আপনি ফ্রীলাঞ্চিং করতে চাচ্ছেন? তাহলে আপনি একটি বাংলা অয়েভসাইট খুলতে পারেন। বাংলা ওয়েব সাইট থেকেও আপনি হাজার হাজার টাকা আয় করতে পারবেন।
আপনার যদি একটা বাংলা ওয়েবসাইট খুলেন এবং নিয়মিত তাতে পোস্ট করতে হবে। আপনি যে বিষয় টি ভাল জানেন তেমন একটি বিষয় নিয়ে ওয়েবসাইট করতে পারেন।
আপনি ৩০-৪০ টা ৪০০-৫০০ ওয়ার্ড এর বাংলা আর্টিকেল লিখে আপনি গুগল অ্যাড সেন্স এ আপ্লাই করুন। আপনি অ্যাড সেন্স এপ্রুভ হলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তবে আপনার লেখা পোস্ট গুল ইউনিক হতে হবে। কোথাও থেকে কপি করে নেয়া যাবে না।
এর পাশাপাশি আপনাকে মার্কেটিং টাও একটু জানতে হবে। কি ভাবে আপনার ওয়েব সাইটে ভিজিটর নিয়ে আসতে হয়। কারণ আপনার সাইটে ভিজিটর না আসলে আপনার কোন ইনকাম হবে না। আপনি যত বেশি ভিজিটর নিয়ে আসতে পাবেন আপনার ইনকাম তত বেশি হবে।
আপনার সাইটে বেশি ভিজিটর হওয়া মানে আপনার সাইটে গুগল থেকে যে অ্যাড দেয়া হবে সেটা মানুষ বেশি দেখবে এবং ক্লিক ও বেশি পড়বে। আপনার ওয়েব সাইট এর ইনকাম সম্পূর্ণ নির্ভর আপনার ওয়েব সাইটের ভিজিটরের উপরে। আপনি সরাসরি ব্যাংক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
Comments (No)