প্রথমেই বলে নেই ক্যাপচা এন্ট্রি মুলত গার্মেন্টসে চাকরি করার মতো কষ্টকর একটা কাজ। নিতান্ত অভাবগ্রস্থ লোক ছাড়া এ কাজে সাধারনত কেউ টিকে থাকেনা। তবে কষ্ট করলে মাসে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।

কোন ইনভেস্ট ছাড়া ঘরে বসে এ পরিমান টাকা আয়কে  একেবারে ছোট করে দেখারও উপায় নাই। অনলাইন জগতে আজ যারা ভাল অবস্থানে আছে তাদের অনেকেরই শুরুটা ক্যাপচা এন্ট্রি দিয়ে।

শুধুমাত্র একটা পিসি, ইন্টারনেট এবং ইংলিশ টাইপিং জানলেই আপনি ক্যাপচা এন্ট্রির কাজ করতে পারবেন। চলুন এবার বিস্তারিত  জেনে নেই।captcha_breakers6 (1)

 

যোগ্যতা:

  • English type জানতে হবে।
  • পিসি ও নেট কানেকশন থাকতে হবে।
  • কষ্ট করার মানসিকতা থাকতে হবে।
  • টাইপিং স্পিড যত বেশি হবে তত বেশি আয় হবে।

 

আয়ের পরিমান:

মাসে ৫০০০-২০,০০০ টাকা পযর্ন্ত আয় করা সম্ভব।

 

কারা করতে পারবে:

  • ছাত্র-ছাত্রী যারা টিউশনি করতে চান কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য টিউশনির বিকল্প হিসেবে করতে পারেন।
  • বেকার
  • চাকরীজিবী , যারা অফিস থেকে ফেরার পর কিছু সময় অবসর কাটান।
  • গৃহিনী,  সংসারের কাজ শেষ করার পর যারা কিছু সময় অবসর কাটান।

 

প্রথম অবস্থায় আপনি এখান ধেকে কাজ করে কিছু ডলার ইনকাম করতে থাকলেন পাশাপাশি অন্যান্য কাজ শিখতে থাকলেন। যখন আরো বেশি ইনকামের পথ আপনি পেয়ে গেলেন তখন এই কষ্টকর কাজ আপনি ছেড়ে দিলেন।

এবার নিচে কয়েকটি সাইট সম্পর্কে বলছি যেগুলোতে আপনি ক্যাপচা এন্ট্রির কাজ করবেন-

1. 2captcha

ডাটা এন্ট্রি সাইটের মধ্য এটা অন্যতম । ১০০% পেমেন্ট পাবার নিশ্চয়তা আছে। ১ডলার হলেই আপনি ক্যাশ আউট করতে পারবেন।

কিভাবে Registration করবেন

কিভাবে Registration করবেন এটা অবশ্য আমার বলে দিতে হবে না। তবুও বলে দিচ্ছি যদি কারোর বুজতে অসুভিদা হয়।  নিছের দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা পেইজে নিয়ে যাবে অখন থেকে উপরের দিকে Register লিখায় ক্লিক করলে নিছের স্রিনশটের মতো একটা পেইজ ওপেন অবে অখানে আপনার এমেইল, পাসয়ার্ড দিয়ে I’m not robot লিখায় ক্লিক করে ক্যাপচা টা সমাধান করে Register লিখায় ক্লিক করলেই আপনার Registration হয়ে যাবে।

Registration করতে এখানে ক্লিক করুন

মাসে আয় করুন ৫ থেকে ২০ হাজার টাকা ক্যাপচা এন্ট্রি করে 3

কিভাবে কাজ শুরু করবেন

প্রথবে আপনাকে Login করতে হবে। পরে Start work  ক্লিক করলে যে পাইজ ওপেন হবে অটাতে Start লিখায় ক্লিক্ক করলে আপনাকে অরা শিখিয়ে দিবে কিভাবে কাজ করতে হবে। এই প্রশিক্ষনের জন্য আপনাকে ৩০ টার মতো ক্যাপচা পুরন করতে হতে পারে, এর মাজে কন ভুল হলে অরা শিখিয়ে দিবে এটা কিভাবে করতে হয়।

প্রশিক্ষন হয়ে গেলে এবার আপনার আপনার আর্নিং শুরু। এবার Start button ক্লিক করে কাজ শুরু করে দিন। প্রয়জন হলে  Sound on বাটন টা ক্লিক করে রাখতে পারেন। এটা রিমাইন্ডার হিশেবে কাজ করবে।

মাসে আয় করুন ৫ থেকে ২০ হাজার টাকা ক্যাপচা এন্ট্রি করে 4

সুবিধা সমূহ

১। আপনি চাইলে আপনার এন্ডয়েড ফোনে App এর মাধ্যমেউ কাজ টা করতে পারবেন।

২। PC এর জন্য রয়েছে বিশেষ সফটয়ের।

৩। PC 2CaptchaBot  এর মাধ্যমে শুধু  ReCaptcha solve করে আরো বেশি আর্ন করতে পারেন।

৪। ১০০০ ReCaptcha Solve করলে আপনি পাবেন ১ ডলার।

বাধ্যবাধকতা
১। একাধিক একাউন্ট খোলা যাবে না।
২। একটি মাত্র আইপি এড্রেস ব্যবহার করতে হবে।
৩।  জিমেল একাউন্ট ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
৪। একসাথে ২টি উইনডোতে বা ট্যাবে কাজ যাবে না।
৫। ক্যাপচা এন্ট্রি টাইপ করার সময় বেশি ভূল করলে সাময়িক সময়ে জন্য আপনার একাউন্ট অফ করে রাখা হয়। কত সময়ের জন্য আপনাকে একাউন্ট অফ করে রাখা হয়েছে নোটিশ আসলে পড়ে নিন। একাউন্ট সাধারণত দুই চার ঘন্টার বেশি অফ করে রাখা হয় না। এটি মূলত আপনাকে রেস্ট দিচ্ছে।

2. Kolotibablo

এটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্যাপচা এন্ট্র জব প্রভাইডার। প্রতি হাজার এন্ট্রতে ৩৫ সেন্ট থেকে ১ ডলার পযর্ন্ত পেমেন্ট দিয়ে থাকে। কাজের ক্ষেত্রে ওার একটু স্ট্রিক্ট। বার বার ভুল করলে একাউন্ট ব্যান করে দিতে পারে। পেমেন্ট মেথড: পেজা ও ওয়েব মানি। অনেকেই এই সাইট থেকে মাসে ২০০ ডলার পর্যন্ত আয় করে থাকে।

একাউন্ট করতে এই লিংকে যান-  join Kolotibablo here.

3. MegaTypers

এটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্যাপচা এন্ট্র জব প্রভাইডার। প্রতি হাজার এন্ট্রতে ৪৫ সেন্ট থেকে ১.৫ ডলার পযর্ন্ত পেমেন্ট দিয়ে থাকে। অভিজ্ঞরা এ সাইট থেকে মাসে ২৫০ ডলার পর্যন্ত আয় করে থাকে।পেমেন্ট মেথড: PayPal, WebMoney, Perfect Money, Payza and Western Union, Bitcoin

এটাতে জয়েন করতে Invitation code চাবে।  সেখানে 2H1H লিখতে পারেন।

একাউন্ট করতে এই লিংকে যান-   Join MegaTypers here

4. CaptchaTypers

এটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় ক্যাপচা এন্ট্র জব প্রভাইডার। প্রতি হাজার এন্ট্রতে ৮০ সেন্ট থেকে ১.৫ ডলার পযর্ন্ত পেমেন্ট দিয়ে থাকে।  অনেকেই ক্যাপচাটাইপারের এডমিন প্যানেল বিক্রি করে থাকে অথচ এটা ফ্রী পাওয়া যায়। ক্যাপচা টাইপারের একাউন্ট বা যেকোন সহায়তার জন্য স্কাইপ: abasaya তে যোগাযোগ করতে পারেন।

Download CaptchaTypers Software

5. ProTypers

এটা মেগাটাইপারসের মতোই। প্রতি হাজার এন্ট্রতে ৪৫ সেন্ট থেকে ১.৫ ডলার পযর্ন্ত পেমেন্ট দিয়ে থাকে। অভিজ্ঞরা এ সাইট থেকে মাসে ২৫০ ডলার পর্যন্ত আয় করে থাকে।পেমেন্ট মেথড: PayPal, WebMoney, Perfect Money, Payza and Western Union, Bitcoin

একাউন্ট করতে এই লিংকে যান-  Join ProTypers Free

6. Captcha2Cash

প্রতি হাজারে ১ ডলার দেয়। পেমেন্ট মেথড পারফেক্ট মানি ও পেজা।

একাউন্ট করতে এই লিংকে যান- signup Captcha2Cahsh here.

7. Qlinkgroup

কিউলিংক গ্রুপে কাজ করার জন্য বা এডমিন প্যানেল বেচার জন্য কেউ টাকা চাইলে ভুলেও দিবেন না। সব কিছু ফ্রী। নিচের লিংক থেকে সফটওয়ার নামান। সেখানে সব ইনফো দেয়া আছে।

download the Qlink Group software from this link

8. VirtualBee

সাইটটা ২০০১ সাল থেকে চলছে। ক্যাপচা এন্ট্রি ছাড়াও এখানে আরো কিছু কাজ আছে। আপনাকে আগে পরীক্ষা দিতে হবে। আপনার স্কোরের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে।

একাউন্ট করতে এই লিংকে যান- Visit the site here & signup

 

 

কোন হেল্প এর দরকার হলে এসো আয় করি ফেসবুক পেজ বা স্কাইপ: abasaya তে যোগাযোগ করতে পারেন।

মাত্র ১০০০০ টাকায় একটি সুন্দর ইকামর্স সাইট করুন