কেমন আছেন সবাই?

নিশ্চই ভাল।

কিন্তু, ভাল আর কতক্ষণ, খুব ধনী ঘরের
একমাত্র সন্তান না হলে টাকার স্বাধীনতাটা
থাকে না।

উদার ভাবে ইন্টারনেট ব্যবহার করা,
যখন তখন রেস্টুরেন্টে যা ইচ্ছে বন্ধুদের
খাওয়ানো,

গার্লফ্রেন্ডকে দামী গিফ্ট দেওয়া
বা এরকম আরও অনেক ইচ্ছা যা
আমরা সবসময় পূরন করতে পারি না।

ওগুলি ভেবে ভেবেই গিলে ফেলতে হয়,
আর প্রকাশ করার সাহস থাকেনা।

তাই আমরা বাড়তি টাকা আয়ের সহজ
পথ খুঁজি।আর যখন কেউ শুনি যে
ইন্টারনেট থেকে আয় করা যায়

তখনি হুট করে যে যা বলে তা শুনে,
কিছু না ভেবে কাজ শুরু করে দেই।

যার ফলে কোন ভূয়া ফাদে পা দিই,
কিংবা ভূয়া না হলেও কিছু না বোঝার
দরুন কোনো ফল পাইনা বা ধৈর্য হারিয়ে
ফেলি।

শেষে কি হয়?
আবার কি, অনেকে হাল ছেড়ে দিই,
ভাবি আমাদের দ্বারা অনলাইনে আয় হবে
না।

কিন্তু আমি বলব টাকা কে আয়
করে?
মানুষই।

হ্যা, আপনি সেই মানুষ এবং আমি
বলছি আপনি পারবেনই।

আপনার সফলতার জন্য কি দরকার জানেন?
দরকার শুধু ধৈর্য ও আত্মবিস্বাসের

আমি আরেকটি কথা বলতে চাই

টাকা আয় খুব সহজ কাজ নয়।

তা বস্তবেই হোক বা অনলাইনেই
হোক।

ভেবে দেখুন আপনি অনলাইনে আয় অর্থাৎ
কারো কাছ থেকে টাকা আপনার যোগ্যতা দিয়ে
আপনার ঘরে আনবেন, তো যে আপনাকে টাকা দেবে
সে নিশ্চই তার লাভের জন্যই সেটা করছে।

আর আপনি হলেন তাদেরই একজন, যে কিনা
নিজের পায়ে দঁড়াতে চায়।
এখন টাকা আয় করার অনেক পথ
আছে অনলাইনে।
কিন্ত মাত্র ১০ মিনিটেই আয় করুন 1$ বা

খুব সহজেই আয় করুন হাজার হাজার টাকা

এরকম কোনো পথ আমার জানা নেই।LOL

সত্যি কথা বলতে এরকম কিছু বাস্তবে
নেই।

যদি থাকত তাহলে পাঁচ টাকার বাদাম বেচার
জন্য কেউ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে
থাকত না।

এতক্ষণ ধরে বকবক করছি আপনাদের একটা
কথাই বোঝানোর জন্য যে, আপনি কোনো কাজ না
করতে পারলে, আপনাকে কেউ টাকা দেবে
না। আপনাকে সেই টাকা দিবে, যে আপনার দ্বারা
নিজে লাভবান হবে(হয়েছে)।

সবসময় নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান, ভেবে দেখুন আপনি কি করছেন, কেন করছেন,আর কেনই বা সাইটের এডমিন আপনাকে টাকা দেবে অর্থাৎ তার আপনার দ্বারা লাভ কি

সুতরাং, বুঝতেই পারছেন অনেক ধৈর্য ধরে কাজ
করতে হবে।

প্রথমে আপনাকে আমি খুব সহজ একটা
কাজ বলে দিচ্ছি। এটা দিয়ে আপনি মাসে
100$-200$ এর বেশি আয় করতে পারবেন
না

আমি আগেই বলেছি এটা সহজ কাজ
সুতরাং, সহজ কাজে মূল্যটাএকটু
কমই।

তবে, আপনি কিছুই পারেন না,শুধু ডাটা প্যাক কিনে
নেট ব্রাউজ করতে জানেন, তাদের জন্য এ কাজ।
আপনি কিছুই জানেন না, তাতে কোনো
সমস্যা নেই।

আপনি ছোট কাজটি নিয়মিতভাবে করে যাবেন
এবং আস্তে আস্তে করে প্রতিদিনই নতুন কিছু
শিখতে থাকবেন।যাতে করে আরও বড় কাজগুলো
করতে পারেন।
বিভিন্ন ব্লগ সাইট ভিসিট করে আপনার
knowledge বাড়াবেন। যা মনে আসবে, সেটাই
(google.com) মামারে কইবেন।

আমি পারতাম, কি সার্চ করতে হবে তা আপনাদের
বলে দিতে। কিন্তু আমি চাইছি এটা প্রমাণ করতে
যে, আপনারা পারবেন।আল্লাহ্ আপনাদের সেই
ক্ষমতা দিয়েছেন।

এখন, এই পোষ্টটিখুবই মনোযোগ
দিয়ে প্রথমে পড়ুন।তারপর বুঝেশুনে
কাজে নামুন।

কোনো সমস্যা হলে তো আমি আছিই।
আরও পোষ্ট করব আপনাদের জন্য,একটু
দেরি হতে পারে। কারণ আমি নিজে কাজ করে
,পেমেন্ট পেয়ে(৪/৫বার), নিশ্চিত হয়ে আপনাদের
বলব।

যাতে আর আপনাদের ধোকা না খেতে হয়, যাতে
আর আপনাদের টাকা ও শ্রম নষ্ট না হয়।
কোনো ভুল হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ