গত পোস্টে একটা অংক কষতে বলেছিলাম। সেটা ছিল শুধু আর্টিকেল, ব্লগ পোস্ট বাঁ ওয়েব কন্টেন্ট লিখে আপনি মাসে কতো টাকা ইনকাম করতে পারবেন। যদি টাকার অংক টা পছন্দ হয়ে থাকে তাহলে আজকের পোস্ট টা পড়ে দেখতে পারেন। আশা করি কিছু টা হলেও উপকৃত হবেন।
ইন্ডিয়ান চলচ্চিত্র গুলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বা ইংরেজী ভাষায় না হয়েও বিশ্ব দরবারে একট বিশেষ যায়গা দখল করে ফেলেছে কিভাবে? একটা বিশেষ স্ট্র্যাটেজি ফলো করে। সেটা হলো প্রি প্রোডাকশন রিসার্চ। অর্থাৎ তারা মুভি বানানোর কাজে নামার আগে প্রচুর রিসার্চ করে।
এর ফলে তিনটা লাভ হয়।
১- সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রোডাকশন আউটলাইন করা যায়,
২-সব কিছু পরিকল্পিত থাকায় সময় লাগে অল্প এবং প্রোডাকশন খরচও বেঁচে যায় অন্তত তিন ভাগের একভাগ।
৩- দুর্দান্ত একটা ব্যাবসা সফল মুভি তৈরি হয়। এই প্রি প্রোডাকশন বা প্রোডাকশন টিমের প্রস্তুতি টা সব ধরণের ক্রিয়েটিভ কাজে জরুরী।
এই বাজে বকার কারণ হলো প্রি প্রোডাকশন সম্পর্কে জানানো। আপনি একজন ফ্রি ল্যান্সার রাইটার হিসেবে নিজের ঘরে বসে দিনে ছয় – সাত ঘন্টা পরিশ্রম করে মাসে ৫০০০০ টাকার উপর আয় করবেন বিষয় টা শুনতে সহজ লাগলেও বিষয় টা ঠিক এতো সহজ না। প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে। তারপর যুদ্ধে নামতে হবে। তবেই না সম্ভব স্বপ্নের শিখর কে ছুঁয়ে ফেলা। কিভাবে নিজেকে গড়ে তুলবেন? আসুন জেনে নেই।
প্রথম ধাপ- পড়ুন
পড়ার অভ্যাস গড়ুন। ভাষার সাবলীলতা টা কি সেটা বুঝুন। আপনি একজন বিদেশী ভাষার লেখক হবেন তো অবশ্যই সে ভাষায় আপনার যথেষ্ট দখল থাকতে হবে। সেক্ষেত্রে প্রচুর পড়ুন। না সাহিত্য পড়তে হবে না আপনি তাদের জার্নাল পড়ুন, তাদের পপুলার সাইটগুলোর আর্টিকেল গুলো পড়ুন, তাদের ম্যাগাজিন গুলো পড়ুন। তাহলেই বুঝতে পারবেন ওদের কোন শ্রেনীর এবং কোন রুচির পাঠক কী ধরণের শব্দ চয়ন কে আপন করে নেয়।
দ্বিতীয় ধাপ-লেখুন
লেখার অভ্যাস করুন, মানে কী-বোর্ড নিয়ে টাইপের কথা বলছি তা নয়। অনেকের টাইপিং গতি ভালোই থাকে কিন্তু সাবলীলতা থাকে না। হ্যাঁ সাবলিলতা। এটা খুবই জরুরী। আপনার অডিয়েন্স যদি আপনার কথা গুলো কে পড়ে কিছু না বোঝে বাঁ অল্প বোঝে বা বুঝতে তাদের পরিশ্রম করতে হয় তাহলে তারা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। তাই প্রচুর লিখুন। নিজে নিজেই বিষয় নির্ধারণ করুন। সে বিষয়ের উপর লেখুন। যা ভালো লাগে লিখতে থাকুন। কথায় আছে না গাইতে গাইতে গায়েন? তেমনই লিখতে লিখতেই লেখক।
আজ এ পর্যন্তই। পরের পোস্টে আরও কিছু ধাপ থাকবে নিজেকে প্রস্তুত করার জন্য। ইদানীং আমরা সবাই খুবই অধৈর্যশীল। আপনি যদি ওয়ান অফ দ্য বেস্ট হতে চান তাহলে আর সবার মতো হলে চলবে না, ধৈর্যশীল হয়ে প্রি প্রোডাকশন কাজ শুরু করুন। তাহলে একদিন বক্স অফিস ফাটিয়ে দেয়ার মতো হিট হবেনই ইনশাআল্লাহ। তাহলে আজই পড়ে ফেলুন কয়েকটি জার্নাল আর ম্যাগাজিনের খবরা খবর। পারলে আজই লিখে ফেলুন একটি টপিকের উপর ছোট্ট একটা আর্টিকেল। আচ্ছা টপিক টা আমিই দেই- “How to buy a bicycle?” তাহলে আজ আসি। ধন্যবাদ।
Comments (No)