কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করব?

ইনস্টাগ্রাম মার্কেটিং : বর্তমানে অনেকে নতুন নতুন ব্যবসা করার কথা চিন্তা করছেন। আর প্রতিটা ব্যবসা, প্রডাক্ট বা সার্ভিস এর প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিসনেস (business) এর মার্কেটিং (marketing) না করেন তাহালে কখনো প্রডাক্ট এর বিষয়ে মানুষরা জানতে পারবে না।

কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করব? 1

আর যখন আপনার প্রডাক্ট সম্পর্কে মানুষরা জানতে পারছে না তাহালে কিভাবে সেই product বিক্রি বা জনপ্রিয় হবে। এজন্য প্রতিটা ব্যবসার মার্কেটিং করার জন্য আপনাকে এমন একটি মাধ্যম বেচে নিতে হবে যেখানে বিসনেস বা প্রডাক্ট এর উপর মানুষের রুচি থাকবে।

তাই, যেকোনো ব্যবসার জন্য আমরা সহজে গ্রাহক পেয়ে যায় Facebook, Twitter, Instagram এর মতো অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুগলো থেকে। দিনে দিনে ইন্টারনেট এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।

তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ইনসস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারকারীর সংখ্যা। আর এই সুযোগ গ্রহন করে আপনি ইনস্টাগ্রাম (Instagram) এর লক্ষ লক্ষ ইউজারদের কাছে সার্ভিস বা প্রডাক্ট এর  প্রচার মার্কেটিং করতে পারবেন। আর এটাই হলো মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing)

ইনস্টাগ্রাম এর মাধ্যমে ব্যবসা প্রচার করার প্রক্রিয়াকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর মনে রাখবেন social media marketing এর আর একটি প্রক্রিয়াকে বলা হয় ডিজিটাল মার্কেটিং

ইনস্টাগ্রাম কি?

মূলত ইনস্টাগ্রাম হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এটা অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম  যেমন, ফেসবুক, টুইটার ইত্যাদির মতো অনলাইন সার্ভিস। এখানে আপনি নিজের ছবি, ভিডিও, টেক্স শেয়ার করতে পারবেন Instagram users দের সাথে।

ইনস্টাগ্রাম মার্কেটিং কি?

বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেকোনো বিষয়ে লক্ষ লক্ষ মানুষকে জানিয়ে দিতে পারি। তবে, সেটা হতে পারে আপনার Image, Video, texts, services, products. মানে আমরা ইনস্টাগ্রাম প্রফাইল ব্যবহার করে যেকোনো বিষয়ে মার্কেটিং বা প্রচার করে থাকি। আর এই প্রক্রিয়াকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং

ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে মানুষের কাছে প্রডাক্ট বা সার্ভস প্রচার করা। আর এই প্রচার করার নামকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing)

কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে?

ইনস্টাগ্রামে ইন্টারনেটে মার্কেটিং করার জন্য অনেক গুলো উপায় রয়েছে। কিন্ত মনে রাখবেন, Instagram marketing করার জন্য আপনার একাউন্টে প্রচুর পরিমানে ফলোয়ার্স (followers)  থাকতে হবে। আর Followers বাড়ানোর জন্য আপনাকে কিছু ব্যাসিক বিষয়ের উপর নজর দিতে হবে।

তাছাড়া ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য আপনাকে ইনস্টাগ্রামের কিছু সাধরন প্রক্রিয়া গুলো সম্পর্ন করতে হবে। এই প্রক্রিয়া গুলো আপনাকে নজর দিতে হবে যখন আপনি মার্কেটিং করার জন্য একটি Instagram Business Account তৈরি করবেন।

যখন আপনি মোবাইলে Instagram app ব্যবহার করে নতুন একটি Instagram account তৈরি করবেন, তখন ফেসবুক, ইমেইল বা ফোন নম্বার এর মাধ্যমে sign up করার অপশন পাবেন। তাই আপনি নিজর বিসনেস ইমেইল আইডি দিয়ে একাউন্ট তৈরি করবেন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট পার্সোনাল ফেসবুকের সাথে যুক্ত থাকবে না।

যখন আপনি Instagram account name দিবেন তখন অবশ্যই আপনার বিসনেস এর নাম দিবেন তাহালে এতে সহজে আপনার বিসনেস প্রচার পাবে। এর পরে আপনার প্রফাইলে ইন্সটাগ্রাম বায়ো সঠিক ভাবে ব্যবহার করুন। এবং নিজের Instagram bio এর মধ্যে নিজের বিসনেস এর নাম লিখুন।

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে এইটি setting রয়েছে যার মধ্যে switch to professional account. আপনি এই অপশনটি দেখাবেন, তাহালে আপনার প্রোফাইল বিসনেস প্রোফাইল দেখাবে। এই অপশন করতে হলে আপনি যাবেন,

Setting <> account <> switch to professional account

কিন্ত মনে রাখবেন, এই অপশনটি ব্যবহার করার জন্য আপনার একটি Facebook business page অবশ্যই থাকতে হবে।

এর পরে আপনি নিয়মিতভাবে ফটো, ভিডিও, কন্টেন্ট পাবলিশ করবেন। এতে ধীরে ধীরে অধিক ফলোয়ার্স পেয়ে যাবেন। তাছাড়া আপনার বিসনেস এর সাথে জড়িত অন্যদের বিসনেসের প্রডাক্টের উপর নজর রাখবেন তাহালে দ্রুত বেশি পরিমানে ফলোয়ার্স পেয়ে যাবেন।

কিভাবে ইনস্টাগ্রাম এর মাধ্যমে অনলাইনে মার্কেটিং করবেন?

ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আপনার একাউন্টে প্রচুর পরিমানে ফলোয়ার্স থাকতে হবে। তাই Instagram account followers পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরে উপরের বিষয় গুলো মেনে কাজ করতে হবে। তাছাড়া আপনি ইনস্টাগ্রাম একাউন্ট টাকা দিয়ে প্রমোড করে ফলোয়ার্স নিতে পারবেন।

যখন আপনার ইনস্টাগ্রাম একাউন্টে প্রচুর পরিমানে ফলোয়ার্স (followers) হয়ে যাবে, তখন নিচের প্রক্রিয়া গুলো অনুসারন করে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন।

#(১) Instagram Stories এর ব্যবহারে

ইনস্টাগ্রাম প্রোফাইল এর মাধ্যমে ২৪ ঘন্টার জন্য বিভিন্ন পোষ্ট শেয়ার করতে পারবেন ফলোয়ার্সদের  সাথে। Instagram stories এর পোষ্ট ২৪ ঘন্টা পরে আবার নিজে থেকে রিমুভ হয়ে যাবে। এখানে আপনার বিসনেস এর প্রডাক্টের সাথে জড়িত বিভিন্ন ধরনের আপডেট সহ photo, video গুলো শেয়ার করতে পারেন।

যার ফলে ফলোয়ার্সরা আপনার বিসনেস এর update গুলো Instagram stories এর মাধ্যমে দেখতে পারবে। মনে রখবেন Instagram stories হলো সম্পর্ন ফ্রি তবে, এটা একটি দারুন মার্কেটিং টুল

#(২) IGTV ব্যবহার করুন

IGTV মানে হলো ইনস্টাগ্রাম টিভি। যার মাধ্যমে আপনি লম্বা হাই কোয়ালাটির ভিডিও পাবলিশ করতে পারবেন। এমনিতে আপনি প্রোফাইলে কিছু সেকেন্ডের ভিডিও দিতে পারবেন। তবে, আইজিটিভি এর মাধ্যমে ৬০ মিনিটের লম্বা বিসনেসের ভিডিও পাবলিশ করতে পারবেন। আপনি business এর ভিডিও তৈরি করে ফলোয়ার্সদের উদ্দেশ্যে দিতে ইন্সটাগ্রাম মার্কেটিং করতে পারবেন।

#(৩) Advertise on Instagram

আপনি কি জানেন ফেসবুকের মতো ইনস্টাগ্রামে ও টাকা দিয়ে Advertisement করতে পারবেন। মানে আপনার প্রডাক্ট বা সার্ভিস গুলো প্রমোড করে প্রচার করতে পারবেন। এরজন্য আপনাকে ইনস্টাগ্রামকে টাকা দিতে হবে। আপনার প্রোফাইলে যখন কম সংখ্যক ফলোয়ার্স থাকবে তখন আপনি paid advertisement এর মাধ্যমে মার্কেটিং করতে পারবেন ইনস্টাগ্রাম একাউন্টে।

#(৪) Hashtags (#) ব্যবহার করুন

আপনি সব সময় বিসনেস এর জড়িত প্রডাক্টের সাথে hashtags (#) গুলো ব্যবহার করবেন। # ট্যাগ এর মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম পোষ্ট গুলোকে categorized করতে পারবেন। এতে সহে টার্গেট ফলোয়ার্সরা categorized post গুলো সহজে পেয়ে যাবে। তাছাড়া আপনি # tags ব্যবহার করার ফলে পাবলিশ করা পোষ্ট গুলো # tags ক্যাটগরিতে পেয়ে যাবেন। এতে সহজে আপনি প্রচুর পরিমানে ভিউ (views) পেয়ে যাবেন। এভাবে আপনি নিজের পোষ্টতে করা business প্রচার করতে পারবেন।

আমাদের শেষ কথা :-

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ