মোবাইল দিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে টাকা আয় ২০২১ Money Income through Instagram with Mobile 2021 1
মোবাইল দিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে টাকা আয় ২০২১ Money income through Instagram with mobile 2021

মোবাইল দিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে টাকা আয়

আজকে আপনাদের মাঝে কি করে ইন্সটাগ্রামে মাধ্যমে আয় করা যায় তা নিয়ে বিস্তারিত ভাবে বলবো। এতোদিন আমরা Instagram ব্যবহার করতাম ছবি কিংবা ভিডিও পোস্ট করার জন্য, অনেক মানুষ ইনস্টাগ্রাম মাধ্যমে ব্যবসা করে তাদের প্রোডাক্ট বিক্রি করে অথবা সরাসরি ওয়েবসাইট ভিজিটের নিয়ে যায় ইনস্টাগ্রামে প্রোমোটের মাধ্যমে।

আজকে জানবো কি করে ইনস্টাগ্রামে মাধ্যমে আয় করতে পারি। ইনস্টাগ্রাম থেকে অনলাইনে টাকা আয় করতে আপনাকে কি কি কাজ করতে। আরও অনেক কিছু জানতে পারবেন ইনস্টাগ্রাম সম্পর্কে। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আয় করা আসলে কি সম্ভব নিজের ছবি কিংবা ভিডিও পোস্ট করে আয় করা যায় পুরো আর্টিকেল টা পড়লে সব ক্লিয়ার হয়ে যাবে।

Instagram কি?

আমরা অনেক আগে থেকে Instagram নিয়ে পরিচিত এটা আসলে ফেইসবুকে আরেকটি সেবা সোজা কথায় ফেইসবুক আর Instagram এক কোম্পানি। দু’টো সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধব সাথে যোগাযোগ এর ঠিকানা কোন বন্ধু ছবি কিংবা কোন ভিডিও পোস্ট করলো আমরা লাইক করলাম কমেন্ট করলাম এ-ই টুকো কাজ করে থাকি ইনস্টাগ্রামে। Instagram আরেকটা জগৎ হলো টাকা আয়ের এটা অনেকে জানি না। আজকে জানবো ইনস্টাগ্রামে সব সিক্রেট কি করে আয় করা যায়। আগে থেকে বলে রাখা ভালো অনলাইনে আয় করতে হলে কোন শটকার্ট নেই। যদি শটকার্ট আয় করতে চান তাহলে এই অনলাইন থেকে টাকা আয় করা আপনার জন্য না।ঠিক তেমনি অনলাইনে আয়ের করার জন্য যেমন শটকার্ট অবলম্বন করা যায় না তেমনি ও ইনস্টাগ্রামে শটকার্ট কিছু হবে না।

Instagram মাধ্যমে আয় করতে হলে প্রয়োজন ভালো একটা ইনস্টাগ্রাম একাউন্ট ভালো একটা ইউজার নেম মনে রাখবেন হাবিজাবি নাম মানুষকে আকষ্মিক করা যায় না সুন্দর করে নিজের নামে ইউজার নেম দেওয়া।

Instagram প্রোফাইল এগুলো মেনে চলুন ?

১। সুন্দর নাম।
২।সুন্দর করে একটা Bio
৩। সুন্দর করে একটা ছবি
৪। সুন্দর মতো হ্যাশ ট্যাগ ব্যবহার করা
৫। ফলোয়ার।

১.সুন্দর নাম:নাম বলতে আমরা বুঝি নিজের নাম, মনে করুন আপনার নাম মোহাম্মদ আমির সোশাল মিডিয়াতে আপনার নাম হয়ে গেলো এক অন্য রকম নাম আপনার পরিচিত কারো নামে বাদশা বলতে গেলে নিজের নামে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করলে সমস্যা কি। আয় করতে হলে নিজের নামে সোশ্যাল মিডিয়ায়তে একটিভিটি থাকতে হবে। রিয়েলি মানুষকে সবাই বিশ্বাস করে অন্য কাউকে না ফেইক আইডি দিয়ে অনলাইনে আয় করা সম্ভব না কারণ হলো কেউ আপনাকে বিশ্বাস করবে না ওই হাবিজাবি ফেইক নাম দিয়ে। ফেইক নাম থেকে বিরত থাকুন নিজের নাম ব্যবহার করুন।

২. সুন্দর করে একটা Bio:Bio বলতে কি বুঝি নিজের সম্পর্কে খুব শটকার্টে কিছু বলা যাতে মানুষ আপনার সম্পর্কে ধারণা পাই এটাকে বলা হয় Bio। কি করে লেখবেন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনার সম্পর্কে কয়েক লাইন লেখুন আপনি কি নিয়ে কাজ করেন,কতবছর অভিজ্ঞতা আছে আপনি কি ডিজাইন নিয়ে কাজ করেন লোগো ডিজাইন নাকি বিজনেস কার্ড ডিজাইন এই নিয়ে নিজের সম্পর্কে বলা। আশা করি Bio সম্পর্কে আমরা বুঝেছি। এবার আসি আমরা কি করে Bio লেখবো আমাদের কাজই বা কি, দেখুন এই আর্টিকেল টা অনেক মানুষ দেখবে একেকজন একেকভাবে Bio লেখবেন। আমাদের কাজ কি,কোন কাজে Bio লেখবো তা নিয়ে একটু পরে আলোচনা করবো।

৩। সুন্দর করে একটা ছবি:ইনস্টাগ্রামে চেষ্টা করবেন হাসিখুশি একটা নিজের ছবি দিতে সুন্দর একটা নিজের ছবি দিবেন।

৪। সুন্দর মতো হ্যাশ ট্যাগ ব্যবহার করা:হ্যাশ ট্যাগ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটা হ্যাশ ট্যাগ আপনার পোস্ট শত-শত মানুষের সামনে নিয়ে যাবে। তাই হ্যাশ ট্যাগ ব্যবহার করার সময় লক্ষ রাখতে হবে ভালো হ্যাশ ট্যাগ ব্যাবহার করতে মিনিমাম ১৫ -৩০ টার মধ্যে।

৫। ফলোয়ার :ফলোয়ার না থাকলে ইনস্টাগ্রাম কোন কাজের না আয় করা সম্ভব না। মিনিমাম আপনার ১০ হাজার থেকে ১লক্ষ ফলোয়ার থাকতে হবে। এখন হয়তো অনেক ভাবতেছেন ইনস্টাগ্রাম আয় করা অনেক কষ্টের এতো ফলোয়ার কোথায় পাবেন, ফলোয়ার বাড়ানোর জন্য রেগুলার পোস্ট করতে হবে, স্টোরি তে ৩-৪ টা প্রতিদিন পোস্ট থাকতে হবে, নিয়মিত ৩ টা করে কন্টেন্ট পোস্ট করতে হবে। আপনার ক্যাটাগরি অনুযায়ী মানুষ কে ফলো করুন। একটা গোপন টিকস বলে দি আপনাদের কে ফলোয়ার বাড়ানোর জন্য। ছবি তে একটা লাইক দিন কমেন্ট করুন,Nice,Awesome, Very nice, Nc কমেন্ট করুন। সাথে ফলো ও করুন তার পর দেখুন ফলোয়ার কি করে বাড়ে।


১৫% লোক আপনাকে ফলো করবে শুধু মাত্র লাইক দেওয়ার জন্য ভাবা যায় ১০০ জনের পোস্ট লাইক করলেন ১৫ জন আপনাকে ফলো কিংবা লাইক করবে।
৩৫% লোক আপনাকে ফলো করবে লাইক আর কমেন্ট করার জন্য।
৬৫% লোক ফলো করবে লাইক,কমেন্ট এবং ফলো করার জন্য। এই মেথড ব্যবহার করুন কেউই এই ধরনের গোপন টিকস শেয়ার করবে না হয়তো। আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ওয়েবসাইট।

কি নিয়ে Instagram একাউন্ট কাজ শুরু করবো?

influencer, Affiliate Marketing, Blog Promotion, YouTube Videos Promotional, Comedy, Travelling, Guide, Motivate, quote, Vlogger. Review, Product Review-shirt, e-commerce
আরো অনেক কিছু হতে পারে আপাতত এগুলো নিয়ে আলোচনা করবো।

influencer:আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনেক। দিন দিন সোশ্যাল মিডিয়ায় জগতে আমরা দিনের অনেকটা সময় কাটিয়ে দেই । কিন্তু হয়তো আপনি জানেন না এই সোসাল মিডিয়া থেকে ভালো একটা আয় করা যেতে পারে। আজ আমরা জানবো কিভাবে আপনি Instagram Influencer হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে নিতে পারেন অথবা ভালো আয় করতে পারেন।

আপনি যখন Instagram ভালো ফলোয়ার হয়ে যাবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পেনসার করতে পারে যেহেতু আপনার Instagram ভালো ফলোয়ার আছে ভালো এনগেজমেন্ট হয় পোস্টে। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং অগ্রগতির কারনে বিভিন্ন কোম্পানি চাই তার পণ্য কম সময়ে মধ্যে কি করে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, তাই বিভিন্ন কোম্পানি লোকজন খোঁজে যাদের অনেক ফলোয়ার আছে ইনস্টাগ্রামে এবং তাট পোস্ট এনগেজড হয় কম সময়ে । আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন মানুষ ইনস্টাগ্রামে পণ্য সম্পর্কে রিভিউ করে থাকে তারা সবই টাকা নিয়ে রিভিউ করে বলতে গেলে পণ্যর মার্কেটিং করে থাকে। বর্তমান সময়ে Influencer এর চাহিদা অনেক রয়েছে যেহেতু কম সময়ে বেশি এনগেজমেন্ট হয় পণ্যের চাইলে influencer হিসাবে ক্যারিয়ার গড়া যায়।

Affiliate Marketing :Affiliate Marketing এই নিয়ে বেশি আলোচনা করবো না Affiliate Marketing বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় Affiliate Marketing করে ভালো আয় করা সম্ভব সঠিক পদ্ধতিতে করতে জানতে হবে তবে এবার আসা যাক Instagram কি করে Affiliate Marketing করা যায় চাইলে আমরা আমাজন এর মতো ই-কমার্স কোম্পানি জন্য ও করতে পারি যেহেতু বাংলাদেশ আমাজন আসে নাই এখনো তাই Daraz দিয়ে করা যেতে পারে Daraz Affiliate Program জয়েন করে ইনস্টাগ্রামে মাধ্যমে পণ্য বিক্রি করে ভালো আয় করা যেতে পারে।

Blog Promotion:নিজের যদি একটা ব্লগ থাকে তাহলে ইনস্টাগ্রামে মাধ্যমে করা যায় ভালো অর্গানিক ভিজিটের পাওয়া যায়।আমাদের মূল টার্গেট এগুলো না হওয়াতে তাই বিস্তারিত আলোচনা করতে ছিনা যদি মনে করেন কি করে ইনস্টাগ্রামে মাধ্যমে ব্লগে ভিজিটর নেওয়া যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দিন।

YouTube Videos Promotion: Instagram মাধ্যমে ইউটিউব ভালো ভিডিও ভিউ আনা যায়, একজন influencer মাধ্যমে ও নিজের YouTube channel প্রমোট করা যায়।

Comedy:সবচেয়ে একটা ভালো একটা টপিক হলো কমেডি মাধ্যমে আপনার যদি কমেডি করতে ভালো লাগে তাহলে Instagram সবচেয়ে ভালো উপায় আপনার প্রোফাইল ভালো ফলোয়ার হয়ে যাবে অটোমেটিক বর্তমান সময়ে কমেডি হলো সবচেয়ে জনপ্রিয় টপিক। আয় করার মাধ্যমে হতে পারে Influencer এর মাধ্যমে।

Travelling:আপনার যদি ভ্রমন করতে ভালো লাগে তাহলে সবচেয়ে ভালো হয় Travelling নিয়ে Influence করে ইনস্টাগ্রামে মাধ্যমে জনপ্রিয় হয়ে আয় করা যেতে পারে।

Vlogger:ইউটিউব অনেক ভিডিও দেখবেন নিজের লাইফের সবকিছু শেয়ার করে থাকে একজন Vlogger কোথায় যায় কি করে সব ভিডিও আকারে লোক দের মাঝে শেয়ার করে থাকে Vlogger হয়ে ইনস্টাগ্রামে আয় করা যেতে পারে।

Product Review:আপনার নিত্য দিনের জিনিস নিয়ে রিভিউ করতে পারেন মোবাইল ফোনের রিভিউ দিতে পারেন, Beauty কোন পণ্য নিয়ে ও রিভিউ করা যেতে পারে আপনার রিভিউ উপর নির্ভর করে আপনার অডিয়েন্স আপনাকে যেমন বিশ্বাস করবে তার উপর ভিত্তিতে বিভিন্ন কোম্পানি আপনাকে স্পনসর করতে পারে এটা নিশ্চিত থাকতে পারেন।

এবার হয়তো মনে মধ্যে প্রশ্ন থাকতে পারে ইউটিউব ও তে এসব করা যায় তাহলে Instagram মাধ্যমে কেন করবো।মনে রাখবেন ইউটিউবে সহজে জনপ্রিয় হওয়া যায় না মানুষের কাছে পৌছাতে যায় না অল্প সময়ের মধ্যে তবে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে খুব তাড়াতাড়ি তা সম্ভব। চাইলে ইউটিউব এর মাধ্যমে করতে পারেন।ইউটিউবে চাইতে ইনস্টাগ্রামে অতি তাড়াতাড়ি জনপ্রিয়তা পাওয়া যায়।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ