আপনারা কি অতি মাত্রায় Google একাউন্ট খুলে নিজের তথ্যসমূহ হারিয়ে ফেলেছেন, বা অতিরিক্ত নোটিফিকেশন, ইমেইল এর যন্ত্রণায় ভুগছেন? চিন্তা নেই, আপনার এই মুশকিল আসান করতে, আপনাদের জানাবো কিভাবে এসব অপ্রয়োজনীয় গুগল একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করবেন।
Google একাউন্ট আমাদের বর্তমান সময়ে, পিসি হোক বা কম্পিউটার, দুই ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেই প্রয়োজন হয়। গুগল একাউন্ট ছাড়া বলা চলে যে, স্মার্টফোন বা পিসি অচল হয়ে পড়ে। যেকোনো প্রযুক্তির ব্যবহারের জন্যই গুগল একাউন্ট এখন প্রয়োজন পড়ে।
তাই আমরা অহরহ এখন Google একাউন্ট খুলে থাকি। গুগল একাউন্ট খোলা ফ্রি এবং অনেক সময় কোনো নাম্বার ভেরিফিকেশন ছাড়াও গুগল একাউন্ট খোলা যায়। তাই সবাই হয়তো নিজেদের ডিভাইসে ১৫-২০ টা একাউন্টও খুলে বসেন দরকারে বা অদরকারে।
কিন্তু পরে যখন কাজ শেষ হয়ে যায়, তখন সেসব জিমেইল নষ্ট করে ফেলতে হয়। নইলে যখন জিমেইল আসতে থাকে একেক একাউন্ট থেকে, বা কোনো দরকারী মেইল একাউন্টের নোটিফিকেশন অদরকারী একাউন্টগুলোর জন্য মিস হয়, তখন খুবই খারাপ লাগে। সেজন্য কাজ শেষে আমাদের উচিত অপ্রয়োজনীয় একাউন্ট ডিলিট করে ফেলা।
কিন্তু সবাই হয়তো নাও জানতে পারেন যে কিভাবে Google একাউন্ট ডিলিট করতে হয়। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার অপ্রয়োজনীয় গুগল একাউন্ট ডিলিট করতে পারবেন।
তবে মনে রাখবেন, এটা শুধু আপনার ডিভাইস থেকেই না, পুরোপুরিভাবে একাউন্টটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই খুব ভেবে চিনতে একাউন্ট ডিলিট করবেন। চলুন এবার জানা যাক কোন প্রক্রিয়ায় Google একাউন্ট ডিলিট করবেন।
আরও পড়ুন: বিশ্বসেরা ৫ টি ফ্রি অনলাইন ইমেজ এডিটর (ডাউনলোড ছাড়া ব্যবহারযোগ্য)
Google একাউন্ট ডিলিট করার আগে ভাবুন:
মনে রাখবেন, আপনার গুগল একাউন্ট যদি পার্মানেন্টভাবে ডিলিট করে দেন, তাহলে আপনি আজীবনের জন্যই এখান থেকে এক্সেস হারাবেন। আর এই একাউন্ট দিয়ে বানানো কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, প্লে স্টোর সুবিধা, ইত্যাদি সব নষ্ট হয়ে যাবে।
এর সাথে যদি ড্রাইভে কোনো কিছু এই একাউন্টে সেভ করে থাকেন, সেগুলোও নষ্ট হয়ে যাবে। যেকোনো গেম প্রোগ্রেস, কন্ট্যাক্ট, কোনো ধরনের ডাউনলোড, সেভ করে রাখা মিউজিক বা পিডিএফ ফাইল, সবকিছুই নষ্ট হয়ে যাবে।
তাই খুব ভেবে চিনতে একাউন্ট ডিলিট করবেন, নইলে পরে পস্তাতে হতে পারে।
Google একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার জন্য কি কি উপাদান লাগবে?
১. একটি পিসি অথবা ল্যাপটপ বা স্মার্টফোন
২. আপনার Google একাউন্টের এড্রেস এবং পাসওয়ার্ড
৩. ইন্টারনেট কানেকশন
আরও পড়ুন: বিনামূল্যে মোবাইল অ্যাপ বানানোর জন্য বিশ্বসেরা ৫ টি ওয়েবসাইট
Google একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার নিয়মাবলী:
১. প্রথমেই, কোনো ব্রাউজার অথবা ফোন থেকে, Google একাউন্ট সাইন ইন পেজে এক্সেস করুন।
২. এরপর নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করুন।
৩. এরপর লগইন হয়ে গেলে, ড্যাশবোর্ড থেকে “Data and Personalization” অপশনে ক্লিক করুন। এই অপশন আপনি পেজের ঠিক উপরের দিকে সার্চবারের নিচের ট্যাবে দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন।
৪. এরপর “Data and Personalization” অপশন থেকে, “Download, Delete or Make a plan for your data” অপশনে ক্লিক করুন। এখানে, “Download” হচ্ছে ফেসবুকের ডাটার মতই, গুগলের সকল তথ্যের কপি ডাউনলোড করা। অর্থাৎ ডিলিট করার আগে চাইলে এখান থেকে ব্যাক আপ রেখে দিতে পারবেন একাউন্টের।
৫. “Delete a service or your account ” অপশনে ক্লিক করুন। এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন।
i) “Delete a service: এখান থেকে আপনি গুগলের কোনো একটি বা একাধিক সেবা, যেমন – জিমেইল বা ইউটিউব, বা অন্য যেকোনো সেবার ডাটা ডিলিট করতে পারবেন।
ii) “Delete Your Account: এখান থেকে আপনি সরাসরি আপনার গুগল একাউন্ট ডিলিট করে দিতে পারবেন। কোনো সেবা বা একাউন্টের অস্তিত্ব রক্ষা ছাড়াই। এখন আপনাকে এই অপশনেই ক্লিক করতে হবে।
৬. এরপর এখানে পাসওয়ার্ড চাইলে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। এরপর “Next” বাটন চেপে কনফার্ম করুন। এখানে দুইটি বক্স দেখতে পাবেন। টিক চিহ্ন দিয়ে, কনফার্ম করুন।
৭. আপনার একাউন্ট এরপর সফলভাবে ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আর আপনার একাউন্ট আপনার ফোনে দেখতে পাবেন না ও আপনার কাছে কোনো নোটিফিকেশনও আসবেনা।
যদি সাথে সাথেই মনে হয় যে ভুল হয়েছে, একাউন্টটি ফেরত আনতে হবে, তাহলে দ্রুত আপনার স্ক্রিনের লেখাটি পড়ুন এবং “Account Support” অপশনে ক্লিক করে পুনরায় একাউন্টে লগইন করুন।
এটা ছাড়াও Google Account Recovery Page এ গিয়েও আপনার একাউন্ট রিকভার করতে পারবেন। তবে সময় থাকতেই কাজটি করতে হবে নইলে একাউন্ট ডিলিট প্রসেস সম্পূর্ণ হয়ে গেলে আর রিকভার করতে পারবেন না।
আরও পড়ুন: গুগলে ইমেজ দ্বারা অনুসন্ধান করার সঠিক পদ্ধতি
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, এই ছিলো গুগল একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার নিয়মাবলী নিয়ে আমাদের আজকের পোস্ট এর যাবতীয় আলোচনা। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই ব্যবহার করবেন। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও শেয়ার দিতে পারেন। Online Income Site
এছাড়া যদি আজকের পোস্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে।
খুব দ্রুত আবার দেখা হবে সামনের কোনো নতুন পোস্টে, নিয়ে আসবো নতুন কোনো তথ্য আপনাদের কাছে। ততক্ষণ অব্দি, সবাইকে জানাই বিদায় ও শুভকামনা!
Comments (No)