যদি ইনকাম বেশি এর কথা চিন্তা করেন তাহলে ব্যাবসা এর চেয়ে শ্রেষ্ট কিছু নেই। আমাদের জব বা ইনকাম সেক্টরে অনেক কাজ আছে যার মাধ্যমে অনেক বেশি আয় করা যায়। অনেকে পেশা থেকে শুধু টাকা ইনকাম টাই মূখ্য করে দেখে আবার অনেকে ইনকাম এর সাথে সম্মান খুজে। আমরা আজকে শুধু ইনকাম এর উপর ভিত্তি করে কোন পেশায় সবচেয়ে বেশি আয় করা যায় তা নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক-
১) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট:
সফটওইয়্যার ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট ডিপ্লোমা, সার্টিফিকেট অর্জন করে এ পেশায় যোগদান করা যায়। তবে বর্তমানে সার্টিফিকেট এর থেকে দক্ষতা কে প্রধান্য দেওয়ায় অনেকে ক্ষেত্রে সার্টিফিকেট ছাড়াও এই পেশায় ক্যারিয়ার করা সম্ভব। এই পেশার মধ্যে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশের অনেক সুযোগ আছে। এবং এর মাধ্যমে অনেক বেশি আয় করা সম্ভব। লাস্ট স্ট্যাটিক মতে এই পেশা হলো সবচেয়ে হাইলি পেইড জব/পেশা। তাহলে এই পেশার যদি আপনি গ্রহন করেন তাহলে সবচেয়ে বেশি আয় করতে পারবেন।
২ ) ডেটা সায়েন্টিস্ট:
আপনার যদি খুভ ভালো জ্ঞান থাকে ম্যাথ ও প্রোগ্রামিং এর উপর তাহলে আপনি এ পেশা বেছে নিতে পারেন। ডেটা সায়েন্টিস্ট এর কাজ হলো ডেটা এনালাইসিস করা ও প্রসেস করা। এই কাজে দক্ষ হলে শুরুতেই কয়েক লাখ টাকা স্যালারি পাওয়া সম্ভব। সিনিয়র একজন ডেটা সায়েন্টিস্ট এর বেতন লাখ থেকে কোটি টাকা পর্যন্তও হতে পারে। একজন ডেটা সায়েন্টিস্ট এর অনেক ডিমান্ড কারন ভালো কোন ডেটা সায়েন্টিস্ট পাওয়া যায় না। তাই বেশি আয় করার জন্য বেটা সাইন্টিস্ট একটা ভালো পেশা।
৩) মডেলিং / ইউটিউবিং:
বর্তমানে মডেলিং বা ইউটিউভ এর ভিডিও তৈরি করা একটি হট কেক। অনেকে এই পেশায় যুক্ত হচ্ছেন। আপনার ট্যালেন্ট এর উপর ভিত্তি করে আপনি মানুষের সাড়া পাবেন। এর মাধ্যমেও অনেকে বেশি আয় করা সম্ভব হয়। এর মধ্যে আয়ের কোন নির্দিষ্ট কোন লিমিট নাই। অনেক বেশি অর্থ্যাৎ লক্ষ এর মতও আয় করা সম্ভব। আমাদের দেশে অনেক ইউটিউবার আছে যারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে।
৪) লেখক:
আপনার যদি লিখালিখির প্যাশন থাকে ও লিখালিখির হাত যদি ভালো থাকে তাহলে আপনার লেখক এর পেশা নির্বাচন করা উচিত। এখন অনেকে সু-পরিচিত মানুষ লিখালিখি করে অনেকে ভালো আয় করতে সক্ষম হচ্ছে। এবং সু-পরিচিত হতে বই লিখার আরো একটি সুবিধা হলো বেশি কপি বই সেল করা যায় এবং রেভিনিউ ও বেশি পাওয়া যায়।
৫) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার:
ভূর্গভস্থ তেল ও প্রাকৃতিক গ্যাস কীভাবে সংগ্রহ করা হবে তার পদ্ধতি নির্ধারণ করাই হল এর কাজ। তবে এর জন্য পড়াশোনা এতো সহজ নয়। এর জন্য খুভ কঠোর পরিশ্রম করতে হবে। তবে যদি আপনি যদি এর জ্ঞান এর জ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম এর পথে আপনি অনেক উপরে অবস্থান করবেন। এই পেশার মাধ্যমে অনেক বেশি আয় করা সম্ভব। চাকরির শুরুর মাসেই এই পেশায় অর্ধ লক্ষ টাকা বেতন দিয়ে শুরু করতে পারেন এবং বৃদ্ধি হয়ে লক্ষ পর্যন্ত পেতে পারেন।
৬) প্লাস্টিক সার্জন:
যারা ডাক্টারি পড়ালিখা করেন তারা যদি প্লাস্টিক সার্জন এর জ্ঞান অর্জন করে থাকেন ওবং এই পেশার মাধ্যমে অনেকে বেশি ইনকাম করা সম্ভব। প্লাস্টিক সার্জারি এর এর কাজের উপর, বাজেট দেখা নির্ভর করে । তবে এই পেশায় রুগি কম হলেও, সার্জারির চার্জ অনেকে হওয়ায় ভালো আয় করা সম্ভব হয়।
৭) ব্যবসা:
আপনি চাকরি করে যত টাকা আয় করতে পারবেন তার চেয়ে বেশি টাকা আয় করা যায় ব্যবসা করে। যদি আপনি ব্যবসায় নির্বাচনে ক্রিয়েটিভ হোন এবং এবং মেধা ও পরিশ্রম করতে আগ্রহী থাকেন তাহলে খুব বেশি আয় করতে পারবেন অতি সহজে।
আপনি কি জানেন জৈনিক কোন ঝাল মুড়ি বিক্রেতা মাসে ১ লক্ষ টাকার বেশি আয় করতে পারে শুধু মাত্র ঝাল মুড়ি বিক্রি করে। এখানে তার স্থান, খাবারের স্বাধ ও মানুষের সাথে তার ব্যবহার এর কারনে তার এই সফলতা। এছাড়া আরো অনেকে পেশা বা ব্যবসা আছে যার মাধ্যমে খুভ ভালো আয় করা যায়। আর পুজি নিয়ে যে কোন ব্যবসায় পরিশ্রম করলেই খুভ ভালো ও বেশি ইনকাম করা যায়। তবে ব্যবসা মনোযোগ দিয়ে করতে হবে।
৮) ফ্যাশন ডিজাইনার:
আপনি ফ্যাশন ডিজাইন এর ডিগ্রি প্রাপ্ত হোন বা নাই হোন আপনার যদি দক্ষতা থাক তাহলে আপনার এই পেশাতে আয়ের কোন সীমা নেই। এই পেশাতে সাফল্য পেতে হলে আপনাকে প্রচুর ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভিটির শ্রেষ্ট প্লস বলা চলে ফ্যাশন ডিজাইনিং।
৯) প্রাইভেট টিউটরঃ
আপনার যদি পড়ানোর ভালো যোগ্যতা থাকে তাহলে আপনি টিউটর এর পেশা বেছে নিতে পারেন। এই পেশায়ও আয়ের কোন সীমা নেই। আপনি যত টিউশনি করবেন তত আয় করতে পারবেন। সাথে আপনার যদি কোন স্কুলে বা কোচিং এ প্রাতিষ্ঠানিক পরিচয় থাকে তাহলে আপনার ডিমান্ড তো বেড়ে যাবে।
১০) জমির দালালিঃ
আপনি যদি জমির ব্যবসায় করতে পারেন অথবা কোন পক্ষ কে জমি বা অন্য কোন প্রোপার্টি কিনতে বা বিক্রি করতে সাহায্য করতে পারেন তাহলে আপনি এর মাধ্যমে ভালো পরিমান আয় করতে পারবেন।
উপরোক্ত বিষয় ছাড়া আরো অনেক কিছু আছে বা অনেক চাকরি আছে যার মাধ্যমে স্ট্যান্ডার্ড পরিমান আয় করা সম্ভব। আপনি বিভিন্ন চাকরির সম্পর্কে অবগত থাকতে ভিজিট করতে পারেন Job Circular Bangladesh ।
কোন পেশায় আরো বেশি আয় করা যায় তা নিয়ে মতোবিরোধ থাকতে পারে। তবে যে যেই পেশায় আছে না কেন, চাইলে সেখান থেকেই ভালো কিছু সম্ভব।
Comments (No)