Freelancing marketplace এ আপনি কাজ করছেন কিন্তু আপনার কাজের মান তেমন গুনগতমারে না। তবে আপনি সেখানে ভালো মতো কাজ করতে পারবেন না। এবং আপনি ভালো আয় করতে পারবেন না। এটা বড় ধরনের সমস্যা। তাই আপনার কাজ Client এর কাছে ভালো হওয়ার
উপায় সমূহ আলোচনা করা হলো:
Client এর কাছে ভালো হওয়ার উপায়:
যারা সবসময় Freelance কাজ করে তাদের কাছে Freelance কাজ পাওয়া অনেকটা
আরামদায়ক এবং সবাই এটা প্রত্যাশা করে যে সে একটা বড় একটা কাজ পাবে। সেক্ষেত্রে কি কি করনীয়
আসুন তা একবার দেখে নিই।
১। সব সময় কাজের কথা না বলে, দুজন ই ফ্রি থাকলে ব্যক্তিগত প্রশ্ন করতে পারেন, এটা অনেক কাজে
দেয়।তবে মনে রাখবেন কখনো কোম্পানীর হয়ে কাজ করে এমন বায়ার কে ব্যক্তিগত প্রশ্ন করবেন
না।তাতে সমস্যা হতে পারে।
পড়ুন: জি-মেইলের গুরুত্বর্পূণ ১০টি ব্যবহার সর্ম্পকে জানুন ।
2।কন্টাক্ট শেষ হলেই যোগাযোগ এর পথ চিরতরে বন্ধ করে দিবেন না। সময় সুযোগ হলে তাদের নক
করবেন এবং কথা বলবেন।
৩।প্রতিটা কাজ কনফিডেন্স নিয়ে করুন। বায়ার কে সবকিছু সম্পর্কে অবহিত করুন যে আপনি কি কি
করছেন। তাতে সে বুঝবে যে আপনি কি পরিমান কাজ করছেন এবং সে অনুপাতে আপনাকে পেমেন্ট
দিবে। আপনাকে কিছু বলতে হবে না ।
৪। যেকোন মেসেজ এর রিপ্লাই যতদ্রুত সম্ভব দিন। যত লেট করবেন সে তত বিরক্ত হবে। কারন আপনি
রিপ্লাই দিলে তাকে ও আপনার উত্তর এর উপর ভিত্তি করে রিপ্লাই দেয়া লাগতে পারে।
পড়ুন: কীভাবে অতিথি পোস্ট অন্যান্য ব্লগগুলিতে পোষ্ট করবেন।
৫। Client কখনো ক্লাইন্টই বলা উচিৎ নয় যে তোমার কাজের এখানে সমস্যা হচ্ছে/ এখানে কাজ হচ্ছে
না, সবসময় বলা উচিৎ এটা করলে আমাদের ভাল হবে।
৬। ডেডলাইন কখনো মিস করবেন না । ডেডলাইনের আগে কাজ জমা দেওয়ার চেষ্টা করবেন।
প্রয়োজনে কাজের সময় একটু বেশি করে নিন।
৭। যা কাজ দিবে শুধু সেটুকু ই করে বসে থাকবেন না, সময় থাকলে অন্য জিনিসগুলার দিকে নজর
দিন।যা আপনি করতে পারেন।
পড়ুন: People Per Hour এ্যাকাউন্ট খুলুন আর ঘরে বসে আয় করুন।
৮। কখনো যদি কোন কাজ করতে আংশিক/সম্পূর্ন ব্যর্থ হোন তাহলে সাথে সাথে ক্ষমা চেয়ে নিন। এবং
সেজন্য যদি কোন পেমেন্ট নিয়ে থাকেন তা ফেরত দিন। তাতে বায়ার খুশি হবে।
৯। কখনো আপ-ফ্রন্ট আগে চাবেন না। ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট মনযোগ দিয়ে শুনুন, সমস্যা থাকলে
আলোচনা করুন, সবকিছুর শেষে তাকে আপফ্রন্ট এর কথা বলুন।
১০. বেশির ভাগ ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে বায়ার দের সাথে বেশি সমস্যা হয় তাই এ ব্যাপারে স্বচ্ছ থাকুন।
পড়ুন: ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কিছু সাইট সর্ম্পকে আলোচনা
১১। বায়াদের সাথে ভালো ব্যবহার নিয়ে কথা বলুন। কোন অবস্থাতেই খারাপ ব্যবহার করবেন না।
১২. বায়াদের সাথে কোন রকম ছলনার আছরয় নিবেন না।
আশা করি আমার কথা গুলো বুঝতে পেরেছেন। উপরে দেওয়া কথা গুলো মেনে চললে আপনার কাজ ও
ভালো হবে এবং ভালো টাকাও আয় করতে পারবেন।
ভালো থাকবেন।
Comments (No)