ছাত্রাবস্থায় চাকুরী করার অনেক সুযোগ আছে অনলাইনে । পড়াশুনা চলাকালীন অবস্থায় যে সময়টুকু
পাওয়া যায়, সেটাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে আয় করতে পারেন কোন রকম সমস্যা ছাড়ায়।
এমন অনেক কোম্পানী রয়েছে যারা ছাত্র-ছাত্রীদের খুঁজে বেড়ায় বিভিন্ন ধরনের চাকরি দেয়ার জন্য।
খরচ বাঁচাতে তারা প্রপেশনালদের চেয়ে আনাড়ি ছাত্র-ছাত্রীদেরই প্রাধান্য দিয়ে থাকে । এগুলো এমন
চাকরি যা আপনার পড়াশুনায় কোন ব্যাঘাত সৃষ্টি করবে না। দেখুন তাহলে কী ধরণের চাকরি রয়েছে
যা আপনি পড়াশুনার ফাঁকে ফাঁকে করতে পারেন। আসুন আলোচনা করি–
আর্টিকেলরাইটিং করেবা ব্লগপোস্ট করে আয়:
যে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনার লেখার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি অনেক
কোম্পানী এবং অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লেখা-লেখির চাকরি নিতে পারেন। ছাত্রাবস্থায়
লেখালেখিটাই সবচেয়ে সহজ এবং ভাল ইনকামের রাস্তা। এখানে, আপনাকে আপনার ক্লায়েন্টের ব্লগ,
ওয়েবসাইট কিংবা মার্কেটিং এর জন্য আর্টিকেল লিখতে হবে। আপনার লেখা শেষ হওয়ার পর পরই
আরো জানুন:
আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। পেমেন্ট হতে পারে প্রতি শব্দ প্রতি বা প্রতি প্রজেক্টের উপর ভিত্তি
করে অথবা ঘন্টা হিসেবে পেতে পারেন।যে-সব সাইটে আর্টিকেল রাইটিং এর চাকরি পেতে পাবেন তা
হলো :-
Upwork, Craiglist, Peopleperhour, Freelancer। সাইটের নামের উপর ক্লিক করে
দেখে নিন চাকরির ধরণ, আর শুরু করে দিন আর্টিকেল রাইটিং ফ্রি-ল্যান্স জব।
সোশালমিডিয়াম্যানেজারের কাজ করে আয়:
একটা কোম্পানীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করা এবং সেই সাথে ইনকামও করা ছাত্র-
ছাত্রীদের জন্য সত্যিই দারুণ সুযোগ। এটা বিভিন্ন ধরণের ব্যবসা সম্পর্কে জানা, অভিজ্ঞতা অর্জণ
করারও একটা দারুণ উপায়। প্রত্যেকটা কোম্পানীরই এখন বিভিন্ন সোশাল সাইটে অ্যাকাউন্ট থাকে,
কোম্পানীর নামে পেজ থাকে। আপনার কাজ হবে এ-সব অ্যাকাউন্ট কিংবা পেজ দেখা-শুনা করা,
কোম্পানীর হয়ে পোস্ট দেয়া, প্রমোশনের জন্য নতুন নতুন প্ল্যান করা, ইত্যাদি।এটি আপনি আপনার
পড়াশুনার পাশাপাশি এই সাধারণ কাজগুলো করতে পারবেন। তাহলে দেখে নিন, সোশাল মিডিয়া
ম্যানেজার হিসেবে চাকরি পাবেন যে সব সাইটে তা হলো:- আপওয়ার্ক, ইন্ডিড, মনস্টার, ক্যারিয়ার
বিল্ডার, নকরি।
ডাটাএন্ট্রি কাজ করে আয়
ডাটা এন্ট্রি কাজ করতে পারেন আপনি ছাএ বা ছাএী থাকা কালিন সময়। অসংখ্য কোম্পানী তাদের ডাটা
এন্ট্রি কাজের জন্য ছাত্র-ছাত্রীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে। পড়াশুনার পাশাপাশি ডাটা এন্ট্রির কাজ
করে আপনি আয় করতে পারেন ঘন্টায় ৯ থেকে ১৬ ডলার কোন রকম সমস্যা ছাড়ায়।
আরো জানুন:
যে সব সাইটে আপনি ডাটা এন্ট্রির কাজ পাবেন-
আপওয়ার্কে ডাটা এন্ট্রি
আই ফ্রিলেন্সে ডাটা এন্ট্রি
পিপল পার আওয়ারে ডাটা এন্ট্রি
ফ্রিল্যান্সারে ডাটা এন্ট্রি
গুরুতে ডাটা এন্ট্রি
ওয়ার্কএনহায়ারে ডাটা এন্ট্রি
ফ্লেক্সজবসে ডাটা এন্ট্রি
রিজিউমরাইটার:
আপনার পড়াশুনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেয়ার কথা ভাবছেন এমন মানুষদের
রিজিউম লিখে দেয়ার কাজটি করে দিয়ে আয় করতে পারেন আপনি ছাত্রাবস্থাতেই। ভাবছেন এ সামান্য
কাজের জন্য কেউ আবার কাউকে হায়ার করে নাকি! এটা তো সবাই নিজেই করে নেয়! তাহলে দেখুন,
রিজিউম লেখার কী পরিমাণ কাজ রয়েছে অনলাইন মার্কেটে- আপওয়ার্কে রিজিউম রাইটিং জব,
ইন্ডিডে রিজিউম রাইটিং জব।
এছাড়া শুধু রিজিউম রাইটিং নিয়েই গড়ে উঠেছে বেশ কিছু ওয়েবসাইট যেখানে আপনি অনেক ধরনের
কাজ পেতে পারেন। দেখুন সেগুলোর তালিকা- রিজিউম রাইটিং গ্রুপ, রিজিউম স্লাস ভেগাস, বেস্ট
টেন রিজিউম রাইটার্স
ইউটিউবথেকে আয়:
আপনার যদি ইউটিউব সর্ম্পকে ভাল ধরনা থাকে, আপনার যদি ভিডিও মার্কেটিং দক্ষতা থাকে কিংবা
আপনার মাথায় যদি থাকে দারুণ দারুণ ভিডিও মেকিং আইডিয়া কিংবা আপনি যদি হয়ে থাকেন
একজন ভিডিও এডিটর, তাহলে আপনার জন্যও রয়েছে অনলাইন অসংখ্য কাজ। বিভিন্ন কোম্পানী
তাদের ইউটিউব চ্যানেল পরিচালনার জন্য লোক খুঁজছে। আপনিও হতে পারেন তাদের একজন আর আয়
করতে পারেন ঘরে বসে অনেক টাকা।
ইউটিউব জব পাবেন যেসব সাইটে তা হলো:-যেখানে- ইন্ডিডে ইউটিউব জব, আপওয়ার্কে ইউটিউব
জব, গ্লাসডোরে ইউটিউব জব।
আরো জানুন:
আজ বিশ্ব জুড়ে ছাত্র-ছাত্রীরা চাকরি করে তাদের পড়াশুনার খরচসহ অন্যান্য অনেক প্রয়োজন মিটিয়ে
থাকে। আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। পড়াশুনার বাইরে যে সময়টুকু
পাওয়া যায় তা আড্ডায় না কাটিয়ে কাজে লাগিয়ে দিন তাহলে আপনার ভাল হবে। উপরে যে কয়টি
চাকরি বা কাজের কথা বলা হয়েছে, এর বাইরেও আরো অনেক কাজের সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের
জন্য। আউটসোর্সিং এর জন্য সেরা সেরা অনেক সাইট রয়েছে, যেগুলোতে নানা ধরণের কাজ পাওয়া যায়
যা পড়াশুনার ফাঁকে ফাঁকে করে ফেলা যায় অনায়াসে। সুতরাং আর সময় নষ্ট না করে আজই শুরু করে
দিন।
Comments (No)