Google কীভাবে Youtube Video Rank করা যায়

Google কীভাবে Youtube Video Rank করা যায়

আপনার Youtube ভিডিও গুলো কে গুগলের রেংক করানোর জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। আজকের আয়োজনে আমরা এমনই কিছু প্রক্রিয়া সম্পর্কে অবগত হবো যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব ভিডিও কে গুগল সার্চ ইঞ্জিনের তালিকা নিয়ে আসতে পারবেন।
Facebook Twitter
গুগলে কীভাবে Youtube ভিডিও রাংক করা যায়
Youtube ভিডিও রাংক

Youtube সার্চ এর শীর্ষে আসার পাশাপাশি অনেকেরই আকাঙ্ক্ষা থাকে তাদের Youtube ভিডিওটি যেন গুগল-সার্চে ও দেখা যায়। মূলত গুগল সার্চ ইঞ্জিনে ভিডিও নামক একটি অপশন থাকে যেখানে আপনি আপনার সার্চকৃত বিষয়ের ওপর ইউটিউব ভিডিও গুলো গুগল থেকেই দেখতে পারেন। এর মাধ্যমে একজন ব্যবহারকারী হিসেবে যেমন আপনি গুগল থেকে ইউটিউব ভিডিও গুলো দেখতে পারেন এ কিভাবে একজন ইউটিউবার গুগল থেকে পেয়ে যায় তাদের ভিজিটর। কিন্তু অনেক ইউটিউবারদের মনেই প্রশ্ন থাকে যে গুগলে কিভাবে তাদের ইউটিউব ভিডিও গুলো প্রদর্শিত হয়। তাই আজকের আয়োজনে থাকছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা। যেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার ইউটিউব ভিডিওটি কিভাবে গুগল সার্চের দেখতে পারবেন।

Youtube মূলত একটি গুগলের অঙ্গপ্রতিষ্ঠান। অর্থাৎ গুগল সার্চ গুগল এডমোব গুগল এডসেন্স এ সকল প্রতিষ্ঠান গুলোর মতই গুগল সরাসরি Youtube পরিচালনা করে থাকে। তবে অন্যান্য মাধ্যমগুলো থেকে ইউটিউব কিছুটা আলাদা কারণ এখানে আপনি আপনার স্বতন্ত্র কনটেন্টের ওপর ভিডিও নির্মাণ করে অর্থ উপার্জন করতে পারবেন। তবে গুগলের সার্চ ইঞ্জিনটি গ্রাহকের চাহিদা অনুযায়ী তথ্য প্রদানের লক্ষ্যে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট প্রদর্শনের পাশাপাশি ভিডিও প্রদর্শন করে থাকে। আর এই সকল ভিডিওর মধ্যে রয়েছে ইউটিউব এর ভিডিও।

অর্থাৎ যখন কোন ইন্টারনেট ব্যবহারকারী একটি কিওয়ার্ড গুগলের সার্চ করে থাকে তখন গুগল সার্চ ইঞ্জিন ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগ প্রদর্শনের পাশাপাশি ইউটিউবে রয়েছে এমন কিছু ভিডিও প্রদর্শন করে। এটি যেমন একজন ব্যবহারকারীর কাছে তার তথ্যগুলো সহজেই পৌঁছে দেওয়া যায় অপরদিকে একজন ইউটিউবার গুগল থেকে পেয়ে যায় পর্যাপ্ত ভিজিটর। তবে কিভাবে গুগল সার্চে অবস্থান নেওয়া যায় এমন প্রশ্ন থাকে অনেক ইউটিউবেরই। কিন্তু এই সিস্টেমটি ঠিক কিভাবে কাজ করে তা সঠিকভাবে বলা যায় না।

মূলত সঠিকভাবে ইউটিউব এসইও করার মাধ্যমে একজন ইউটিউবার ভিডিওকে গুগল সার্চের শীর্ষে নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনার ভিডিওটি যদি ইউটিউব সার্চ এর প্রথম দিকে থাকে তবে সেক্ষেত্রে আপনার গুগল সার্চের আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই এখানে আমি ইউটিউব এসইও নিয়ে কথা বলবো এবং কিভাবে ইউটিউব এসইও করার মাধ্যমে গুগল সার্চে আপনার ভিডিওটি নিয়ে আসতে পারবেন সে নিয়ে কথা বলবো।

ইউটিউব এসইও
এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন য একটি ওয়েবসাইট ব্লগ বা ভিডিওকে সার্চ ইঞ্জিনের শীর্ষে নিয়ে আসার সম্ভাবনা বৃদ্ধি করে। অনেকেই হয়তো এসইও শব্দটিকে ওয়েবসাইট বা ব্লগের জন্য অধিক ব্যবহার করে থাকেন। তবে ইউটিউব ভিডিওর কে শীর্ষে আনার জন্য এসইও কাজ করে। এক্ষেত্রে ইউটিউব এসইও মূল লক্ষ্য থাকে ইউটিউব সার্চের শীর্ষে একটি ভিডিওকে নিয়ে আসা। মনে করুন আপনি একটি কনটেন্ট নিয়ে ভিডিও তৈরি করেছেন এখন ওই একই কন্টেন্টে আরো অনেক ইউটিউবার তাদের ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়েছে।

এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ কেন আপনার ভিডিওটি একজন সার্চকৃত ব্যক্তির তালিকায় দেখাবে। ইউটিউব কর্তৃপক্ষ তখনই আপনার ভিডিওটি সার্চকৃত ব্যক্তি কে দেখাবে যখন সার্চকৃত ব্যক্তির কিওয়ার্ডের জন্য আপনার ভিডিওটি একমাত্র ভিডিও হবে নতুবা আপনার ভিডিওতে চমৎকার এসইও করা থাকবে। আর পূর্বেই বলেছি যে ইউটিউব গুগলের একটি প্রতিষ্ঠান কাজেই যে সকল ভিডিও ইউটিউবে দেখানো হবে ঐসকল ভিডিওকে গুগল ভালো ভিডিও হিসেবে ধরে নিবে। এতে করে যখন কোন ব্যক্তি গুগল একটি বিষয় সম্পর্কে জানতে চাইবে তখন গুগল ইউটিউব এর তালিকাভুক্ত ঐসকল ভিডিওকে সার্চকৃত ব্যক্তির নিকট পেশ করবে। কাজেই দেখা যাচ্ছে যে একটি ভিডিওকে গুগলের শীর্ষে নিয়ে আসার জন্য এসইও সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম।

তাহলে চলুন এই পর্যায়ে জেনে নেই কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে এসইও করবেন যার মাধ্যমে আপনার ভিডিওটি গুগল সার্চের শীর্ষে আসার সম্ভাবনা থাকবে।

কিভাবে করবেন ইউটিউব এসইও?
ওয়েবসাইট বলুন ইউটিউব ভিডিও এসইও করার প্রথম ধাপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। অর্থাৎ আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি নির্ধারণ করা। আর এই বিষয়গুলো নির্ধারিত করবেন মানুষের চাহিদার ওপর অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী কোন ধরনের বিষয়গুলো সার্চ ইঞ্জিনের সার্চ করে থাকে তার উপর ভিত্তি করে।

আপনার লক্ষ্য যদি শুধু ইউটিউবে শীর্ষে আশা থাকে থাকে তবে আপনি আপনার কনটেন্ট নির্বাচন করার জন্য একটি টপিক নিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন ইউটিউব কর্তৃপক্ষ ওই টপিকের সাথে রিলেটেড আরো কিছু কিওয়ার্ড তার সার্চ ব্রাউজার দেখাচ্ছে। যেগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার কি ওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। কিন্তু আপনার লক্ষ্য যখন গুগল-সার্চে আশা থাকে তখন একই কিওয়ার্ড রিসার্চ কি আপনি গুগল সার্চ ব্রাউজারে করে নিন। এতে করেই গুগল সার্চ ব্রাউজার একই ধরনের তথ্যের ওপর চাহিদা রয়েছে সে সম্পর্কে আপনি অবগত হবেন।

এছাড়া বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল রয়েছে যেগুলো আপনাকে কীওয়ার্ড সম্পর্কে অবগত করবে। গুগল-সার্চে নিজের ভিডিওটি দেখার জন্য আরও যে কাজটি করতে পারেন তা হচ্ছে একটি কিওয়ার্ড এর সময়কাল নির্বাচন করা। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ওই কিওয়ার্ড কতজন মানুষ সার্চ করছে তা জেনে নেওয়া। তবে গুগল এই সকল বিষয় ব্যতীত আরো অনেকগুলো বিষয়ের উপর নজর রাখে। যার মধ্যে রয়েছে আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ঠিকমতো রয়েছে কিনা এর টাইটেল কি আকর্ষণীয় কেনা এবং এর থামনেল চমৎকার কিনা এই বিষয়গুলো। গুগল এর শীর্ষে আসার জন্য আপনার ইউটিউব ভিডিও টাইটেল কি চমৎকার ব্যবহার করতে চেষ্টা করুন। Online Income Site

ইউটিউব ভিডিও google-এ প্রদর্শিত হবার প্রয়োজনীয়তা
অনেকেই শুধুমাত্র শখের বশে বা জনপ্রিয়তা পাবার আশায় নিজের ইউটিউব ভিডিও google-এ প্রদর্শিত হওয়ার ইচ্ছা জ্ঞাপন করে থাকে। তবে আপনার ইউটিউব ভিডিওটি যদি গুগল কর্তৃপক্ষ কর্তৃক সিলেক্টেড হয়ে গুগল সার্চ ব্রাউজারে দেখানো হয় তবে সেক্ষেত্রে আপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। যার মধ্যে অন্যতম হচ্ছে আপনি ফ্রিতে কিছু ট্রাফিক পেয়ে যাবেন। হ্যাঁ, এতে করে আপনার ইউটিউব ভিডিওতে ভিজিটর বাড়বে সেই সাথে আপনার ইউটিউব ভিডিওর ভিউ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে লাইক সেই সাথে সাবস্ক্রাইব। আর এত কিছু বৃদ্ধি পেলে আপনার অর্থও বৃত্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

আপনি যদি আপনার ইউটিউব ভিডিওটিকে গুগল সার্চ ইঞ্জিনে শীর্ষে নিয়ে আসতে চান তবে ইউটিউব এর বিকল্প নেই। কারণ ইউটিউব এসইও এর মাধ্যমে যে ফলাফল ইউটিউব কর্তৃপক্ষ দেখাবে তার ওপর ভিত্তি করেই আপনার ভিডিওটি গুগল এ আসবে। তাই গুগল হোক কিংবা ইউটিউব আপনার ভিডিওকে যেকোন ব্রাউজারে শেষে নিয়ে আসার জন্য এসইও করুন যথার্থভাবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ