিতর ভয়েস কি ওটার কারিশমা আপনার হাতে।
আরও জানতে ইউটিউবে সার্চে লেখুন : Wwe dubbing bangla tutorial
2.৩. বিষেশ দিন/ঘটনা ও এমন। Wwe দিয়ে করেন
৪. মুভি ডাবিং: এটা কঠিন। এটা আলাদা পর্বে বলে দিব
৫. খেলা ডাবিং: বিভিন্ন খেলোয়ারের সাক্ষাতকার এডিট করে এটা করতে পারেন।
আরও তথ্য লাগলে ইউটিউব ত আছেই। সার্চ দিবেন: earn money dubbing bangla tutorial
ডাবিং জন্য বেস্ট এডিটর: Camtsia Studio 8/9
ফ্রি পাবেন না। যদি Key লাগে কমেন্ট করবেন। দিয়ে দিব।
আজকে প্রথম পর্ব গেল। আসলে ডাবিং এ প্রধান কাজ হলো ফানি করে ভয়েস দেওয়া আর পারফেক্ট ভিডিও দিয়ে ডাব করা। আমি ত ৫ টা বলেই দিলাম। আর গুলা আরেকদিন বলবো। আল্লাহ হাফেজ
Comments (No)