Forex Bangla News | বাংলায় ফরেক্স নিউজ কোথায় পাবো ?

Forex Bangla News – আন্তর্জাতিক মুদ্রা (ইন্টারন্যাশনাল কারেন্সি) ক্রয়-বিক্রয়ের জন্য অন্যতম বড় মার্কেট হচ্ছে ফরেক্স, যা কিনা ফরেন কারেন্সি এক্সচেঞ্জের সংক্ষিপ্ত নাম।

ফরেক্সে শুধু ডলার-পাউন্ড-ইউরো-ই নয় বরং আরো নানান দেশের বৈদেশিক মুদ্রা কেনা বেচা হয়ে থাকে। এই মার্কেট কত বড় সে ব্যাপারে ধারণা করা যায় এখানে ঘটা লেনদেনের মাত্রা থেকে।

উদাহরণ স্বরূপ—২০১৬ সালে ফরেক্স-এর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫.১ ট্রিলিয়ন ডলার। এমন অকল্পনীয় মাত্রার অর্থ লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে ফরেক্সে নানান প্রকার ব্যবসা বা ট্রেডিং-এর সুযোগ হয়েছে।

ফরেক্সে ট্রেড করে যে কেউ অর্থ উপার্জন করার ক্ষমতা রাখে এবং অধ্যবসায় আর নিষ্ঠার সঙ্গে কাজ করে গেলে সাফল্য নিশ্চিত। তবে যেহেতু ফরেক্স একটি ডিসেন্ট্রালাইজড মার্কেট, অর্থাৎ এখানে কোন নির্দিষ্ট স্থান নেই যেখানে বিনিয়োগকারীরা কারেন্সি ট্রেড করতে যায়, তাই এখনে কীভাবে কী ঘটছে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে অবগত এবং আপ-টু-ডেট না থাকলে ট্রেডিং করে সুবিধা করা সম্ভব না।

কথায় আছে নলেজ ইজ পাওয়ার। আর এই তথ্য প্রযুক্তির যুগে সেটা আরো বেশি সত্যি কারণ ইনফরমেশন বাস্তবিক টাকার চেয়েও অনেক দামি। ফরেক্সও এর ব্যতিক্রম নয়। ফরেক্স ট্রেডিং করার জন্য আপনাকে ফরেক্স মার্কেটের হালচাল সঠিকভাবে জানতে হবে, সেকারণেই ফরেক্স ট্রেডিং-এ সাফল্যের জন্য নির্ভুল ফরেক্স নিউজের কোন বিকল্প নেই।

বাংলায় ভাল ফরেক্স নিউজ সংগ্রহ করাটা অবশ্য একটু চ্যালেঞ্জিং। আজকাল ইন্টারনেটে পাওয়া সব তথ্যের ওপর নির্ভর করা যায় না। অনেক অসাধু লোক মুনাফার লোভে বা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সত্য মিথ্যা মিশিয়ে নানা রকম বানোয়াট তথ্য উপস্থাপন করে থাকে। সেকারণে সাধারণ কোন নিউজ প্লাটফর্মের তথ্যের ওপর ভিত্তি করে সফল ফরেক্স ট্রেডিং এক কথায় অসম্ভব।

Forex Bangla News
Forex Bangla News

সুখের বিষয়, কিছু ওয়েবসাইট আছে যারা বাংলায় নির্ভুল, নির্ভরযোগ্য Forex Bangla News প্রদান করে থাকে। এই তালিকার একদম শীর্ষে অবস্থান করছে মার্কেটডিল টুয়েন্টিফোর ডট কম (MarketDeal24.Com)। আপনি যদি ফরেক্স ট্রেডিং-এর মাধ্যমে বাড়তি আয় করতে চান, অথবা একে পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে ভাল রকমের মার্কেট এনালাইসিস করতে হবে, জানতে হবে ঠিক কীভাবে বিষয়গুলো কাজ করে, এবং একই সঙ্গে মার্কেটের সঙ্গে আপ-টু-ডেট থাকতে হবে।

কারণ ফরেক্স একটি খুবই ডাইনামিক প্ল্যাটফর্ম। প্রতিনিয়ত এখানে অবস্থার পট পরিবর্তন হয়, পিছিয়ে পড়ার কোন অবকাশ নেই। MarketDeal24.Com শুধু ফরেক্স মার্কেটের খবরগুলোই প্রকাশ করে না, একই সঙ্গে তারা মার্কেটের এনালাইসিসও করে থাকে যা কিনা একজন ফরেক্স ট্রেডারের কাছে অমূল্য। মনে রাখবেন—আপনি মার্কেটকে যত ভাল বুঝবেন, যত বেশি এর হালচালের ব্যাপারে অবগত থাকবেন, এবং যত বেশি আপ-টু-ডেট থাকবেন—আপনার সফল হবার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

FOREX|বিশ্বের সবচেয়ে ধনী ফরেক্স ট্রেডার কারা ?

Forexmart দিচ্ছে $500 পর্যন্ত বোনাস

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ