আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন আসাকরি ভালোই আছেন
চলুন শুরু করা যাক আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাংলাদেশ থেকে কোন ঝামেলা ছাড়ায় পেপাল অ্যাকাউন্ট খুলবেন আপনি এখন নিজেই ১০-৩০ মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট। আপনার পেপাল একাউন্ট করতে যা লাগবে
- একটা gmail
- একটা us number
- কিছু fake ঠিকানা
- একটা master card, চিন্তা করবেন না ফ্রিতে পাবেন তাও আবার ৫ মিনিট এ
আর কিছু লাগবে না আমাদের এই গুলো হলেই হবে, আপনি যা শুনেছেন বা পড়েছেন তা একদম সত্য। আপনাদের লিখে বোঝানো যাবে না। বোঝাতে গেলে আমাকে তিন দিন ধরে eshoaykori তে টিউন করতে হবে। তার জন্য আমি খুবী দুঃখিত তাই আমি ভিডিও বানিয়ে দিলাম। এবং শুধু আপনাদের জন্য আমি এই Youtube Channel তৈরি করেছি।
যাই হোক অনেক সময় নষ্ট করলাম আশা করি অল্প কিছু হলেও শিখাতে বা জানাতে সক্ষম হয়েছি। দোয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি। ভালো থাকেন সুস্থ থাকুন। আমাদের সকলের সাইট eshoaykori সাথেই থাকুন। আমিও আপনাদের দলভুক্ত মানুষ। ভুল ত্রুটি থাকলে স্নেহের স্বরূপ ক্ষমা করবেন। আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না। বুঝতে কোনো প্রবলেম হলে নিচে comment করুন। ধন্যবাদ
Account open