করোনা ভাইরাস এর কারণে প্রফেশনাল কোর্স এখন অনলাইনে
বেশিরভাগ শিক্ষার্থী তাদের মূলবান সময় ব্যয় করে ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন রকম সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে। শুধু শিক্ষার্থী নয়, অনেক গৃহিনী আছেন যাদের বাসায় বসে থাকা ছাড়া কোন কাজই থাকে না। তারা বেশীরভাগ সময় পার করে ফেইসবুক বন্ধুদের সাথে চ্যাটিং করে। এ রকম আরো অনেকে আছে যারা ঠিক একই ভাবে বিভিন্ন সামজিক যোগাযোগের ওয়েব সাইটে চ্যাট করে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় পার করছে। প্রতিদিন দুই-তিন ঘন্টা করে হলেও বছরে বিরাট একটা সময় ব্যয় করে বিনিময়ে তারা শূন্য ছাড়া কিছুই অর্জন করতে পারে না। শিক্ষার্থীদের জন্য অনলাইন আয় করার সহজ পদ্ধতি An easy to earn money online for student
দৈনন্দিন আবহাওয়া ও বন্যা পূর্বাভাস বা দুর্যোগের আগাম বার্তা জানার জন্য টোল ফ্রি নম্বর ১০৯০ এ কল করুন
অনলাইনে অযাথা সময় ব্যায় না করে মূ্ল্যবান সময়ের কিছু সময় ব্যয় করে যদি কিছু টাকা পয়সা ইনকাম করে নিজের প্রয়োজন মিটানো যায়, তাহলে অন্যের কাছ থেকে ধার কর্জ করে চলার চেয়ে খারাপ কি? ইন্টারনেট জগৎটা শুধু Facebook, social media and gaming এর মধ্যে সীমাবদ্ধ নয়। যে কেউ ইচ্ছা করলে অনলাইনে কিছু টাকা উপাজর্ন করতে পারে।
হুদহুদ কম্পিউটার ওয়েব সাইটে এখন থেকে নিয়মিত শিক্ষমূলক টিউটোরিয়াল প্রকাশ করা হবে।যাতে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপকৃত হতে পারে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছাত্র-ছাত্রী, গৃহিনী এবং কিশোর বয়সি আধুনিক জেনারেশনরা ইন্টারনেট হতে কিছু টাকা উপার্জন করে নিজের ব্যক্তিগত প্রয়োজন মিটাতে পারে।
How to make YouTube Channel. ইউটিউব চ্যালেন কিভাবে খুলবেন
বেচে থাকতে হলে সবারই অর্থের প্রয়োজন পড়ে। সে অর্থ যদি ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায় তাহলে সেটা হবে লকডাউনে থেকে জীবন চালানোর একটি উপযুক্ত ব্যবস্থা। অনলাইনে ইনকাম করার হাজার রকম ব্যবস্থা রয়েছে। তবে সবাই ইনকাম করতে পারে এবং খুবই সহজ এমন কিছু পদ্ধতি এখানে তুলে ধরা হলো-
০১। YouTube হতে ইনকামঃ
অনলাইন থেকে টাকা ইনকামের সবচেয়ে সহজ পথ হচ্ছে YouTube. এখান থেকে যে কোন বয়সের লোক খুবই সহজে টাকা ইনকাম করতে পারে। ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ সাইটের মধ্যে YouTube হচ্ছে একটি। যে কেউ ইচ্ছে করলে এখান থেকে কম সময় ব্যয় করে অল্প অভীজ্ঞতা নিয়ে মাসে ভাল মানের টাকা ইনকাম করতে পারে। YouTube হতে ইনকামের জন্য যেটি করতে হবে- প্রথমে বিভিন্ন ভাল মানের ভিডিও YouTube এ আপলোড করতে হবে। এ জন্য হাতে থাকা স্মার্ট মোবাইল ফোনকে ব্যবহার করা যেতে পারে। ভ্রমন প্রিয় লোকগুলো বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলি ক্যামেরায় ফ্রেমবন্দী করে এ কাজটি করতে পারে। অথবা যে কোন বিষয় ভালভাবে জানা থাকলে সে বিষয়ে বিভিন্ন ভিডিও টেউটোরিয়াল তৈরী করে কাজটি করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন কারও কোন নকল ভিডিও কপি করে এটি করা যাবে না। নকল ভিডিও কপি করে ইউটিউবে দিলে YouTube থেকে ব্লক হয়ে।
আবারও সীট পছন্দ করে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে অনলাইনে
০২। ব্লগিং করে বা ব্লগে আর্টিকেল লিখে ইনকামঃ
গুগলের ফ্রি সেবা গুগল ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে একটি ব্লগ সাইট তৈরী করে নিতে পারেন। শুধু ব্লগ তৈরী করে থেমে থাকলে চলবে না। যে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান আছে, সে বিষয় নিয়ে লিখতে থাকুন। এ ক্ষেত্রে হয়তো আপনাকে প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখুন। আপনার বিষয়টি যদি ইউনিক এবং জ্ঞানগর্ভপূর্ণ হয় তাহলে ভিজিটর অবশ্যই আপনার ব্লগে আসবে। এ ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে বেশী দিন অপেক্ষা করতে হবে না। আপনি নিজে নিজেই টাকা ইনকামের পথ সুঘম করে নিতে পারবেন।
ব্লগারদের জন্য গুগল এডসেন্স এর কয়েকটি সেরা বিকল্প (২০২০)
০৩। Adsense থেকে টাকা ইনকামঃ
Adsense হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় বিজ্ঞাপনের (Advertisement) Program. এটি গুগল কর্তৃপক্ষ নিজে পরিচালনা করে। এখান থেকে কয়েকভাবে আয় করা যায়। যেমন- ইউটিউব চ্যালেনে এডসেন্স যুক্ত কর, ওয়েব সাইট কিংবা ব্লগ সাইটে এডসেন্স বিজ্ঞাপন বসিয়ে এবং মোবাইল অ্যাপে এডসেন্স কোড বসিয়ে। এখান থেকে আপনি দীর্ঘ দিন যাবত টাকা উপার্জন করে যেতে পারবেন।
অনলাইন ইনকাম এবং প্রতারণা – online earning
০৪। Freelancing – একজন লেখক হয়েঃ
Freelancing হলো এমন একটি সাইট যেখানে আপনার লেখা বা আর্টিকেল শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি একজন ভাল লেখক হন বা যে কোন বিষয়ে ভাল জ্ঞান রাখেন, তাহলে যদি সে বিষয়ে ভাল মানের আর্টিকেল লিখতে পারেন, তাহলেই এটা আপনার পক্ষে সম্ভব। আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে Freelancing এ আপনার লেখার মূল্য অর্থাৎ টাকা উপার্জনের পরিমান দিন দিন বাড়তে থাকবে। এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে এমন লোকও আছে। এখানে যার যার মেধা অনুসারে তার প্রতিফলন ঘটাতে পারে।
কীওয়ার্ড রিসার্চ কিভাবে করবো বা Keyword Research কি?
০৫। EBAY and AMAZON এ Products বিক্রির মাধ্যমেঃ
আমরা সবাই জানি ইন্টারনেট এর মাধ্যমে পন্য কেনা কাটার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Ebay and Amazon. এখানে লোকজন তাদের বিভিন্ন ধরনের Products বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন। আপনার পন্যটি যদি ক্রেতার কাছে ভাল মনে হয় তাহলে পন্যটি কেনার জন্য ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আপনার Products বিক্রি করে একজন ভাল মানের বিক্রেতা হতে পারেন, তাহলে এখান থেকে কমদামে বিভিন্ন জিনিস ক্রয় করে ভাল দামে বিক্রয় করে লাভবান হতে পারেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আগে একজন ভাল মানের বিক্রেতা হিসেবে প্রমান করতে হবে।
কিভাবে জিমেইল একাউন্ট খুলবো? How to make Gmail?
০৬। এই সাইটের জন্য আর্টিকেল বা টিউটোরিয়াল লিখে আয় করতে পারেনঃ
আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে বিষয় ভিত্তিক টিউটোরিয়াল বা নিবন্ধ লিখে আয় করতে পারেন। প্রতিটি লেখা কমপক্ষে ৫০০ ওয়ার্ডের লিখতে হবে। লেখা অন্য কোথাও প্রকাশিত হলে তা গ্রহণযোগ্য হবে না। লেখার মান অনুযায়ী ক্রেডিট প্রদান করা হবে। বিস্তারিত hudhud.com2019@gmail.com আর এই সাইটের লেখক হতে চাইলে যোগাযোগ করুন admin@hudhud-bd.com এই ঠিকানায়।
উপসংহারঃ পোষ্টটি পড়ে হয়তো ভাবছেন এখানে ইন্টারনেট হতে আয় করার কথা বার বার বলা হচ্ছে কিন্তু কিভাবে করবো তা দেখানো হচ্ছে না কেন? আসলে কিভাবে আয় করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা এই পোষ্টের উদ্দেশ্য নয়। এখানে শুধু আয় করার সহজ কয়েকটি পথ নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে আপনি এই পথ অবলম্বন করে অনলাইন হতে কিছু টাকা উপার্জন করতে পারবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এ সম্পর্কে ইন্টারনেট হতে বিস্তারিত জেনে নিতে পারেন। তবে আমরাও পরবর্তীতে আলাদাভাবে সবগুলো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্।
কম্পিউটার বা ল্যাপটপ হ্যাক হওয়ার লক্ষণগুলো জেনে নিন
দৈনন্দিন আবহাওয়া ও বন্যা পূর্বাভাস বা দুর্যোগের আগাম বার্তা জানার জন্য টোল ফ্রি নম্বর ১০৯০ এ কল করুন
কোন সফ্টওয়ার ছাড়াই পেনড্রাইভ বুট করবেন যেভাবে- পেনড্রাইভ কিভাবে বুট করা হয়-Pendrive bootable
Comments (No)