ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা; দ্য রাইজ’ সিনেমাটি গত মাসেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমাটি মাত্র এক মাসেই তিনশ কোটি রুপির বেশি আয় করেছে। সিনেমার আয়ের কথা বাদ রাখলে ভক্ত-অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, দক্ষিণী এই সুপারস্টারের সম্পত্তির পরিমাণ কত বা কত টাকার মালিক তিনি?
আল্লু অর্জুন এমনই এক বাংলোতে থাকেন যার মূল্য ১০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় একশ ১৫ কোটি টাকারও বেশি। হায়দরাবাদে অবস্থিত সেই বাংলোর নাম ‘ব্লেসিং’। অর্থাৎ আশীর্বাদ। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই থাকেন এই নায়ক।
তার ভ্যানিটি ব্যাগের মূল্য ৭ কোটি রুপি। যার কিছু ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। আর এই ব্যাগের ভেতরের কিছু ঝলক দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা।
এছাড়া এই অভিনেতা ব্যক্তিগত বিমানের মালিক। তেলেগু অভিনেতাদের মধ্যে খুব কম তারকাদেরই ব্যক্তিগত বিমান রয়েছে। সেই ব্যক্তিগত বিমানে পরিবারের সঙ্গে দেশ-বিদেশে ভ্রমণ করেন থাকেন নায়ক। আর বিমানের এসব ছবিও মাঝে মাঝে ইনস্টাগ্রামে পোস্ট করেন আল্লু।
দক্ষিণী এই তারকার রয়েছে দেশের অন্যতম দামি গাড়ি। যার দাম এক কোটি ২০ লাখ রুপি। এর রং সাদা। এছাড়াও একটি কালো গাড়ি রয়েছে তার। যার দাম ১ কোটি ৭৪ লাখ থেকে ৩ কোটি ৮৮ লাখ রুপির মধ্যে।
Comments (No)