আমরা যারা ফরেক্সে ট্রেড করি প্রত্যেকেই নিউজ ট্রেড সম্পর্কে জাানি । তারপরও আমি আজ News Trade সম্পর্কে আলোচনা করব। আপনি যদি নিউজ ট্রেডিং নাও জেনে থাকেন তা এই লেখা থেকে শিখতে পারবেন। আর যদি আপনি নিউজ ট্রেড করে থাকেন তাহলে আমার সিস্টেম টার সাথে মিলিয়ে দেখতে পারেন।
নিউজ ট্রেড কি?
আমরা জানি বিভিন্ন দেশের ইকোনোমিক্যাল নিউজের সময় সেদেশের কারেন্সি হঠাৎ করে বড় ধরনের মুভমেন্ট করে। আর ওই মুভমেন্ট ওই কারেন্সি পেয়ারের উপর প্রভাব ফেলে। আর ওই মুভমেন্ট থেকে বা ঐ মুভমেন্টের সময় আমরা ট্রেড করতে পারি। একেই আমরা নিউজ ট্রেড বলি। তবে একটা বিষয় বলে রাখা দরকার, প্রত্যেক মাসের প্রথম শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সবথেকে বড় নিউজ থাকে। মানে এই দিনের এই সময়ে মার্কেট মুভমেন্ট অনেক বেশি হয়।
Comments (No)