YouTube থেকে Best 4 আয়

বর্তমানে অনলাইন আয়ের জগতে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায় । ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু ইউটিউবের নাম শোনেননি এমন ব্যক্তি খুজে পাওয়া সত্যিই বিরল।  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও কয়েকটি বিশেষ উপায়ে আয় করা যায় । ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন । তবে আপনি কেন পারবেন না । এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেস্টা করব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায় ।

নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল-

দুইভাবে আপনি ভিডিও তৈরী করতে পারেন ।

  • প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে।
  • ভিডিও ক্যামেরা না থাকলে কম্পিউটার ব্যবহার করে।

অবশ্যই মজাদার / শিক্ষনীয় ভালমানের ভিডিও তৈরী করতে হবে। তা নাহলে সব চেষ্টাই বৃথা হয়ে যেতে পারে। নানা রকম ভিডিও তৈরি করতে পারেন। যেমন-

  • টিউটোরিয়াল
  • নাটক
  • ওয়াজ/ইসলামিক
  • নিউজ
  • ভিডিও গান
  • শিক্ষামূলক
  • রান্না
  • রুপচর্চা
  • ইত্যাদী

কিভাবে ইউটিউব থেকে আয় করবেন

আপনি যদি উন্নতমানের জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, বা আপনার চ্যানেল জনপ্রিয় হয় তাহলে একটা সময় আপনি আপনার ভিডিও মোনেটাইজেশন করতে পারবে। তখন ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে। আপনার একাউন্টে ইনকাম জমা হতে থাকবে।

এছাড়াও বিভিন্ন পন্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওয়ের মাঝে দিয়ে আয় করা যায় । এছাড়া ভিডিওয়ের ডিসক্রিপশনে বিভিন্ন পন্যের এফিলিয়েট লিংক দিয়ে দি্তে পারেন। কোন পন্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন।
তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভাল কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন ।অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন । যদিও ইউটিউব অফিসিয়ালী এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয় । তবে এটা সময় সাপেক্ষ ।

ইউটিউব থেকে বর্তমানে লাখের উপরে ইনকাম করছে এমন লোকের সংখ্যা একবারে কম নয়।

লিখাটা ভাল লাগলে শেয়ার করতে ভূলবেন না প্লীজ।

আরো পড়ুন:

নতুন ইউটিউবারদের জন্য: ইউটিউবে কি কি করা যায়, জানুন

ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করে নিন ১০ উপায়

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ