কম সময়ে কিভাবে টাকা ইনকাম করা যায়? বা কম সময়ে বেশি টাকা ইনকাম করার উপায় বলতে সেগুলি কি কি? আমাদের সকলেরই মনে এই প্রশ্ন গুলি কম বেশি কোনো না কোনো সময় এসেই থাকে। তা আপনি একজন ফুল-টাইম চাকরিজীবী হন বা কলেজ স্টুডেন্ট, হাতে দু-চার পয়সা বেশি থাকলে মন্দ কি? এমনকি, বেশিরভাগ সময়েই এক্সট্রা টাকা ইনকামের সোর্সগুলো আমাদের এমার্জেন্সি কাজেও লাগে।
আর, এখন যদি আপনি ভাবেন যে কিভাবে কম সময়ে অনেক বেশি টাকা ইনকাম করা যাবে? তাহলে, সেটার জন্যেও এই সময়ে প্রচুর অনলাইন বা অফলাইন কাজের উপায়ও বা প্লাটফর্ম গুলি রয়েছে।
এগুলির দ্বারা আপনি নিজের সময়মতো নানান ধরণের কাজগুলো করে প্রচুর টাকা ইনকামের সুযোগ পাবেন।
তবে, অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে এমন সব কাজ গুলো দেখুন, যেগুলো আপনার লাইফস্টাইলে কোনোরকমের বাধা না হয়ে দাঁড়ায়। এমন যেকোনো পার্ট-টাইম কাজ খোঁজার আগে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো হল,
- কাজটি সোজা না কঠিন,
- কাজ অনুযায়ী পেমেন্ট কেমন,
- কোনো বিশেষ স্কিল লাগবে কিনা,
- কাজটির প্রতি আপনার আগ্রহ রয়েছে কিনা,
- স্বাধীনভাবে না গ্রুপে কাজ করতে হবে,
- সারাদিনে কয়েক ঘন্টা সময় দিতে হবে,
- কোনোরকমের আর্থিক ঝুঁকি রয়েছে কিনা,
- কাজের সময় বাছার সুযোগ রয়েছে কিনা এবং অন্যান্য।
কম সময়ে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়?
দেখুন, টাকা ইনকাম করার উপায় এবং রাস্তা এমনিতে প্রচুর রয়েছে। তবে বর্তমান সময়ে মূলত অনলাইনে এমন নানান কাজ বা প্লাটফর্ম গুলি রয়েছে যেগুলিকে কাজে লাগিয়ে সত্যি কম সময়ে বেশি টাকা ইনকাম করা যেতে পারে।
অফলাইনেও টাকা ইনকামের নানান উপায় গুলি আপনারা পাবেন, তবে বেশিরভাগ অফলাইন মাধ্যমে টাকা বিনিয়োগ না করে টাকা ইনকাম করার সুযোগ অনেক কম বললে আমি ভুল হবোনা।
এছাড়া, অনলাইনে আপনারা নানান ধরণের কাজ গুলি করতে পারবেন। এবং শুরুতে কোনো টাকা বিনিয়োগ না করে সম্পূর্ণ পার্ট-টাইম হিসেবে বেশিরভাগ অনলাইন কাজ গুলি শুরু করা যাবে।
তাই আমার হিসেবে, যদি আপনারা কম সময়ে অনেক টাকা ইনকাম করার উপায় গুলি খুঁজছেন, তাহলে অবশই অনলাইন উপায় গুলি নিয়ে কাজ করুন।
তবে, যেকোনো অন্য কাজের মতো শুরুতে এই অনলাইন কাজ গুলিতে পরিশ্রম করতে এবং খানিকটা সময় আপনাকে অবশই দিতে হয়।
দেখুন, টাকা ইনকাম করার উপায় এবং রাস্তা এমনিতে প্রচুর রয়েছে। তবে বর্তমান সময়ে মূলত অনলাইনে এমন নানান কাজ বা প্লাটফর্ম গুলি রয়েছে যেগুলিকে কাজে লাগিয়ে সত্যি কম সময়ে বেশি টাকা ইনকাম করা যেতে পারে।
অফলাইনেও টাকা ইনকামের নানান উপায় গুলি আপনারা পাবেন, তবে বেশিরভাগ অফলাইন মাধ্যমে টাকা বিনিয়োগ না করে টাকা ইনকাম করার সুযোগ অনেক কম বললে আমি ভুল হবোনা।
এছাড়া, অনলাইনে আপনারা নানান ধরণের কাজ গুলি করতে পারবেন। এবং শুরুতে কোনো টাকা বিনিয়োগ না করে সম্পূর্ণ পার্ট-টাইম হিসেবে বেশিরভাগ অনলাইন কাজ গুলি শুরু করা যাবে।
তাই আমার হিসেবে, যদি আপনারা কম সময়ে অনেক টাকা ইনকাম করার উপায় গুলি খুঁজছেন, তাহলে অবশই অনলাইন উপায় গুলি নিয়ে কাজ করুন।
তবে, যেকোনো অন্য কাজের মতো শুরুতে এই অনলাইন কাজ গুলিতে পরিশ্রম করতে এবং খানিকটা সময় আপনাকে অবশই দিতে হয়।
কম সময়ে অনেক টাকা ইনকামের উপায়: সেরা ১০টি
আজকের এই আর্টিকেলে আমরা, কিভাবে কম সময়ে অনেক টাকা ইনকাম করা যেতে পারে তার সেরা ১০টি উপায়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো স্টুডেন্টস, টিচার, হোমমেকার থেকে শুরু করে ১৮ বছরের উপর যেকোনো মানুষই করতে পারবেন।
এক্ষেত্রে, কোনোরকমের বিশেষ স্কিলসের দরকার নেই। এমনকি এই কাজগুলো খুব অল্প সময়ে হয়েও যাবে।
১. ব্লগিং:
স্বাধীনভাবে লেখালেখি করে আয়ের সেরা মাধ্যম হল ব্লগিং।
এখানে নিজের একটা ওয়েবসাইট খুলে নিয়মিতভাবে নিদিষ্ট টপিকে আর্টিকেল পাবলিশ করে ইনকাম শুরু করা যায়। প্রথম কয়েক মাস ইনকাম শুরু হতে সময় লাগলেও, একবার রিডারশিপ বাড়তে থাকলে বিজ্ঞাপনের মাধ্যমে ভালো পরিমাণ টাকা রোজগার করা সম্ভব।
Blogging-এর দ্বারা আপনি এতো টাকা ইনকাম করার সুযোগ পাবেন যেই পরিমানের টাকা বেশিরভাগ চাকরি থেকে ইনকাম করতে পারবেননা। এখানে আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে।
এছাড়া, যদি আপনি ডলারে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে blogging এক্ষেত্রে সেরা উপায় গুলির মধ্যে একটি।
২. ইউটিউব চ্যানেল:
এন্টারটেইনমেন্ট আপনার জীবনের মূলমন্ত্র হলে, আপনি একটি ইউটিউব চ্যানেল থেকেও কম সময়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। একটি মাত্র ইউটিউব চ্যানেল থেকে অনেকেই অনেক কম সময়ে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পেয়েছেন ও পাচ্ছেন।
ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, আপনাকে একটা নির্দিষ্ট টপিক বেছে তার উপর বিভিন্ন ভিডিও কনটেন্ট বানিয়ে নিজের চ্যানেলে আপলোড করতে হয়। আর, আপনার কনটেন্ট যদি ভালোমতো ভাইরাল হয় থাকে তাহলে ইনকামের পরিমাণও কিন্তু অনেকটা হবে।
তবে, এখানেও আপনাকে ইনকাম শুরু করার জন্যে কয়েক মাস সময় দিতে হবে। তবে আপনার চ্যানেলে একবার ভালো পরিমানে subscribers এবং views হওয়া শুরু হলে কখন কিভাবে কত টাকা ইনকাম হওয়া শুরু হয়ে যাবে আপনি বুঝতেই পারবেননা।
কম সময়ে অনেক বেশি টাকা ইনকাম করার ক্ষেত্রে একটি ইউটিউব চ্যানেল কিন্তু সত্যি একটি প্রমাণিত ও কার্যকর উপায়। এছাড়া, যেকোনো ইউটিউব চ্যানেল কিন্তু ফ্রিতেই খোলা যায়।
৩. শেয়ার মার্কেট:
কোনোরকমের কাজকর্ম না করে, নিজের টাকা বিনিয়োগ করে কম সময়ে বেশি টাকা ইনকাম করতে চান? তাহলে, শেয়ার মার্কেট তো আছেই। এখানে প্রায় ১ টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
তাই, আপনি একজন ছাত্র হোন কিংবা বিজনেসম্যান, এখানে ইচ্ছেমতো অর্থ ইনভেস্ট করে লাভ আয় করার সুযোগ প্রত্যেকেই পাবেন। তবে মনে রাখবেন যে, শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা কাজ।
এখানে বুঝেশুনে বিনিয়োগ না করলে, আর্থিক ঝুঁকির সম্ভাবনা অবশই থাকছে। তবে যদি ভালো করে মার্কেট রিসার্চ, কোম্পানি ও স্টক এর বিষয়ে ভালো জ্ঞান থাকে, তাহলে শেয়ার মার্কেট থেকে একদিনেই অনেক বেশি টাকা ইনকাম করা যেতে পারে।
তবে মনে রাখবেন, স্টক মার্কেট কিন্তু প্রত্যেকের জন্য না। এছাড়া, ঝুঁকি (risk) নিতে তৈরি না থাকলে এখানে ইনভেস্ট করার কথা ভাববেননা।
. ফ্রিল্যান্সিং কাজ:
নিজের পেশা অনুযায়ী বা পেশার বাইরে স্বাধীনভাবে রোজগারের পথ খুঁজলে, ফ্রিল্যান্সিং কাজগুলো দেখতে পারেন। Upwork বা Freelancer.com-এর মতো ওয়েবসাইট থেকে আপনি এই ধরণের নানান ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবেন।
এখানে আপনি প্রতিটা কাজ বা প্রজেক্টের বদলে ক্লায়েন্টদের থেকে পেমেন্ট পাবেন। বিভিন্ন জনপ্রিয় ফ্রীলান্সিং পেশাগুলো মধ্যে কিছু হল, কনটেন্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিসাইনিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও অন্যান্য।
ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি নিজের খুশিমতো যেকোনো সময়ে কাজ করতে পারবেন এবং কেবল নিজের পছন্দের কাজ গুলি করার সুবিধাও পাবেন। ফ্রিল্যান্সিং এর দ্বারা অনেকেই ঘরে বসে অনেক কম সময়ে প্রচুর টাকা ইনকাম করতে পারছেন।
৫. অনলাইন টিউটোরিং:
সারাদিনে কাজের পর হাতে ২-৩ ঘন্টা সময় বাঁচলে, বাড়ি থেকেই অনলাইন টিউটোরিং করে এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন। এটাও তাকাটারি অনেক টাকা ইনকাম করার আরেকটি দারুন ও প্রমাণিত অনলাইন উপায়।
এমন অনেক ই-লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আপনি রেজিস্টার করলে আপনার পছন্দমতো সাবজেক্টে অনলাইনে টিউশন দেওয়া যায়। এখানে আপনি প্রতিটা ক্লাসের বদলে ইনকাম করতে পারবেন।
শুধুমাত্র একটা স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলেই এই কাজ করা যাবে। আর, এখানে ৩-৪ ঘন্টার মতো সময় দিলেই চলবে। আপনি চাইলে গ্রুপ ভিডিও কলিং অ্যাপস গুলি ব্যবহার করে সরাসরি অনলাইন টিউশনি করিয়েও ইনকাম করতে পারবেন।
৬. কনসাল্টিং:
মার্কেটিং, ফাইন্যান্স, এনভায়রনমেন্টাল, সেলস, সফ্টওয়্যার, ট্যাক্স, আইনের মতো বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকলে পার্ট-টাইম কন্সালটেশান দিয়েও কম সময়ে বেশি টাকা ইনকাম করা যায়। এই ধরণের কাজে আপনি ঘন্টার ভিত্তিতে পেমেন্ট পাবেন। আর, এই কাজেও নিজের সময়মতো কাজ করা যায়।
৭. ডেলিভারি সার্ভিস:
পার্ট-টাইম ইনকাম হিসেবে আপনি বিভিন্ন ডেলিভারি সার্ভিসের সাথে যুক্ত হতে পারেন। এই ধরণের কাজে সময়টা অনেকটা ফ্লেক্সিবল, তাই আপনি ইচ্ছেমতো সময়ে কাজ করতে পারবেন। এখানে আপনি প্রতিটা ডেলিভারি অনুযায়ী ইনকাম করতে পারবেন।
আপনি UberEats, Swiggy, BigBasket, Flipkart বা যেকোনো ই-কমার্স ডেলিভারি সার্ভিস এজেন্সির সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও, আপনি বিভিন্ন রাইডশেয়ারিং প্ল্যাটফর্মেও (যেমন- Rapido) ড্রাইভার হিসেবে কাজ করতে পারেন।
৮. বাড়ি-ঘর রেন্ট দেওয়া:
খালি ঘর-বাড়ি পড়ে থাকলে, সেটাকে কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল স্পেস হিসেবে রেন্ট দিতে পারেন। যদি পার্মানেন্ট ভাড়া বসাতে না চান, তাহলে কোনো কোচিং সেন্টার, ক্যাফে, দোকান, গ্যারেজ বা স্টোরেজ হিসেবেও ভাড়া দিতে পারেন।
এখানে আপনাকে কোনো কাজও করতে হচ্ছে না, অথচ আপনি মাস গেলে একটা ভালো পরিমাণ টাকাও পেয়ে যাবেন। তবে, অবশ্যই ভাড়াটের সাথে একটা লিগ্যাল এগ্রিমেন্ট করে নিতে ভুলবেন না।
৯. কোচিং সেন্টার:
বিভিন্ন এডুকেশনাল সেন্টারগুলোর চাহিদা দিন-দিন বাড়ছে। এই সুযোগে আপনি নিজের বাড়িতে একটা কোচিং সেন্টার খুলতে পারেন। এখানে বিভিন্ন বিষয়ের টিউটরদের নিয়োগ করে আপনি সেন্টার ওনার হিসেবে মাস গেলে যথেষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।
১০. ফিটনেস কোচ/ যোগা ইনস্ট্রাক্টর:
এখনকার সময়ে মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন।
যে কারণে, অনেক মানুষই প্রফেশনাল পার্সোনাল কোচ, যোগা ইনস্ট্রাক্টর এবং ফিটনেস কোচের সাহায্য নেয়। এখন আপনি যদি এই ধরণের ফিটনেসের বিষয়ে সার্টিফিকেট কোর্স করে মানুষকে কনসাল্টেশন দেন, তাহলে সেখান থেকেও অনেক টাকা ইনকাম করতে পারবেন।
এখানে আপনি অনলাইন বা অফলাইন দুইভাবেই কাজ করতে পারেন। এমনকি, আপনি নিউট্রিশন বা ডায়েটিশিয়ান কোর্স করেও এই ধরণের কাজে আসতে পারেন। সাধারণত, এই ধরণের কাজে ঘন্টা অনুযায়ী পেমেন্ট করা হয়।
এছাড়াও, আপনি কোনো জিমের সাথেও মাসিক কনট্রাক্টে জয়েন করতে পারেন।
Comments (No)