ইনস্টাগ্রামে বন্ধ হলো কসমেটিক সার্জারি 1

কিছুদিন আগ পর্যন্তও শারীরিক সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যয়বহুল কসমেটিক সার্জারি ছিল একমাত্র ভরসা। ছবিতে নিজেকে সুন্দর দেখানোর সেই খরচ এক ধাক্কায় নামিয়ে এনেছিল ইনস্টাগ্রামের বিভিন্ন ফিল্টার! তবে, সে দিন ফুরালো!
ওই ফিল্টার দিয়ে স্থায়ী সৌন্দর্যবর্ধন হয়তো হতো না, তবে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নিজেকে সুন্দর দেখানোর জন্য অনেকই বেশ আগ্রহ নিয়েই ব্যবহার করতেন কসমেটিক সার্জারির ইফেক্ট দেওয়া নানারকম ফিল্টার। এখন থেকে সেটি আর হচ্ছে না। কসমেটিক সার্জারির সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের অগমেন্টেড রিয়ালিটি (এআর) ফিল্টার এবং ইফেক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইনস্টাগ্রাম। -খবর বিডিনিউজের।

বহারকারীদের মানসিক স্বাস্থ্যে আঘাত হানায় সব অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিলটার ফিচারটি সরিয়ে ফেলল ইনস্টাগ্রাম।

অভিযোগ রয়েছে, এআর ফিল্টার ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে কসমেটিক সার্জারির প্রতি প্রবণতা বাড়াচ্ছিল। এআর ফিল্টার এফেক্ট ব্যবহারের ফলে ছবিকে কৃত্রিমভাবে বিকৃত করা হয়। এর মাধ্যমে ঠোঁটে ইঞ্জেক্ট করা, মুখের অবয়ব পরবির্তনসহ মুখের নানা পরিবর্তন আনা যেত।

গবেষকদের মতে, মুখের অবয়ব পরিবর্তন করা এই ফিচারটি মানুষের মনে তার চেহারা সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। যা থেকে যে কোনও ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ব্যবহারকারীদের কথা চিন্তা করে এআর ফিল্টার ফিচারটি ব্যান করা হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

এক মুখপাত্র জানিয়েছেন, ফিল্টার যাতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে তা নিশ্চিত করতে উদ্যোগী তারা। গত ফেব্রুয়ারিতেই নিজেদের প্ল্যাটফর্মে সকল ধরনের ক্ষতিকর গ্রাফিক কনটেন্ট মুছে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইনস্টাগ্রামে।

রিলেটেড আর্টিকেল……

বিশ্বের প্রথম ২৫ ধনীর তালিকায় প্রিয়াঙ্কা-বিরাট,প্রতি ইনস্টাগ্রাম পোস্টে কত আয় করেন?

স্ক্রিল – অর্থ লেনদেনের সহজ ও নিরাপদ পদ

By arjoda

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ