আসসালামু আলাইকুম,
আশা করি, মহামারি করোনাকালীন এই দুর্যোগময় অবস্থায় সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন।আমি এই Blog এ নতুন,এটা আমার জীবনের সর্বপ্রথম Blog লেখা।কোন ভুলত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।তো শুরু করা যাক আজকের মতো-
Banglalink internet offer 2020 সমূহ কি কি?
2020 সালের বাজেট এ মোবাইল অপারেটরগুলোর ভ্যাট বারিয়ে দেয়ার ফলে,সকল মোবাইল অপারেটরগুলো তাদের গ্রাহক ধরে রাখা এবং বৃদ্ধি করার উদ্দেশ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে।তারই মধ্যে ইন্টারনেট অফার অন্যতম ছিল।
বাংলালিংকও অন্য অপারেটরগুলোর মত কমদামে তাদের গ্রাহকদের ইন্টারনেট অফার দিচ্ছে। আজ আমি আপনাদেরকে চমৎকার সকল বাংলালিংক ইন্টারনেট অফার সম্পর্কে জানাব।সকল অপারেটর ব্যবহারকারীরা সব সময় স্বল্প দামে ইন্টারনেট অফার অনুসন্ধান করে থাকে ।
সবচেয়ে ভালো এবং সল্পমূল্যে ইন্টারনেট অফার দিয়ে থাকে এবং বর্তমান সময়ে ভালো ইন্টারনেট স্পীড ও সেবার মানে রয়েছে বাংলালিংক ।
এখানে বাংলালিংক ইন্টারনেটের একটি সম্পূর্ণ্ ধারনা দেয়ার চেষ্টা করছি।
আপডেট: জানুয়ারি- বর্তমান(চলিত আছে)
vTaka টাকার মাধ্যমে Eshoaykori.com বিজ্ঞাপন দিন,বাড়িয়ে নিন আপনার রেফারেল
সর্বমোট MB – টাকারপরিমান – অ্যাক্টিভেশন কোড- মেয়াদ(50% bonus in MyBL App)
32 MB 09 *5000*529# 1 Days
75 MB 13 *5000*543# 4 Days
60 MB 15 *5000*502# 3 Days
100 MB 20 *5000*522# 7 Days
120 MB 50 *5000*523# 30 Days
160 MB 30 *5000*501# 7 Days
250 MB 75 *5000*517# 10 Days
1 GB 36 *5000*36# 4 Days
1 GB 76 *5000*76# 7 Days
1 GB 199 *5000*503# 30 Days
1 GB youtube 19 *5000*345# 2 Days
250 MB imo 10 *5000*725# 7 Days
100 MB Social pack 7 *5000*576# 7 Days
150 MB 26 *5000*522# 7 Days
1.2 GB 41 *5000*41# 4 Days প্রোযজ্য
2 GB 49 *5000*49# 4 Days প্রোযজ্য
2.5 GB 58 *5000*58# 4 Days প্রোযজ্য
4.5 GB 64 *5000*64# 4 Days প্রোযজ্য
4.0 GB 108 *5000*108# 7 Days প্রোযজ্য
9.0 GB 129 *5000*129# 7 Days প্রোযজ্য
12 GB 149 *5000*149# 7 Days প্রোযজ্য
16 GB 169 *5000*169# 7 Days প্রোযজ্য
18 GB 199 *5000*199# 7 Days প্রোযজ্য
5 GBToffee Internet Pack 46 *5000*246# 30 Days প্রোযজ্য
2 GB 209 *5000*581# 30 Days প্রোযজ্য
3 GB 249 *5000*249# 30 Days প্রোযজ্য
6 GB 299 *5000*299# 30 Days প্রোযজ্য
12 GB 399 *5000*599# 30 Days প্রোযজ্য
40.0 GB 499 *5000*508# 30 Days প্রোযজ্য
45 GB 999 *5000*999# 30 Days প্রোযজ্য
এছাড়া ও দোকান থেকে সরাসরি রিচার্জ করার মাধ্যমে কিনতে পারবেন।
এখানে আমি আপনাদের জন্য সমস্ত ইন্টারনেট অফার সরবরাহ করেছি। সুতরাং এখানে দেওয়া সমস্ত অফার বর্তমানে সক্রিয় আছে, যে কোনও ডাটা প্যাকেজ বেছে নিতে পারেন। Banglalink internet offer 2020 updated।
বাংলালিংক সিমের সর্ট কোড সমূহঃ
• ইমার্জেন্সি ব্যালেন্স ডায়াল *874#
• বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট ডায়াল *875#
• আমার অফার ডায়াল *800#
• ইন্টারনেট ব্যালেন্স ডায়াল *5000*500#
• মিনিট প্যাক ব্যালেন্স ডায়াল *124*100#
• বাংলালিংকের ব্যালেন্স ডায়াল *124#
বাংলালিংক ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে কিছু কথা-
বাংলাদেশের অন্যতম শক্তিশালী টেলিযোগাযোগ সংস্থা বাংলালিংক।সংস্থাটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়, এখনও কাজ করে যাছে তাদের নেটওয়ার্ক টি শক্তিশালী করতে ।তারা সল্পমূল্যে গ্রাহকদের মাঝে ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে।আপনার বাংলালিংক সিমে বাংলালিংক থেকে সর্বদা এসএমএস পেয়ে থাকেন ।লক্ষ্য করে দেখবেন অন্য অপারেটরের চেয়ে বাংলালিংকে এসএমএস বেশি আসে ।তারা চেষ্টা করে কিভাবে কম মূল্যে সেরা বাংলালিংক ইন্টারনেট অফারটি আপনাদেরকে দেয়ার জন্য ।আমি বাংলালিংক ইন্টারনেট অফার 2020 সংগ্রহ করে পানাদের কাছে পৌঁছে দিতে সম্পূর্ণ চেষ্টা করেছি।
৩০ দিন মেয়াদের বাংলালিংক ইন্টারনেট প্যাক :
অন্য সকল অপারেটর থেকে বাংলালিংক দিচ্ছে সবচেয়ে সল্পমূল্যে বেশি বেশি ইন্টারনেট । বাংলালিংক বেশি বেশি মাসিক ইন্টারনেট অফার গুলি নিন্মে আলোচনা করা হল ।
• 1 জিবি 119 টাকা মেয়াদ 30 দিন, 119 টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*503#।
• 2 জিবি 209 টাকা মেয়াদ 30দিন, 209 টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *5000*581#।
• 3 জিবি 249 টাকা মেয়াদ 30দিন, 249 টাকা রিচার্জ করুন ।
• 1. GB + 200 MB Bouns 209 টাকা মেয়াদ 30দিন, 209 টাকা রিচার্জ করুন ।
• 5 জিবি 399 টাকা মেয়াদ 30দিন, 399 টাকা রিচার্জ করুন ।
আপনি সর্বশেষ আপডেট জানার জন্য https://www.banglalink.net/enhttps://eshoaykori.com সাইটে যেতে পারেন।কারণ তারা তাদের ইন্টারনেট অফার গুলো যে কোন সময় পরিবর্তন করতে পারে ।উপভোগ করুন নতুন বাংলালিংক ইন্টারনেট অফার।
বাংলালিংক ইন্টারনেট অফার 2020 সম্পর্কিত এই পোস্টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজ এ পর্য্ন্তই ।
ইনশা-আল্লাহ্ চেষ্টা করবো সামনে আরো ভালো কিছু নিয়ে আসার জন্য।
আল্লাহ হাফেজ।
Comments (No)