Crypto ট্রেডিং করবেন কিভাবে?

অনেকেই ক্রিপটোকারেন্সি কোথা থেকে কিনবেন তা খুজে পান না। আবার অনেকে ক্রিপ্টোকারেন্সি কিনে রেখে দেন সময় মতো সেল করতে পারেন না। তাদের জন্য আজকের এই পোস্ট।

অনকেই বিটকানেক্টসহ আরো কিছু সাইটে কয়েন লেন্ডিং করে নিয়মিত প্রফিট করছেন  এখন ভাবছেন লাভের টাকা আর ক্যাশ করবেন না এগুলো দিয়ে নতুন এবং কমদামী কয়েন গুলো কিনবেন। বড় বড় অনেক এক্সচেঞ্জার আছে কিন্তু সেগুলো তে সব কয়েন সাপোর্ট করেনা। বিটকানেক্ট সাপোর্ট করে এবং এই বিটকানেক্ট সেল করে দিয়ে সাথে সাথে অন্য যেকোন কয়েন কেনার জন্য লাইভকয়েন সাইটটা খুবই ভাল।

আপনি ইন্সটান্ট যেকোন কয়েন কিনতে পারবেন, বেচতে পারবেন। টেক প্রফিট, পেন্ডিং অর্ডার সব কিছু দিতে পারবেন। ফলে আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আপনার কয়েন প্রফিটে চলে গেছে এবং আপনার কাংখিত প্রফিট হয়ে গেলে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, একদম ফরেক্স ট্রেডিং এর মতো।

একাউন্ট করার জন্য নিচের লিংকে যান।

Open a Livecoin Account

কয়েন কিনতে চাইলে আপনাকে যেকোন কয়েন আগে ডিপোজিট করতে হবে। এই সাইট সাপোর্ট করে এমন যেকোন কয়েন ডিপোজিট করতে পারবেন।

স্ট্রাস্ট লেভেল: এই এক্সচেঞ্জার থেকে উইথড্র করতে কারো কোন সমস্যা হয়েছে এমন কথা এখন পর্যন্ত শোনা যায়নি বা কারো সাথে স্ক্যাম করেছে এমন রেকোর্ডও নাই। তাই লেনদেনের ক্ষেত্র ভয়ের কিছু নাই।

আপনার কোন প্রশ্ন থাকলে বা এ বিষয়ে কোন পরামর্শ বা মতামত থাকলে কমেন্ট করতে দিধা করবেন না।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ