Student থাকাকালীন সময়ে Online থেকে আয়ের সেরা 4 টি Tips জেনে নিন

Student থাকাকালীন সময়ে Online থেকে আয়ের সেরা 4 টি Tips জেনে নিন Online থেকে টাকা ইনকামের অনেক উপায় আছে। কতগুলো উপায় হচ্ছে প্রফেশনাল আবার কতগুলো উপায় হচ্ছে non-নন প্রফেশনাল। প্রফেশনাল ভাবে অনলাইন থেকে আয় করতে হলে অবশ্যই আপনাকে কোন কাজের উপর দক্ষ হয়ে উঠতে হবে। তারপরে আপনি আয় করতে পারবেন। কিন্তু আপনি চাইলে ছাএ জীবন অবস্থায় অনলাইন থেকে কিছু পরিমান অর্থ উপার্জন করে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। বা হাত খরচের টাকা যোগাড় করতে পারেন।

চলুন জানা যাক ছাএ থাকা অবস্থায় হাত খরচের টাকা কিভাবে যোগাড় করতে পারবেন।

পিটিসি সাইট বা অ্যাপ এর মাধ্যমে আয়:

প্রফেশনাল দক্ষতা ছাড়া আয়ের এর অন্যতম একটি উপায় হচ্ছে পিটিসি সাইট বা অ্যাপ। অনেক পিটিসি

সাইট আছে যেগুলোতে ইনভেস্ট করে আয় করতে হয়। আমি আপনাদের পরামর্শ দেবো কখনোই ইনভেস্ট

করে আয় করার চিন্তা করবেন না। কারণ পিটিসি সাইটের কাজ হচ্ছে আপনার অ্যাড ক্লিক এর মাধ্যমে

অর্থ উপার্জন করা। এখানে আপনি কাজ করে আয় করতে পারেন খুব সহজে । আমি এর আগে পিটিসি

সাইট সর্ম্পকে বলেছি। আপনি কাজ করতে চাইলে দেখে নিতে পারেন।

আর্টিকেল রাইটিং করে আয় করতে পারেন:

আপনার যদি আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি নিজস্ব ব্লক করতে না চান আপনি

চাইলে অন্যান্য ব্লগে ও লেখালেখি করে উপার্জন করতে পারেন। আপনি যদি ইংরেজিতে আর্টিকেল লিখতে

পারেন তাহলে আপনি ভালো করে মানে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়া বাংলা টিকলি লিখতে

পারেন মোটামুটি ভালো পরিমাণ উপার্জন করা সম্ভব। বিভিন্ন ফোরাম সাইট রয়েছে যেখানে পোস্ট

করলে তারা অর্থ প্রদান করে। আপনি তাদের ফোরামে পোস্ট করার মাধ্যমে অর্থ উপার্জন করতে

পারেন।

ব্লগিং করে আয় করতে পারেন:

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হচ্ছে ব্লগিং। ব্লগিং এর মাধ্যমে আপনার জ্ঞানের পরিধি

যেমন বৃদ্ধি পায় তেমনি আয়ের একটি উৎস হিসেবে কাজ করে এটি। তবে ব্লগিং করলে ধৈর্য ধরতে হয়

কারণ প্রথম দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন না। ভালো পরিমান ইনকাম করতে হলে   ধৈর্য

ধরে কাজ চালিয়ে যেতে হবে। আপনি গুগল এডসেন্স ছাড়াও বিভিন্ন ধরনের এড নেটওয়ার্ক বিজ্ঞাপন

ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়া আরো অনেক উপায় আছে ব্লগ থেকে ইনকাম

করার। যদি আপনি ব্লগিং করতে চান তাহলে এসব বিষয় গুগলে সার্চ করুন হাজার হাজার আর্টিকেল

Student থাকাকালীন সময়ে Online থেকে আয়ের সেরা 4 টি Tips জেনে নিন
Student থাকাকালীন সময়ে Online থেকে আয়ের সেরা 4 টি Tips জেনে নিন

পাবেন। সেগুলো দেখে সিদ্ধান্ত নেন আপনি ব্লগিং করবেন কিনা। তামিল্যগী করার জন্য আলাদা তেমন

কোন স্কিল থাকা প্রয়োজন পড়ে না। মোটামুটি লেখালেখির দক্ষতা থাকলে এবং  মানসিকতা থাকলে

আপনি সফল হতে পারবেন। ব্লগের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম  হচ্ছে গুগলের blogger.com  এখানে

গুগল আপনাকে ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরীর সুবিধা প্রদান করবে। চাইলে আপনি আপনার ব্লগারের

জন্য আলাদা ডোমেইন না খেলেও ব্লগিং শুরু করতে পারেনি কারণ বর্তমানে গুগল তাদের ব্লগারের ফ্রি

সাব ডোমেইনে  এডসেন্স প্রদান করে থাকে।

আইসিও এর কাজ করে আয় করতে পারেন:

এয়ারড্রপ এর কাজ হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা। যখন নতুন কোন পয়েন্ট মারতে আসে

তখন তারা বিভিন্ন পরিমাণ কয়েন দিয়ে থাকে। যা সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনাকে কোন পরিমাণ অর্থ

প্রদান করতে হবে না। পরবর্তীতে যখন এক্সচেঞ্জ আসে তখন আপনি এটি এক্সচেঞ্জ করে টাকা বিকাশে

নিতে পারবেন। এয়ারড্রপ থেকে মাসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। যদি আপনি মনোযোগ দিয়ে

কাজ করতে পারেন। অনেক অনেক মানুষ আছে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে এই গ্রুপ

থেকে। এয়ার্ড্রপ এ কাজ হলো  তাদের আইসিও প্রোগ্রাম এ জয়েন করা এবং আপনার রেফারেল লিংকের

মাধ্যমে অন্যদের জয়েন করানো। যখন আইসিও শেষ হবে তারা আপনাকে কয়েন দিবে। এবং এক্সচেঞ্জ 

চালু হলে আপনি সেটি এক্সচেঞ্জ করতে পারবেন।

উপরোক্ত চারটি উপায় অবলম্বন করলে নিশ্চিন্তে আপনি স্টুডেন্ট অবস্থায় হাত খরচের টাকা চালিয়ে

নিতে পারবেন।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ