ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট ডাচ বাংলা ব্যাংক সকল ছাত্রদের জন্য একটি বিশেষ একাউন্ট এর ব্যবস্থা করেছেন। কোন প্রকার চার্জ ছাড়াই একাউন্ট খলার সাথে সাথে আপনি পাবেন একটি ATM কার্ড যার মাধ্যমে যে কোন ডাচ বাংলা ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন।
পিএইপি শিখুন বাংলা ভাষায় খুব সহজেই।মাস্টারিং এ্যারে
পিএইপি শিখুন বাংলা ভাষায় খুব সহজেই।ফাংশনস
পিএইপি শিখুন বাংলা ভাষায় খুব সহজেই। কন্ট্রোল স্ট্রাকচারস
পিএইপি শিখুন বাংলা ভাষায় খুব সহজেই.কন্সট্যান্টস, এক্সপ্রেশনস ও অপারেটরস
চা-ওয়ালার হাতে দেশ তুলে দিলে এটাই হয়: কাশ্মিরি তরুণী
মাসিক বা বাৎসরিক চার্জ ছাড়াই যখন কার্ড পাওয়া যাচ্ছে তাহলে কেন নিবেন না।
স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য যা যা লাগবে।
১। চার কপি পাসপোট সাইজের সদ্য তোলা ছবি।
২।যার নামে একাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটো কপি।
৩। আপনার রেজিস্টেশন কার্ড এর ফটো কপি।(এডমিড কার্ড এর ফটো কপি সাথে নিয়ে যাওয়া ভালো হবে। কোন কোন ব্রাঞ্চে চায়)
৪। আপনি যে কলেজে বা বিদ্যালয়ে পড়েছেন বা পড়ছেন সেখানকার স্টুডেন্ট আইডি কার্ড এর ফটো কপি।
৫। আপনার অবর্তমানে (নোমিনি) যে টাকা তুলতে পাড়বে তার জাতীয় পরিচয় পত্র ফটো কপি।সেই সাথে তার সদ্য তোলা ২ কপি পাস পট সাইজের ছবি।
ডাচ-বাংলা ব্যাংক (ডি বি বি এল) স্টুডেন্ট একাউন্ট এর সীমাঃ
১। আপনি সর্বচ্চ মাসে ২ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন।
২। আপনি একদিনে সর্বচ্চ দিনে ৫ হাজার টাকা লেনদেন করতে পারবেন।
৩। আপনি আপনার এই একাউন্ট থেকে দিনে ৫ বার টাকা লেনদেন করতে পারবেন। আনার এটিএম কার্ড ব্যবহার করে।
ডাচ-বাংলা ব্যাংক (ডি বি বি এল) স্টুডেন্ট একাউন্ট এর মাসিক বা বাৎসরিক চার্জঃ
১। এই একাউন্টের জন্য মাসে বা বছরে কোন চার্জ দিতে হয় না।
২। আপনি একাউন্ট খলার সাথে সাথে একটি ATM কার্ড পাবেন যার মাধ্যমে আপনি আপনার একাউন্ট এর টাকা তুলতে কিংবা টাকা লোড দিতে পারবেন।
ডিবিবিএল স্টুডেন্ট একাউন্ট সুদের হারঃ
ডাচ বাংলা ব্যাংক আপনাকে এই একাউন্টের জন্য আপনার সঞ্চিত সম্পদ এর জন্য কোন প্রকার সুদ দিবেন না।
ডাচ বাংলা ব্যাংকের এই একাউন্টটি ছাত্রদের জন্য অনেক বেশি উপকারি।একাউন্ট খলার জন্য ৫০০ টাকা নিবে সে টাকাটা আপনার একাউন্টের মধ্যে লোড করে দিবেন। মুলতো টাকা টা নেয় কারণ আপনার একাউন্ট টি চালু করার জন্য। ৫০০ টাকা আপনার হারিয়ে যাবে না। আপনার একাউন্ট ব্যলেন্স দেখলেই দেখতে পাবে।
ধন্যবাদ।
আমি DBBL এর একটি Student Account খুলতে চাই। আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো নিম্নরূপ
১) Current Account আর Savings Account এর মাঝে মূল পার্থক্য কি?
২) DBBL Student Account খুলতে প্রথুমে কমপক্ষে কত টাকা জমা দিয়ে শুরু করা লাগে?
৩) তাদেরকে বার্ষিক কত টাকা ফি দিতে হয়?
৪) ATM থেকে টাকা তুললে তারা কত ফি চার্জ করে?
৫) Credit Card আর Debit Card এর মাঝে মূল পার্থক্য কি?
৬) আমি শুনেছি DBBL Student Account খুলতে একজন Introducer লাগে যার already
DBBL Account আছে। এখন আমি যে ব্রাঞ্ছ এ Account খুলতে চাই আমার
Introducer এর ও কি সেই ব্রাঞ্ছ এ Account থাকা লাগবে নাকি অন্য ব্রাঞ্ছ
এ DBBL Account থাকলেও হবে?
১) Current Account আর Savings Account এর মাঝে মূল পার্থক্য কি?
উত্তরঃ
চলতি অ্যাকাউন্ট ( Current Account )
চলতি অ্যাকাউন্ট ( Current Account ) যে কোন ব্যক্তি নিজের নামে খুলতে পারে তবে সাধারণত ব্যবসায়ী ব্যক্তি, পাবলিক এন্টারপ্রাইজ, কোম্পানি, ফার্ম এবং প্রতিষ্ঠানের জন্য এই ধরণের অ্যাকাউন্টগুলি উপযুক্ত। এই ধরণের অ্যাকাউন্টগুলি বিনিয়োগ অথবা সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। এই ধরণের আমানতগুলি ( ডিপোজিট ) সাধারণত তরল ডিপোজিট এবং দিনে এর লেনদেনের সংখ্যার কোন নির্দিষ্ট সীমা থাকে না।
এই ধরণের অ্যাকাউন্টের অর্থে উপর কোন সুদ দেওয়া হয় না। ব্যাংকগুলি এই ধরণের অ্যাকাউন্ট এর উপর পরিষেবা চার্জ ধার্য করে থাকে। চলতি অ্যাকাউন্টগুলিতে কোন নির্দিষ্ট মেয়াদ নেই।
কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট করার জন্য আপনি নগদ কার্ড, ডেবিট কার্ড, গ্যারান্টি কার্ড এবং চেক বুক দেবে এবং পাশাপাশি ওভারড্রাফটের সুবিধা প্রদান করবে।
সঞ্চয় অ্যাকাউন্ট ( Savings Account )
সঞ্চয় অ্যাকাউন্ট ভবিষ্যতে সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কোন ব্যক্তি একক বা জয়েন্ট (যৌথ) সঞ্চয় অ্যাকাউন্ট (SAVING ACCOUNT) খুলতে পারবে। বেশিরভাগ বেতনভোগী ব্যক্তি, পেনশনকারী এবং শিক্ষার্থীরা সঞ্চয় অ্যাকাউন্ট ব্যবহার করে। এই ধরণের অ্যাকাউন্ট খোলার সুবিধা হল ব্যাংক এই অ্যাকাউন্টের উপর সঞ্চয়ের জন্য সুদ প্রদান করে। সুদের হার দৈনিক, সপ্তাহিক অথবা মাসিক বা বার্ষিক ভিত্তিতে হতে পারে। সঞ্চয় অ্যাকাউন্ট হোল্ডাররা তাদের প্রয়োজনমতো জমা রাখা অর্থ তুলে নিতে পারে।
ভবিষ্যতের ছুটি, বিবাহের অর্থায়ন, গাড়ি কেনার ইত্যাদি পূরণের জন্য কোনও স্বল্প-মেয়াদী আর্থিক লক্ষ্যমাত্রাগুলির জন্য এই ধরনের অ্যাকাউন্ট আদর্শ। online Income Tunes
সঞ্চয় অ্যাকাউন্টে সুদের আয়ের হার ৪ শতাংশ অথবা ৬ শতাংশ পাওয়া যায়। এই ধরণের অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণ এবং সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টি কার্যকর রাখতে ন্যূনতম অর্থের পরিমাণ বজায় রাখতে সুপারিশ করে।এই অ্যাকাউন্টগুলি সাধারণত চেক প্রদানের সুবিধা বহন করে।
২) DBBL Student Account খুলতে প্রথুমে কমপক্ষে কত টাকা জমা দিয়ে শুরু করা লাগে?
উত্তরঃ ৫০০ টাকা যা আপনার একাউন্ট এ থাকবে।
৩) তাদেরকে বার্ষিক কত টাকা ফি দিতে হয়?
উত্তরঃ কোন প্রকার ফি কাটবে না।
৫) Credit Card আর Debit Card এর মাঝে মূল পার্থক্য কি?
উত্তরঃ
ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য হল-
ডেবিট কার্ডের ক্ষেত্রে পণ্য ও সেবা ক্রয় করার জন্য গ্রাহককে সাথে সাথেই টাকা প্রদান করতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচকৃত টাকা গ্রাহককে সাথে সাথে প্রদান করতে হয় না।
ডেবিট কার্ডকে ক্যাশ কার্ড বলা চলে। অপরপক্ষ, ক্রেডিট কার্ডকে এক কথায় লোন কার্ড বলা চলে।
ডেবিট কার্ডের সাথে লিংক করা একাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকে, গ্রাহক শুধু সেই টাকা ব্যবহার করতে পারেন। অন্যদিকে, ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যে পরিমাণ টাকা গ্রাহকের জন্য ঋণ মঞ্জুর করে থাকে, গ্রাহক শুধু সেই টাকা ব্যবহার করতে পারেন।
৬) আমি শুনেছি DBBL Student Account খুলতে একজন Introducer লাগে যার already DBBL Account আছে। এখন আমি যে ব্রাঞ্ছ এ Account খুলতে চাই আমার Introducer এর ও কি সেই ব্রাঞ্ছ এ Account থাকা লাগবে নাকি অন্য ব্রাঞ্ছ এ DBBL Account থাকলেও হবে?
উত্তরঃ ভুল শুনেছেন।কোন প্রকার Introducer লাগে না।
দুশ্চিন্তা দূর করার জাদু
Posted in news, tutorial Tagged Credit Card আর Debit Card এর মাঝে মূল পার্থক্য কি, Dutch Bangla Bank Student Account, free card, free dbbl atm card, চলতি অ্যাকাউন্ট ( Current Account ), সঞ্চয় অ্যাকাউন্ট ( Savings Account )
Comments (No)