বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠান মুহূর্তেই Bkash to Bank Transfer 1

অনেক সময় আমাদের Bkash থেকে Brac Bank একাউন্টে টাকা পাঠানোর দরকার হয়। নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই সেটা করতে পারবেন।

ট্রান্সফার মানি সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন যেকোনো সময়। ট্রান্সফার মানি সার্ভিস দিয়ে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। ট্রান্সফার মানি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • বিকাশ অ্যাপ এ লগ ইন করুন।
  • বিকাশ মেন্যুতে যান।নিজের ব্যাংক একাউন্ট সেভ করুন ।
  • ট্রান্সফার মানি আইকন সিলেক্ট করুন।
  • আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন।
  • ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন।
  • আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন।
  • লেনদেনের একটি রেফারেন্স দিন।
  • আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন।

একটি মাসে ট্রান্সফার মানি ও সেন্ড মানির লিমিট মিলিতভাবে একই থাকবে। গ্রাহকদের উপর প্রতি লেনদেনে মোট টাকার পরিমাণের উপর ২% সার্ভিস চার্জ প্রযোজ্য (ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক এর জন্য)

Bkash দিচ্ছে ৫০ টাকা বোনাস

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ