Games Playing কি টাকা Income করা যায়? জানুন Games Playing টাকা উপার্জনের পদ্ধতি

Games Playing কি টাকা Income করা যায়? জানুন Games Playing টাকা উপার্জনের পদ্ধতি মোবাইলে গেম খেলে এখন আর শুধু সময় নষ্ট নয় বরং আয় করতে পারবেন নগদ অর্থ। তাহলে চলুন বিস্তারিত জানা যাক মোবাইল গেম খেলে কিভাবে টাকা আয় করবেন।আমরা কমবেশি সবাই স্মার্ট ফোন দিয়ে গেম খেলে থাকি।অনেকের মতে তরুণ প্রজন্ম তাদের সময়ের একটি বিরাট অংশ মোবাইল গেম খেলে নষ্ট করছে। কিন্তু আমরা কি জানি যে মোবাইল গেম খেলে আয় করা যায় অর্থ। কি স্বপ্নের মত লাগছে তাইনা? যারা মোবাইল গেম খেলতে ভালোবাসেন বা অনেক সময় এখানে ব্যয় করেন তাদের জন্য এটি একটি বড় সুখবর। 
Games Playing কি টাকা Income করা যায়? জানুন Games Playing টাকা উপার্জনের পদ্ধতি
Games Playing কি টাকা Income করা যায়? জানুন Games Playing টাকা উপার্জনের পদ্ধতি

মোবাইল গেম খেলে কি আয করা যায়?

হ্যাঁ, মোবাইল গেম খেলে টাকা আয় করা যায়। বর্তমান বিশ্বে পাপজি শীর্ষ স্থানীয় একটি মোবাইল গেম। এছাড়া ক্যান্ডি ক্রুষ টেম্পল রান সহ বিভিন্ন ফরমিক গেমগুলো অত্যন্ত জনপ্রিয়। এসব গেম মানুষ খেলে শুধুমাত্র নিজস্ব বিনোদনের জন্য। কিন্তু এমন অনেক গেমিং কোম্পানি রয়েছে যা গেম খেলার জন্য আপনাকে দিবে নগদ অর্থ। কিভাবে এবং কোন পদ্ধতিতে আপনি এসকল অর্থ আয় করতে পারবেন তা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আয়োজন।

কত টাকা আয করা যাবে গেম খেলে?

প্রথমে জেনে রাখা ভালো গেম খেলে আপনি কেমন পরিমাণে টাকা আয় করতে পারবেন। এবং গেম খেলার জন্য কি আপনাকে এই টাকা প্রদান করবে। কারণ অনেকের মনেই প্রশ্ন আছে যে গেম খেলার জন্য কে টাকা দিবে এবং কেনই বা দিবে। তাদের জন্য প্রথমে গেম খেলার জন্য আপনাকে টাকা দেবে ওই কোম্পানি যে কোম্পানিতে আপমি গেম খেলবেন এবং মার্কেট প্লেস।


আমরা নিশ্চিত জানি কি একটি গেম নির্মাতা কোম্পানি গেম নির্মাণের পর মার্কেটপ্লেস থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে। তাড়াতাড়ি আয় আরো বৃদ্ধি পায় যখন তাদের ব্যবহারকারী বৃদ্ধি পায়। গেম নির্মাতা কোম্পানিগুলো অর্থ আয় করে থাকে মার্কেটপ্লেস হতে। কাজী ওই কোম্পানিটিকে গেম খেলার জন্য আপনাকে কিছু অর্থ প্রদান করে। এখন জানবো গেম খেলার জন্য কেমন অর্থ তারা আমাদেরকে দিয়ে থাকে। বস্তুত অনেকেই এমন রয়েছেন যারা মোবাইল গেম খেলে মাসিক 10000 টাকার অধিক আয় করে।


আবার অনেককে গেম খেলে টাকা রোজগার করার বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। কিন্তু আপনি যদি কোনো শিক্ষার্থী হয়ে থাকেন অথবা কোন কাজ করেন না এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে অনায়াসেই টাকা আয় করতে পারবেন। নিজের পকেট মানি উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিতে পারেন। পেশা হিসেবে না নেওয়াই  আমার মধ্যে উত্তম। 

গেম খেলে আয় করার জন্য কি কি প্রয়োজন?

মোবাইল গেম খেলে টাকা আয় করার জন্য তেমন কিছু প্রয়োজন হয় না। প্রথমত আপনার যে জিনিসটা হচ্ছে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন অপারেটর স্মার্টফোন। ভালো ইন্টারনেট কানেকশন। এবং টেকনোলজি সম্পর্কে কিছুটা জ্ঞান। অর্থাৎ যে গেৃমটি খেলছেন যে সম্পর্কে কিছুটা জ্ঞান থাকলেই হবে। 

কিভাবে আয় করবেন? 

মোবাইল গেম খেলে কিভাবে আয় করা যায়।নিশ্চয়ই এখন ভাবছেন কিভাবে আয় করব মোবাইল গেম খেলেইতিমধ্যেই আমরা জেনেছি মোবাইল গেম খেলে কি পরিমান টাকা আয় করা যায় এবং আয় করার জন্য কি কি প্রয়োজন। বস্তুত কি খেলে টাকা আয় করা অত্যন্ত সহজ। বিভিন্নভাবে গেম খেলে টাকা আয় করা যায়। তবে এসবের মধ্যে বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি রয়েছে। যেগুলো দিয়ে মানুষ বেশিরভাগ সময় টাকা আয় করে থাকে।  এখানে আমি কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। 

১. ইন্সট্রাকশন মেনেঃ

আপনি যখন একটি গেম খেলতে যাবেন তখন সেই গেমটি কিছু ইন্সট্রাকশন থাকবে এসব ইন্সট্রাকশন মেনে আপনি আয় করতে পারবেন। যেমন ধরুন গেমটির বিভিন্ন লেভেল কমপ্লিট করা। বন্ধুদের মাঝে শেয়ার  করা। ভিডিও দেখার অ্যাপস ডাউনলোড করা ইত্যাদি। বস্তুত আপনি যখন কোনো ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে গেম থেকে টাকা আয় করা যায় এমন কোন গেম খেলবেন তখন তারা আপনাকে কিছু ইন্সট্রাকশন প্রদান করবে। সেই ইন্সট্রাকশন গুলো ভালো মত ফলো করে তারা আপনাকে অর্থ প্রদান করবে। 

২. প্রমোট করেঃ

গেমটা প্রমোশন করে আয় করা যায়। অর্থাৎ আপনি যে ভিডিও গেম খেলে টাকা আয় করতে চান তার প্রোমোট করবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন অথবা ভিডিও তৈরি করে সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে পারেন ব্লগ লিখতে পারেন ইত্যাদির মাধ্যমে আপনি গেম প্রোমট করতে পারেন। 

৩. অন্য কে শিখায়েঃ

উপরের দুটি পদ্ধতি ছাড়া আরেকটি ভাবে গেম থেকে আয় করা যায়। এ পদ্ধতিটি বেশ মজার। যদি আপনি গেম খেলে বেশ পারদর্শী হন তবে এই পদ্ধতিটি শুধুমাত্র আপনার জন্য। মনে করুন আপনি  একটি লেবেন সম্পর্কে ভালোভাবে জানেন। অপর একজন সে সম্পর্কে ভালোভাবে চজানেনা। আপনি কিন্তু অনায়াসে তাকে সাহায্য করতে পারেন। অর্থাৎ একটি গেম সম্পর্কে অন্য কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কাজি গেম খেলি আপনি যদি দক্ষতা অর্জন করে থাকেন তা অন্যের সাথে শেয়ার করে করে নিন টাকা। 

৪. ভিডিও বিক্রি করেঃ

গেম থেকে টাকা আয় করার একটি মাধ্যম হচ্ছে আপনি যে গেমটি খেলছেন তার রেকর্ড করে বিক্রি করা। আপনি যখন বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে গেম খেলবেন তখন এরকম একটি অপশন দেখতে পাবেন। মনে করুন আপনি গেম খেলছেন এমন সময় তার রেকর্ড করবেন। তারপর ওই রেকর্ডকৃত ভিডিও আপনি বিক্রি করতে পারবেন। যেখান থেকে আয় করতে পারবেন অনেকগুলো টাকা। 

এখানে আমরা গেম খেলে আয় করার অনেকগুলো পদ্ধতি সম্পর্কে জেনেছি। গেম থেকে আয় করার পদ্ধতি গুলো সহজ। তাই অনায়াসেই যে কেউ গেম খেলে টাকা আয় করতে পারে। কাজেই আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে আপনিও গেম খেলে টাকা উপার্জন করতে পারেন। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ