বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। আপনি কি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান?আপনি কি জানতে চান কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়।খুব সহজে জেনে নিন কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলবেন। 

ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য বেশ কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হয়। এই লেখায় ইউটিউবে চ্যানেল তৈরির বিস্তারিত নিয়ম দেয়া হয়েছে, দেখে নিন। এখানে আপনার নাম দিয়েই একটা অ্যাকাউন্ট খুলে নিলে। তবে মনে রাখতে হবে এটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত চ্যানেল নয়।

youtube

আপনি হয়তো ইতোমধ্যে জেনে গিয়েছেন ইউটিউব বর্তমান পৃথিবীতে  সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। সুতরাং এখন কাজ হল একটি ভালো মানের ইউটিউব চ্যানেল সেট-আপ করে নেয়া। আজকের এই লেখায় মূলত আমি ইউটিউব চ্যানেল তৈরির  পূর্ণাঙ্গ গাইডলাইন দেয়ার চেষ্টা করব।

নাম্বার Number ভেরিফিকেশন এর কিছু ওয়েবসাইট।

প্রথমে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন! ওপেন করার পর আপনি ক্রোম ব্রাউজারের ওপরে ডান পাশ থেকে তিন টি ডট এ ক্লিক করবেন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 1

সেখানে একটু নিচের দিকে দেখতে পাবেন রিকুয়েস্ট ডেক্সটপ সাইট লেখা আছে এর পাশে খালি ঘরে টিক মার্ক দিন।

Facebook এ auto like ব্যাবহার অনেক ঝুঁকিপূর্ণ, হারাতে পারেন ফেবসবু !!

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 2

ডেক্সটপ ভিউ হয়ে গেলে এড্রেস বারে ইউটিউব.কমএই লিংক টাইপ করুন।
এরপর একদম ওপরে দেখতে পাবেন সাইন ইন লেখা সেই লেখায় ট্যাপ করুন।

কিভাবে (Youtube) ইউটিউব থেকে আয় করবেন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 3

আপনি আপনার জিমেইল দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

যে ৫টি উপায়ে (Youtube) ইউটিউব থেকে আয় করবেন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 4

এরপর পাসওয়ার্ড চাইবে। আপনার জিমেইলে ব্যাবহার করা পাসওয়ার্ড দেবেন এখানে এরপর সাইন ইন হয়ে গেলে স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন

এরপর আপনার সাইন আপ করা স্থানে আপনার জিমেইল টি সেট হয়ে গিয়েছে।
আপনার জিমেইলে ক্লিক করুন চিত্রে দেখানো স্থানে এরপর মাই চ্যানেলে ক্লিক করুন

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 5

এরপর ভিডিও ম্যানেজার এ জান সেখান থেকে চ্যানেলে যান সেখান থেকে ভেরিফাই তে ক্লিক করুন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 6

এরপর কান্ট্রি সিলেক্ট করুন[এখানে যার যার নিজ কান্ট্রি /দেশ দিবেন]এবং আপনার ফোন নম্বর দিন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 7

সেখান থেকে আপনার নম্বরে একটি ভেরিভাই কোড যাবে সেই কোড টি দিয়ে সাবমিট এ ক্লিক করুন
এরপর কনফার্ম চাবে কনফার্ম করুন। এরপর আপনারা এডভান্স অপশনে যান সেখান থেকে কান্টি দিবেন ইউনাইটেড স্ট্যেটস

উল্লেখ্য এখানে বাংলাদেশ দিলে আপনি কিন্তু টাকা পাবেন না কারন বাংলাদেশে ইউটিউব এডসেন্স পারমিট নেই

এরপর চ্যানেল কি ওয়ার্ড দিবেন..
[কি ওয়ার্ড কি…?] আপনার চ্যানেলে কি বিষয়ের ওপর ভিডিও আপলোড করবেন তার স্পেসিফিক বিষয় এখানে লিখবেন।

এরপর সেন্ট এ ক্লিক করুন।এবার ফিরে আসে আবার চ্যানেলে প্রবেশ করুন।

দেখুন মনিটাইজ ইনেবল অপশন [ভেরিফাই করার পর এখানে ভেরিফাইড অপশন আসবে]সেখান থেকে মনিটাইজেশন ইনেবল করে দিন।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 8

এরপর মাই চ্যানেলে গিয়ে চ্যানেল নেম পরিবর্তন করুন [স্ক্রিনশট এ দেখনো হয়েছে]

Youtube বলে দেবে ইউটিউব এ কতটা সময় কাটালেন

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 9

চ্যানেল আর্ট ও ব্যানার সেট করুন। [স্ক্রিনশট এ দেখানো হয়েছে] ইচ্ছে করলে আপনি এখান থেকেও
চ্যানেল এর নাম দিতে পারেন।

  1. চ্যানেল আর্ট
  2. ব্যানার
  3. ফাস্ট নেম/ লাস্ট নেম
  4. ডিসপ্লে নেম / নিক নেম
বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন। 10

ইউটিউব এ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়

ইউটিউব ভিডিও দ্রুত (১০,০০০) ভিউ হবার কৌশল

ইউটিউবারদের জন্য বিশেষ স্মার্টফোন!

১১ টি লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া – (Best channel topics)

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ