ডোমেইন অথরিটি বাড়ানোর কৌশল

 ব্লগ বা ওয়েবসাইটের ভালো রেংকিং এর জন্য ডোমেইন অথরিটি এর হওয়া খুবই গুরুত্বপূর্ণ ডোমেইন অথরিটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর High ডোমেইন অথরিটি হওয়ার অর্থ SERP এ ভালো দিক এর অর্থ হল আপনার ব্লগে বড় পরিমাণে organic traffic পাওয়া। ডোমেইন অথরিটি বাড়ানোর কৌশল

ডোমেইন অথরিটি বাড়ানোর কৌশল 1

এটি ব্লগের ডোমেইন নেমের উপর লাগু হয় এটিকে আমরা DA নামেও জানি যদি ব্লগের DA ভালো হয় তাহলে এটি সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি করে আর ব্লগের DA কম হলে এটিকে রেঙ্ক করতে কিছু সময় লাগে।

ভালো ডোমেইন অথরিটি ব্লগের আর্টিকেল no.1 এ রেঙ্ক করে আর তাড়াতাড়ি ইন্ডেক্স হয় এমন অনেক ওয়েবসাইট বা ব্লগ দেখে থাকবেন যাদের DA অনেক কিন্তু এবার কথা হল ডোমেইন অথরিটি (Domain Authority) কি আর নতুন ব্লগের ডোমেইন অথরিটি কিভাবে বাড়াবো

যদি আপনি আপনার নতুন ব্লগ শুরু করে থাকেন আর আপনি আপনার ব্লগের ডোমেইন অথরিটি বাড়াতে চান তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের বলব ডোমেইন অথরিটি কিভাবে বাড়াবেন? কিন্তু এর আগে আপনাদের এটি জেনে রাখা দরকার ডোমেইন অথরিটি কি?

ডোমেইন অথরিটি কি?

যদি আপনি অনেক সময় ধরে ব্লগিং করছেন তাহলে আপনি নিশ্চিত রূপে Domain Authority এর সম্বন্ধে শুনে থাকবেন Domain Authority, Moz লঞ্চ করেছিলেন একটি মেট্রিক আছে যেটি বলে দেয় ওয়েবে আপনার Authority এর উপর নির্ভর করে সার্চ ইঞ্জিন আপনাকে কিভাবে রেঙ্ক করায়

ডোমেইন অথরিটি একটি ডোমেইনের শক্তি সম্পর্কে বলে ডোমেইন অথরিটি 100 এরমধ্যে আধারিত একটি স্কোর আপনার রেটিং যত ভালো হবে ততবেশি রেংকিং বাড়বে হয়তো আপনার প্রতিদ্বন্দী ওয়েবসাইট ভালো তথ্য বা সামগ্রী না দেওয়া সত্ত্বেও high-ranking পাচ্ছে এটি তাদের ব্লগ এর ডোমেইন অথরিটি আর ভালো পেজ লিংক এর কারণে এটি সুনিশ্চিত করে যে সার্চ ইঞ্জিন ভালো অথরিটি পেজ দেখায়

ডোমেইন অথরিটি calculate কিভাবে করবেন?

এবার আপনি জেনে গেছেন ডোমেইন অথরিটি কি? এর পরের প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে ডোমেইন অথরিটি calculate কিভাবে করবেন? এটি আপনি নিচে দেওয়া পয়েন্ট গুলো কে ফলো করে calculate করতে পারবেন

Moz Rank: যেকোনো ওয়েবসাইটের Moz রেঙ্ক তার লিঙ্ক প্রোফাইল এর উপর আধারিত আর 0-10 এরমধ্যে ভালো

Quality Content: Quality Content হল রাজা যখন আপনি Quality Content লিখে তখন আপনি লাভবান হবেন মানুষ আপনার দ্বারা প্রদান করা সামগ্রীর সাথে জুড়তে পছন্দ করবে এর ফলে আপনার ব্লগের ডোমেইন অথরিটি বাড়বে

Social Network: Social Network এখন সব থেকে ভালো স্থানে আছে এটি আপনার ব্লগের ডোমেইন অথরিটি এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে Social Network আপনি যত ভালো হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ আপনার আর্টিকেল কে যত বেশি শেয়ার আর লাইক করবে তত বেশি আপনার ব্লগের ডোমেইন অথরিটি ভালো হবে এটি মুখ্য রূপে খোঁজে আপনার ওয়েবসাইটটি সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রদর্শিত হয়

Domain Age: Domain Age ও ডোমেইন অথরিটি এর ক্ষেত্রে একটি প্রমূখ ফ্যাক্টর যদি আপনার ব্লগের Domain Age বেশি হয় তাহলে আপনার ব্লগ এর উপর সবারই বিশ্বাস বাড়বে আর সুনিশ্চিত করবে আপনি লম্বা সময় ধরে আপনার দর্শকদের সেবা করছেন

ডোমেইন অথরিটি বাড়ানোর কৌশল 2

ডোমেইন অথরিটি গুরুত্বপূর্ণ কেন?

সহজ ভাষায় সার্চ ইঞ্জিন High ডোমেইন অথরিটি এর সাইটকে বেশি পছন্দ করে আমায় কি এটি আপনাদের বোঝানো দরকার ডোমেইন অথরিটি কেন গুরুত্বপূর্ণ?  যদি আপনি সার্চে top ranking এ আছেন তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের অন্য কোন জিনিসের প্রয়োজন হবে না আপনার ওয়েবসাইটে আসা বড় পরিমাণে ট্রাফিক আর রেভেনিউ এর আনন্দ নিতে পারেন ডোমেইন অথরিটি না কেবল domain pages এ high-ranking আর ট্রাফিক নিতে সাহায্য করে বরং আপনাকে direct advertising আর guest post এর অনেক বেশি প্রস্তাব আনতে সাহায্য করে

ডোমেইন অথরিটি কিভাবে বাড়াবো?

ডোমেইন অথরিটি বাড়ানো খুবই সহজ আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি যার সাহায্যে আমি এক মাসের মধ্যে 3 পর্যন্ত DA বাড়িয়েছি আর ব্লগকে রেঙ্ক করিয়েছি শুধুমাত্র কিছু টিপস কে ফলো করতে হবে

Write Unique Content

আমরা সবাই এটা জানি যে Quality Content হল রাজা আপনার ব্লগে unique আর fresh কনটেন্ট লিখুন যেটি পাঠকদের করতে সহজ হয় আপনি যত ভাল আর্টিকেল লিখবেন ততবেশি আপনার ব্লগের পাঠকেরা আকর্ষিত হবে এরপরে আপনার ব্লগের DA তাড়াতাড়ি বাড়িতে থাকবে

Marketing Your Content

আপনি Quality Content লেখার পর আপনার কনটেন্ট এর মার্কেটিং শুরু করে দিন আপনার কনটেন্টকে বহুদূর পৌঁছানোর জন্য Content Marketing খুবই গুরুত্বপূর্ণ

Create DO-follow Backlinks

আপনি আপনার ব্লগের জন্য do follow backlinks বানান আপনার ব্লগ এর ডোমেন এর উপর যত বেশি do follow backlinks হবে তার DA ততবেশি অধিক হবে তাই আপনি আপনার ব্লগের জন্য quality do follow backlinks বানান

Guest Post

আপনার ব্লগ সম্বন্ধিত জনপ্রিয় ব্লগে Guest Post করুন এটির ফলে আপনার ব্লগে দুটি লাভ রয়েছে

  • আপনি একটি high quality do follow backlink পাবেন যেটি আপনার ব্লগের DA কে বাড়াবে
  • জনপ্রিয় ব্লগ এ Guest Post করার ফলে মানুষেরা আপনার ব্লগটিকে জানতে পারবে আর আপনার ব্লগে ট্রাফিক আসবে তাই সবথেকে গুরুত্বপূর্ণ এটি যে আপনি আপনার ব্লগ সম্বন্ধিত অন্য ব্লগে guest post করুন

Write Long Article

আপনার ব্লগে লম্বা আর্টিকেল লিখুন আর unique তাও আবার আপনার পোস্টটি কে seo friendly বানান আপনার লেখা আর্টিকেলটিকে কমপক্ষে 700-1000 word এর মধ্যে রাখুন এর থেকে বেশি word এর লিখলে আরো ভালো 

Comment On Other Related Blogs

অন্য ভালো ব্লগে ভালো কমেন্ট করুন কমেন্ট করার অনেক লাভ রয়েছে যেমন কি ওখান থেকে আপনি একটি nofollow বা dofollow backlink পাবেন আর ওই ব্লগের পাঠকেরা আপনার ব্লগে ভিজিট করবে

Interlinking Your Content

যদি আপনি সমস্ত পোস্টে interlink করেন তাহলে আপনার ব্লগের দর্শকেরা আপনার ব্লগের সাথে চিপকে থাকার সম্ভাবনা লম্বা সময়ের জন্য হয়ে যায় এতে না কেবল আপনার ট্রাফিক পাড়াতে সাহায্য হবে এটি আপনার ব্লগের বাউন্স রেট কম করতে সাহায্য করে

Social Bookmarking

যেটা আমি আপনাদের আগেই বলেছি আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রদর্শিত হয় এর উপর নির্ভর করেই ডোমেইন অথরিটি এর গণনা করা হয় Social Bookmarking করা আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক আর ট্রাফিক পাওয়ার একটি আকর্ষণীয় পদ্ধতি এটি কনটেন্টকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে

Reddit, Stumble Upon, Pinterest, Digg এর মতো ওয়েবসাইট যেখানে আপনি আপনার বুকমার্ক জমা করতে পারেন যত বেশি বুকমার্ক করবেন তত বেশি ডোমেইন অথরিটি increase হবে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ