Gaming এর জন্য Best Mouse

রেজার Mouse আমাদের অনেক সুন্দর Mouse উপহার দিয়ে থাকে। এবার রেজার নিয়ে এলো রেজার ভাইপার ৮কে গেমিং মাউস। এই মাউসটির রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে। বিশেষভাবে তৈরি করা হয়েছে মাউসটি।

Gaming এর জন্য Best Mouse

চলুন দেখে আসি কেমন হচ্ছে এই মাউসটি।

রেজার ভাইপার ৮কে মাউসটি অনেক দ্রুতগতিসম্পন্ন হবে এবং এটির পলিং রেট হবে ৮০০০ হার্জ। এটির গতিবিধি অধিক রেসপন্সিভ অনুভূতি দিবে। এটির ডিজাইনটিও অসাধারণ দেওয়া হয়েছে। বাম এবং ডান বাটন গুলো অনেক উপযোগী এবং আরামদায়ক হবে। উক্ত মাউসটির ওজন দেওয়া হয়েছে মাত্র ৭১ গ্রাম এবং মাউসটির হাইপারপোলিং প্রযুক্তি প্রায় ০.১২৫ এম এস দেরিতে হ্রাস করতে দেয়। এই মাউসটির বাটন গুলি দেওয়া হয়েছে ২য় জেনারেশন এর যার উপর ৭০ মিলিয়ন ক্লিক করা যাবে।

রেজার ভাইপার ৮কে তে দেওয়া হয়েছে অপটিক্যাল সেন্সর যেখানে ২০০০০ ডিপি আই স্পর্শকৃত স্ক্রোল হুইল পাওয়া যাবে। আরো দেওয়া হয়েছে অনবোর্ড মেমরি যা নিজেই একটি প্রোফাইল সঞ্চয় করতে দেয় যেটি অন্য Computer প্লাগ করে সেটিং বজায় রাখে। এই মাউসে ৮ টি প্রোগ্রামের জন্য বাটন আছে। সঠিক ভাবে চলাচলের জন্য মাউসটিতে ১০০ শতাংশ পিটিএফই রয়েছে। Online Income Tips

রেজার ভাইপার ৮কে এর মূল্য:
এই মাউসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯.৯৯ ডলার যার বাংলাদেশি মূল্য হবে ৬,৮৫০ টাকা। শুধুমাত্র কালো রং এ পাওয়া যাবে এই মাউসটি।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ