ফাইভারের ইনঅ্যাক্টিভ গিগ অ্যাক্টিভ করার উপায়!

অনলাইনে ছোট কাজের জন্য বড় মার্কেট প্লেস হল ফাইভার। যেখানে ৫$ – ৫০০$ পৰ্যন্ত কাজ হয়ে থাকে। এখানে কাজ পেতে হলে গিগ খুলতে হয়। এবং টাকার পরিমাণ দিয়ে খুব সুন্দর ভাবে গিগ সাজিয়ে রাখতে হয়।

অনেক দিন ধরে আপনি আপনার অ্যাকাউন্টে না ঢুকলে আপনার গিগ ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। কিভাবে আপনার ইনঅ্যাক্টিভ গিগ অ্যাক্টিভ করবেন?

প্রথমে আপনি আপনার ফাইভারের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপরে Selling অপশন থেকে Gigs অপশনে ক্লিক করুন।

সেখান থেকে ইনঅ্যাক্টিভ গিগ গুলো দেখতে PAUSED অপশনে ক্লিক করুন। এখন যে গিগটি অ্যাক্টিভ করবেন সেটি সিলেক্ট করে ACTIVE অপশনে ক্লিক করুন। ২৪ ঘণ্টার মধ্যে আপনার গিগ অ্যাক্টিভ হয়ে যাবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ