যে-সব products বাছাই করবেন Online বিক্রির জন্য। আমর এখন একটি যুগে বসবাস করছি যেখানে প্রতিনিয়তই মানুষের Online প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন এবং থিমের মাধ্যমে পুরো ব্যবসাই এখন অনলাইনে নিয়ন্ত্রণ করা সম্ভব । আগে মানুষ কিন্তু তেমন জানতো না । কিন্তু এখন বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটগুলির দেয়া তথ্য অনুযায়ী বিগত ২ বছরের মধ্যে এদেশের মানুষের অনলাইন থেকে পণ্য ক্রয়ের প্রবণতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই অনলাইনে পণ্য বিক্রয় করা বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলির মধ্যে একটি। আপনি এখন যে সব পণ্য অনলাইনে বিক্রি করে লাভবান হতে পারবেন আজ সে সর্ম্পকে আলোচনা করবো।
Online পণ্য বিক্রয়ের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে-
1.এখানে একই পণ্য বিক্রির কোন সীমাবদ্ধতা না থাকায় একই ডিজিটাল পণ্য বহুবার বিক্রয় করা সম্ভব।
2.পণ্যের ষ্টক, প্যাকেজিং, শিপিং সংক্রান্ত সমস্যাগুলির মোকাবেলা করতে হয় না, যা অফলাইন ব্যবসায়ীরা করে থাকেন।
3.মাত্র একবার বিনিয়োগ করেই একাধিক বিক্রয়ের মাধ্যমে অনেক বেশি মুনাফা অর্জণ করা সম্ভব হয়।
Online পণ্য বিক্রয়
Online পণ্য বিক্রয়ের সুবিধার কথা শুনে আপনারও মনে হতে পারে আমি ও অনলাইনে ব্যবসা শুরু
করবো। কিন্তু সমস্যাটা সৃষ্টি তখনি, আপনি Online কোন ধরনের ব্যবসা করবেন তা নিয়ে সমস্যার
মধ্যে পড়েন। আপনি পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের পর পণ্য বাছাই করতে যেয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে থাকেন
, তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। Online Income Tunes
আসুন জেনে নেওয়া যাক আপনি Online কোন ধরনের পণ্য বিক্রি করে অধিক লাভোবান হতে
পারবেন।
লেখালেখি:
আজকের দিনে কোন লেখা বা বই প্রকাশের জন্য কাউকে কারো কাছে যেতে হয় না। আপনার যদি কোন
বই বা অন্য যে কোন বিষয়ে লেখার মত দক্ষতা থাকে, তাহলে আপনি সেটিকে ইবুক আকারে Online
প্রকাশ করতে পারবেন । আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে বই সম্পর্কিত কিছু রিভিউ এবং কেন
পাঠকের জন্য বইটি জরুরী তার বিস্তারিত আলোচনা সহ পোষ্ট করে আপনার ওয়েবসাইটেই বইটি বিক্রয়
করতে পারেন। এছাড়াও Online যেসব ইবুক সবচেয়ে বেশি বিক্রয় হয়, তাদের মধ্যে নন-ফিকশন,
ফিকশন, কবিতার বই, ই-কমার্স পণ্যের বিবরণ, বিভিন্ন টিউটোরিয়াল, রেসিপির বই, রিপোর্ট এবং
সমীক্ষা, অ্যাকাডেমিক রিসার্চ পেপার, ম্যাগাজিন ইত্যাদি বেশি জনপ্রিয়। আপনি এসব লিখে Online
পোস্ট করতে পারবেন এবং সেখার থেকে ভাল টাকা আয় করতে পারবেন।
অডিও:
অডিওকে এমপিথ্রি এবং অন্যান্য ফরম্যাটে রুপান্তরের সুবাদে আমরা বর্তমানে Onlineঅডিও ফাইল
কেনা-বেচা করতে পারি। অডিও ফাইলের প্রচুর পরিমাণ চাহিদার কারণে এর জন্য বিশেষ এক শ্রেণীর
বাজার তৈরী হয়েছে। আপনি চাইলে বিভিন্ন পেইড অডিও ফাইলের লাইসেন্স ক্রয় করে সেগুলিকে বিক্রয়
করতে পারেন।
আবার নিজের যদি গান বা মিউজিক এর অভিজ্ঞতা থাকে, তাহলে সেগুলিকেও রেকর্ড করে ওয়েবসাইটে
আপলোড করতে পারেন। অনলাইনে থাকা অডিও পণ্যের মধ্যে গান, বিটস, জিঙ্গেল, রিংটোন, সাউন্ড
ইফেক্ট, ভয়েস ওভার, ইন্ট্রুমেন্টাল ট্র্যাক ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে বিক্রয় হয়ে থাকে।
ভিডিও:
ক্রেতা বা ভিজিটরের কাছে নিজের কথা পৌছানোর জন্য বর্তমানে ভিডিও অনেক শক্তিশালী একটি টুল।
শুধুমাত্র ফেসবুকেই প্রতিদিন ৮ বিলিয়ন বারের মত ভিডিও কন্টেন্ট দেখা হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই
এটা অনুমান করা কঠিন নয় যে, অনলাইনে বিক্রয়ের জন্য কেন ভিডিও সবচেয়ে ভালো পণ্যগুলির মধ্যে
একটি।ভিডিও যে কোন বার্তাকে দর্শকের কাছে সহজবোধ্য করে তোলে। বর্তমানে বড় বড় কোম্পানী
গুলি ভিডিওর মাধ্যেমে তাদের বিজ্ঞাপন প্রচারণায় বেশি আগ্রহী।
এটা অনুমান করা কঠিন নয় যে, অনলাইনে বিক্রয়ের জন্য কেন ভিডিও সবচেয়ে ভালো পণ্যগুলির
মধ্যে একটি।ভিডিও যে কোন বার্তাকে দর্শকের কাছে সহজবোধ্য করে তোলে।বর্তমানে বড় বড়কোম্পানী
গুলি ভিডিওর মাধ্যেমে তাদের বিজ্ঞাপন প্রচারণায় বেশি আগ্রহী।
ভিডিও কন্টেন্টের মধ্যে ভিডিও অ্যানিমেশন ইন্ট্রো, ষ্টক ভিডিও, ভিডিও টিউটোরিয়াল, ডকুমেন্টরী
ইত্যাদি অনলাইনে বিক্রয়ের জন্য বেশি জনপ্রিয়।
ডিজাইন:
ডিজিটাল বাজারে ডিজাইন একটি অতি চাহিদা সম্পন্ন পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট এবং
অন্যান্য প্রিন্ট মিডিয়াতে এর ব্যবহার অনিবার্য হয়ে পড়ায় বিভিন্ন ব্যক্তি এবং কোম্পানীগুলো অনলাইনে
ডিজাইন টেমপ্লেট ক্রয় করে থাকেন। ফটোশপ এবং ইলাষ্ট্রেটরে দক্ষ ডিজাইনারগণ প্রতি মাসেই তাদের
ডিজাইনকে অনলাইনে বিক্রয় করে অনেক ভালো অংকের টাকা ইনকাম করে যাচ্ছেন।
আপনি চাইলে নিজেও ওয়েবসাইট খুলে সেখানে নিজের এবং অন্যান্য ডিজাইনারদের লোগো, আইকন,
পোষ্টার, ইমোজি, ফন্ট, বিজনেস কার্ড ডিজাইন, ইনফোগ্রাফিক, আইকন সেট ইত্যাদি বিক্রয় করতে পারেন।
ভাল লাগলে আপনার বন্ধুদের কে শেয়ার করতে ভূলবেন না ।
Comments (No)