Freelancing থেকে আয় করা যায়। তাহলে আমাদের দেশে এত কেন বেকার ? Freelancing করে মাসে লাখ টাকা আয় করা যায়। কথা টা শুনে খুব ভালো লাগে। তাহলে আমাদের দেশে লাখ লাখ যুবক রা কেন আয় করতে পারে না? চলুন বিষয়টির এটু গভির থেকে ঘুরে আসি।আমাদের একটি সমস্যা আছে । তবে ঠিক সমস্যা বলব কিনা জানি না। ব্যাপারটা হচ্ছে আমরা খুব র্শটকাট রাস্তায় বড় হতে চাই।
** দ্বিতীয়ত
আমরা কোন কিছু ভালো ভাবে না বুঝে শুনে সে বিষয়টার সফলতা নিয়ে খুব বেশি মতামতি করি।
**তৃতীয়ত **
আমাদের ধৈর্য্য খুবই কম। আর আমরা কোন কিছুর প্রতি লেগে থাকার মানুসিকতা নিয়ে কাজ করি না। আজ করব, কাল সফল হব এটাই আমাদের চিন্তাভাবনা।
**চতুর্থত**
আমরা কখন দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর হতে চেষ্টা করি না। আমরা তথাকথিত জিপিএ ফাইভ ব্যাবহারটার খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অবশ্য এখানে আমাদের চাইতে আমাদের শিক্ষাব্যবস্তা, মা বাবার ধ্যান ধারণা, প্রতিবেশিদের ওমক ছেলে ভালো করেছে, তুৃমার ছেলে কেন করেনি। এই ব্যাপারটাই বেশি কাজ করে । Online Income Tunes
** পঞ্চমত **
আমরা কখন কোন দক্ষতা অর্জন করার জন্য খরচ করতে চাই না। আমরা শুধু খরচ করতে পারি জিপিএ ৫ পাওয়ার জন্য, সকাল থেকে সন্ধা শুধু জিপিএ ৫।
**ষষ্ঠত*
জীবন এ যে বয়সে আমরা দক্ষতা অর্জন করব সে বয়সটা পার হয়ে যায় জিপি এ ৫ পাওয়ার পিছনে। যখন পরিবার পরিজনদের দ্বায়িত্ব নেওয়ার সময় আসে তখন বুঝি দক্ষতা আমার এখন তৈরি হয়নি। তাই তথাকথিত চাকরি পিছনে ঘুরে হতাস হয় আমরা।
**সপ্তমত**
আমাদের সঠিক পথ দেখাবার মানুষের বড় অভাব।আমাদের ছোটবেলা থেকে মাথায় ঠোকিয়ে দেওয়া হয় পড়াশুনা কর,জিপিএ ৫ পাও, ডাক্তার, বিসিএস কাড্যার হও। তা না হলে জীবনটা মিছে।
**অষ্টমত **
ইংরেজি নাম শুনলেত আমাদের গায়ে জ্বর চলে আসে। সতোরো আঠারো বছর পুড়া শুনা করে ও আমরা ২ টি ইংরেজি শব্দ গুছিয়ে কথা বলতে পারি না। কিন্তু ইংরেজি একটি ভাষা ছাড়া আর কিছুই নয়। শুধুমাএ ১ বছর প্রানপণ দিয়ে লেগে তাকলে। ইংরেজদের চাইতে কোন অংশে খারাপ ইংরেজি ভাষা কথা বলবে না।
এগুলো মোটামোটি কারণ, এছাড়া আরো অনেক কারণ রয়েছে যে কারণে আমরা Freelancing পেষায় টাকা আয় করার সম্ভব থাকলে ও দেশে বেকার এর অভাব নেই। আমরা কখনোই Freelancing এর মতো কঠিন পেষায় দক্ষ ফ্রিলান্সিংদের পাশে নিজেদের অস্তিতের লড়াইয়ে থাকতে পারি না। তখন ৯ – ৫ ঘন্টা চাকরি, ১৫-২০ টাকা বেতন, মধ্যবিও জীবনযাপন, এটাই আমাদের জীবনের প্রতিকার রুটিন হয়ে দাড়ায়।
Comments (No)