Without Bid captcha entry




Without Bid captcha entry যারা অনলইনে আয় করতে আগ্রহী কিন্তু বিশেষ কোন কাজ জানেন না আবার ফ্রিল্যান্স মার্কেটপ্লেসএ বিড করার কথা মনে শুরুতেই মাথায় ডাটা এন্ট্রির কথা। ডাটা এন্ট্রির কাজ বলতে সাধারণত ক্যাপসাএন্ট্রি,কপি টাইপিং ও কপি-পেষ্টকে বুঝানো হয়। কিন্তু প্রকৃতপক্ষে বিড করে ডাটা এন্ট্রির কাজ পাওয়া অনেক কঠিন ব্যবহার কারণ একটি প্রজেক্টে অনেক ফ্রিল্যান্সারা বিড করে, তাই এত লোকের মধ্য থেকে কাজ ভাগিয়ে নেওয়া কঠিন ব্যপার। আজ আমি আপনাদেরকে এমন কয়েকটা সাইটের সন্ধান দিব যেখান থেকে শুধু মাত্র রেজিষ্ট্রেশন করে ক্যাপসা এন্ট্রি করে আয় করতে পারবেন। রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই পেমেন্ট মেথেড এড করে দিবেন। এখানে রিয়েল তিনটি সাইটের সন্ধান দিব,একেক সাইটের পেমেন্ট পলেসি একেক রকম।

কোন সমস্যা সব কিছু উম্মুক্ত আপনি দেখে দেখে কাজ করতে পারাবেন। 1. www.pixprofit.com এই সাইটে প্রতি হাজার ক্যাপসা এন্ট্রির জন্য প্রদান করবে ১ডলার, 2.protyper.com এই সাইটে সকাল, বিকাল, সন্ধ্যা ও রাত এই চারটা সময় চার রকম পেমেন্ট রেইট রয়েছে, তবে সর্বোচ্চ ১.৫ডলার (দেড় ডলার) পর্যন্ত পেমেন্ট দেয় প্রতি হাজার ক্যাসার জন্য। 3. megatrader.com এ্ই সাইটেও সময় ভেধে পেমেন্ট পদ্ধতি রয়েছে। তবেআমি পরামর্শ দিব এক নং পিক্সপ্রফিট ডট কমে কাজ করার জন্য, কারণ আমি নিজেও এই সা ইট থেকে পায়জাএর মাধ্যমে পেমেন্ট পেয়েছি। তারা ৩ডলার হলেই অটো পেমেন্ট দিয়ে দেয়। কোন উত্তোলন কমান্ড দেওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ, মো: সুজাউদ্দীন

Comments (2)

  1. mdwaliduzzaman Jun 10, 2013
  2. Honest Man Jun 10, 2013

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ